SDRM Square Entertainment

SDRM Square Entertainment Blogging

**ভিশন নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদকের ক্ষোভ: “কোনো নোটিশ ছাড়াই অনুমোদিত স্থাপনা ভাঙলো সিটি করপোরেশন”** **নিজস্ব প্রতিবেদ...
30/04/2025

**ভিশন নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদকের ক্ষোভ: “কোনো নোটিশ ছাড়াই অনুমোদিত স্থাপনা ভাঙলো সিটি করপোরেশন”** **নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ |**

ময়মনসিংহ সিটি করপোরেশনের আচমকা অভিযানে একটি অনুমোদিত সাংস্কৃতিক স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভিশন নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন খান।

তিনি বলেন, *“আমি একজন ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো কিছু না বলে হুটহাট করে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসন এভাবে একটা তৈরি জিনিস ভাঙতে পারে না।”*

সারোয়ার হোসেন খান আরও দাবি করেন, স্থাপনাটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে এবং কাগজপত্র সম্পন্ন করেই নির্মাণ করা হয়েছিল। ফলে সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনার প্রয়োজন ছিল। তার ভাষায়, *“কমপক্ষে একটি নোটিশ বা আগাম সতর্কবার্তা দেওয়া উচিত ছিল, যা কোনোভাবেই দেওয়া হয়নি।”*

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ময়মনসিংহের সংস্কৃতি অঙ্গনে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে না, বরং দীর্ঘদিনের পরিশ্রম এবং উদ্যোগের অবমূল্যায়নও ঘটে।

ভিশন নাট্যাঙ্গনসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণের দাবি জানিয়েছে।

**অর্থনৈতিক স্থবিরতা ও পেশাগত সংকটে দেশ****নিজস্ব প্রতিবেদক** **ঢাকা, ২২ এপ্রিল ২০২৫**
21/04/2025

**অর্থনৈতিক স্থবিরতা ও পেশাগত সংকটে দেশ**
**নিজস্ব প্রতিবেদক**
**ঢাকা, ২২ এপ্রিল ২০২৫**

শামীমের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষগফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের নিগুয়ারী মহিষ পাতান বাজার এলাকায় শামীম নামের এক ...
01/04/2025

শামীমের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ

গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের নিগুয়ারী মহিষ পাতান বাজার এলাকায় শামীম নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর চাঁদাবাজি, নির্যাতন ও নানা ধরনের অপকর্মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপির সাধারণ কর্মীদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সে।

জানা গেছে, শামীম এলাকার প্রভাবশালী লালু মেম্বারের ছোট ভাই। তার বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সম্প্রতি, এক বৃদ্ধ লোক ন্যায়বিচারের আশায় তার দ্বারস্থ হলে, শামীম উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করে। বৃদ্ধ লোকটি রাজি না হলে, শামীম তাকে লাঠি দিয়ে অমানবিকভাবে প্রহার করে, যার ফলে বৃদ্ধের একটি হাত ভেঙে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শামীম শুধু ব্যক্তিগত নির্যাতনেই সীমাবদ্ধ নয়, বিল দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন দুর্নীতির সাথেও জড়িত। এলাকায় এ বিষয়ে খোঁজ নিলে তার বিরুদ্ধে শত শত অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, "শামীম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

ঢাকা ওয়াসা কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতির সাথেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে শামীমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

16/10/2024

ময়মনসিংহ শহরের রাতের সৌন্দর্য

07/03/2024

আপনার ভালোবাসায় আমি আসক্ত
কিন্তু আমার অতিরিক্ত ভালোবাসায় আপনি বিরক্ত

বিয়েতে আল্লাহর সাথে নাফরমানী এর লিস্টঃ১.বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে,, আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে!২.বলা হলো মেয়ে...
18/12/2023

বিয়েতে আল্লাহর সাথে নাফরমানী এর লিস্টঃ

১.বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে,, আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে!

২.বলা হলো মেয়ে দ্বীনদার কি না দেখতে,, আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কি না দেখতে!

৩.বলা হলো ছেলের দ্বীনকে প্রাধান্য দিতে,, আর আমরা শুরু করলাম ছেলের টাকা-পয়সাকে প্রাধান্য দিতে!

৪.বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে,,আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে!

৫.বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য হয়ে বিয়ে দিতে!

৬.বলা হলো কম খরচে বিয়ে করতে,, আর আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা অপচয় করতে!

৭.বলা হলো মসজিদে বিয়ে- করতে,, আর আমরা শুরু করলাম সেন্টারে শুটিং করে বিয়ে করতে!

৮.বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে,, আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে!

৯.বলা হলো ছেলে পক্ষ ওয়ালীমা করে মানুষকে খাওয়াতে।আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে!

১০.বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে,, আর আমরা শুরু করলাম যৌতুক নিতে!

১১.বলা হলো দ্রুত বিয়ে করতে,, আমরা শুরু করলাম পিছিয়ে বিয়ে দিতে!

১২.বলা হলো বিয়েকে সহজ করতে,, আমরা শুরু করলাম কঠিন করতে!

১৩.বলা হলো নতুন বউকে দেখে দু'আ করতে,, আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে!

১৪.বলা হলো স্বামীকে সম্মান করতে,, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে নিয়োজিত করতে!

১৫.বলা হলো স্ত্রীকে ভালোবাসতে,, আমরা শুরু করলাম শালীর সাথে মিশতে!

১৬.বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে,, আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে!

১৭.বলা হলো দেবর থেকে দূরে থাকতে,, আমরা শুরু করলাম দেবরের সাথে ফাজলামিতে মেতে উঠতে!

১৮.বলা হলো স্বামীর জন্য সাজতে,, আমরা শুরু করলাম রাস্তার ছেলের কামনার বস্তু হতে!

১৯.বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে,, আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেড়াতে!

আরো এইরকম হাজার ঘটনা আছে যা আমরা সব সময় উল্টো টা করেই থাকি। আমাদের কারনেই বিয়ে দিন দিন কঠিন হয়ে গেছে,,বিয়েতে বরকত কমে গেছে

সংসারে অশান্তি লেগেই থাকে।

দিন দিন বাড়ছে তালাকের সংখ্যা তার কারণ

আমরা বিবাহে সুন্নাত থেকে সরে যাচ্ছি....
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক...আল্লাহুম্মা আমিন

06/12/2023

06/12/2023

বন্ধু Adrita Mim আজকে তোমার জন্মদিন আজকে তুমি পৃথিবীতে নেই দোয়া করি মহান আল্লাহ পাক ওপারে তোমাকে ভালো রাখুক আমিন 😭😭😭😭

Happy Birthday Sheikh Suraiya Urmee Apu
04/12/2023

Happy Birthday Sheikh Suraiya Urmee Apu

03/12/2023

কুয়াশা গেঁড়া সন্ধ্যায় তোমাকে বড্ড মিস করি আমি পাখি,

আমার ভিষণ ইচ্ছে করে কুয়াশা গেঁড়া সন্ধ্যায় তোমাকে নিয়ে ঘুরতে পাখি।

কিন্তু কি করবো ইচ্ছে থাকতেও উপায় নেই তুমি তো অনেক দূরে পাখি,

তবুও কল্পনাতে ও হৃদয়ের গহীনে তোমাকে নিয়ে আমি ঘুরি পাখি।

*******কলমে: মোঃ সারোয়ার হোসেন খান।।*******

Address

Dhaka
2200

Alerts

Be the first to know and let us send you an email when SDRM Square Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share