
30/04/2025
**ভিশন নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদকের ক্ষোভ: “কোনো নোটিশ ছাড়াই অনুমোদিত স্থাপনা ভাঙলো সিটি করপোরেশন”** **নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ |**
ময়মনসিংহ সিটি করপোরেশনের আচমকা অভিযানে একটি অনুমোদিত সাংস্কৃতিক স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভিশন নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন খান।
তিনি বলেন, *“আমি একজন ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো কিছু না বলে হুটহাট করে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসন এভাবে একটা তৈরি জিনিস ভাঙতে পারে না।”*
সারোয়ার হোসেন খান আরও দাবি করেন, স্থাপনাটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে এবং কাগজপত্র সম্পন্ন করেই নির্মাণ করা হয়েছিল। ফলে সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনার প্রয়োজন ছিল। তার ভাষায়, *“কমপক্ষে একটি নোটিশ বা আগাম সতর্কবার্তা দেওয়া উচিত ছিল, যা কোনোভাবেই দেওয়া হয়নি।”*
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ময়মনসিংহের সংস্কৃতি অঙ্গনে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে না, বরং দীর্ঘদিনের পরিশ্রম এবং উদ্যোগের অবমূল্যায়নও ঘটে।
ভিশন নাট্যাঙ্গনসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণের দাবি জানিয়েছে।