Madinar Pothe - মাদিনার পথে

Madinar Pothe - মাদিনার পথে This page is created for only Dawah of Islam. We want to spread the peace of islam.

জরুরি ওয়াজাহাত"মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের যে সিদ্ধান্ত আমারও একই সিদ্ধান্ত। দারুল উলুম দেওবন্দের...
08/02/2024

জরুরি ওয়াজাহাত

"মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের যে সিদ্ধান্ত আমারও একই সিদ্ধান্ত। দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদীস হযরত আবুল কাসিম নুমানী হাফি. এর যে সিদ্ধান্ত আমারও একই সিদ্ধান্ত। তাঁর বক্তব্যর ব্যাপারে দারুল উলুমের পূর্বের ফতওয়াতে তো আমার নিজরই দস্তখত আছে।"

৭ ফেব্রুয়ারী, ২৪ঈ, সকালে আরজাবাদ মাদরাসায় -সাইয়েদ আরশাদ মাদানী হাফি.

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্...
05/01/2024

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।
সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ধর্ষণ পরকীয়া।

এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই৷ উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে।

মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার।

ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরতে চাই ৷
আপনি ভাবছেন এতে মন্দ কী? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে!

- কী নির্বোধ বোকা আপনি? বান্দা তার রব'এর কাছে আসবে৷ তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না?

আপনার ইসলাম অন্য পুরুষের সাথে কথা বলা জায়েয করেনি। আপনার শুরুটাই তো অবৈধ।

আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালে লাগে না৷ সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়; তবে তাকে আপনি নয়; বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন।

আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন; সেখানে অনেক পুরুষ আছে। অনেক আলেম আছে, সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে ?
বুঝে নিন নিশ্চিত এখানেও কোনে ষড়যন্ত্র আছে, তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা_

ভারতে লাভ জিহাদ নিয়ে বেশ বিতর্ক চলছে ৷
হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে৷ এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না৷ তাই তারাও বসে নেই। আবিষ্কার করেছে ভিন্ন পথ। তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা। তাদের জীবন নরক বানানো৷ মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না তারা সেটা জানে৷ তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত।

হে উম্মার বোনেরা!

তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েয নেই। হোক সে মুসলিম কিংবা অমুসলিম।

এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী। তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা।

- আমাদের দায়িত্ব বলে দেওয়া,সাবধান করা।
- বাকি সিদ্ধান্ত আপনার। ⭐⭐⭐

❝ইয়া আল্লাহ...আমাদের হেফাজত করুন।

 #আলহামদুলিল্লাহহাফেজ তাকরীম দুবাইতে প্রথম স্থান অর্জন করেছে। আল্লাহপাক তাকে কবুল করুন। ভবিষ্যতে বড় আলেম হওয়ার তৌফিক দান...
04/04/2023

#আলহামদুলিল্লাহ
হাফেজ তাকরীম দুবাইতে প্রথম স্থান অর্জন করেছে। আল্লাহপাক তাকে কবুল করুন। ভবিষ্যতে বড় আলেম হওয়ার তৌফিক দান করুন।

 #ভর্তি চলছে ভর্তি চলছে, বালক ও বালিকা উভয় শাখায়!!আরবি বিষয়ে ঢাকায় শিক্ষকতা করা অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক ও শিক্ষিকা দ্বা...
22/03/2023

#ভর্তি চলছে ভর্তি চলছে,
বালক ও বালিকা উভয় শাখায়!!
আরবি বিষয়ে ঢাকায় শিক্ষকতা করা অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পরিচালিত!!
জেনারেল বিষয়ে নো টেনশন ইনশাআল্লাহ কারণ বিশ্ববিদ্যালয়ের ফাস্ট ক্লাস রেজাল্ট সম্পূর্ণ শিক্ষক আমরাই দিচ্ছি আপনার সন্তানের যোগ্য হয়ে গড়ে উঠার জন্য ইনশাআল্লাহ!!

সন্তান আপনার আর আমল,আখলাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ!!

22/03/2023

#মাহে রমজানে যে ৪টি কাজ বেশি বেশি করার কথা বলেছেন
নাবী মুহাম্মাদ (সাঃ)♥

22/03/2023

#আলহামদুলিল্লাহ্
আবারো পেতে যাচ্ছি বোনাস নেকীর সময় মাহে রমজান,,,

বোনদেরকে বলছি, আপনারা সকল প্রকার হারাম সম্পর্ক থেকে সতর্ক হোন। স্কুল কলেজ কিংবা প্রাইভেট কোচিং সেন্টারে, যেখানেই থাকেন ন...
10/03/2023

বোনদেরকে বলছি, আপনারা সকল প্রকার হারাম সম্পর্ক থেকে সতর্ক হোন। স্কুল কলেজ কিংবা প্রাইভেট কোচিং সেন্টারে, যেখানেই থাকেন না কেন, আপনার ইজ্জত এই উম্মাহর সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকেন অথবা সহশিক্ষায় এখনো যুক্ত থাকেন, তাহলে কখন ক/ফের অপবিত্র হিন্দু্রা আপনার ইজ্জত লুণ্ঠন করে নিয়ে যাবে, আপনি ভাবতেও পারবেন না। আপনার ইজ্জত সম্মান যেভাবে একজন মুসলিম নন-মাহরামের জন্য হারাম ঠিক তেমনিভাবে অমুসলিমদের জন্যেও হারাম।

কিন্তু এখন বাংলাদেশে হিnদুরা মুসলিম মেয়েদের গর্ভবতী করে ছেড়ে দেয়ার এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে। এটা নিছক কয়েকজন হিnদুর আবেগতাড়িত যৌবনের আকাঙ্ক্ষা পূরণের অপরাধ নয়, বরং এটা একটা পরিকল্পিত ছক অনুযায়ী সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। এর উদ্দেশ্য হচ্ছে আপনাকে জারজ সন্তান দিয়ে অপবিত্র করা। যেই গর্ভ একবার অপবিত্র হয়েছে, সেই গর্ভে আর কখনো নেককার ও ঈমানদার সন্তান জন্ম নিবে না‌। আল্লাহ না করুক, আপনি ভাবছেন কিছুই হবে না, অথচ কখন কি ঘটবে আপনি টের পাবেন না। আপনার পড়াশোনার চাইতে আপনার ইজ্জতের মূল্য এই উম্মতের কাছে অনেক বেশি।

❛❛লাভ জিহ|দ প্রতিরোধের নামে সেই গ্রুপের সদস্যরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে। প্রেমের জালে ফাঁসিয়ে, অবচেতন করে, মিথ্যা পরিচয় দিয়ে, মুসলিমদের ছদ্মনাম ব্যবহার করে মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করছে, বিয়ে করছে, সন্তানের জনক হচ্ছে এবং এরপর তাদেরকে ফেলে চলে যাচ্ছে, ধর্মান্তরিত হওয়ার জন্য বাধ্য করছে! এগুলো শুনে মাথার উপর আকাশ ভেঙে পড়ছে? কাল্পনিক মনে হচ্ছে?

আমিও ভেবেছিলাম এগুলো হয়তো সত্য না। পরবর্তীতে প্রতিবেদনে দেখানো কয়েকটা স্ক্রিনশট যাচাই করার জন্য আইডির ছবি, নাম খুঁজলেই দেখি এগুলো বানোয়াট স্ক্রিনশট না!
এছাড়াও সংবাদমাধ্যমগুলোতে এমন অসংখ্য সংবাদ ইতিমধ্যে দেখা গেছে। বাংলাদেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আছে যারা চাইলেই এসব তথ্য যাচাই করতে পারে।

গ্রুপ প্রাইভেট হলেও এসব প্রমাণ যোগাড় করা তাদের কাছে কোনো ব্যাপারই না! আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাই না। দোষীদের পরিচয় উদঘাটন করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিলে বোনদের ইজ্জত রক্ষার্থে অনেক ভাই আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে যা পরবর্তীতে সবকিছুকে আরো অস্থিতিশীল করে তুলবে। ❜❜

হিnদুদের এই বিষাক্ত পরিকল্পনা থেকে বাঁচার জন্য সহশিক্ষা থেকে দূরে থাকেন। এটাই সকল সমস্যার মূল গোড়া। আপনাকে পর্দা এবং আল্লাহর বিধান মেনে চলতে হবে। আপনি যদি খামখেয়ালি ভাবে আল্লাহর এই বিধানকে মানতে অস্বীকার করেন, তাহলে কখন কিভাবে আপনার উপর হিnদুরা তাদের নাপাক এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের জানা নেই।‌ সহশিক্ষা থেকে দূরে থাকুন এবং প্রাইভেট কোচিং সেন্টারেও এই ব্যাপারে সতর্ক হোক। সহশিক্ষায় পড়ার চেয়ে মহিলা মাদরাসায় ভর্তি হোন, অথবা এমনভাবে নিজের শিক্ষা কার্যক্রম সাজান, যেখানে নন মাহরামের সাথে আপনার কোন যোগাযোগ হবে না।

আপনাকে সতর্ক হতে হবে আপনার নিজের জন্য এবং মুসলিম উম্মাহর জন্য। ভারতীয় মুসলমানদের উপর যেভাবে সেই দেশের হিNদুত্বব াদীরা আক্রমণ করছে এখন ঠিক একই পরিকল্পনা এই দেশের কিছু দালাল হিnদুরা করে আসছে‌। আমরা চাই আপনারা এই সকল নাপাক পরিকল্পনার অংশ না হোন এবং নিজের ইজ্জত সম্মান রক্ষা করে চলুন। মিডিয়া আপনাদেরকে এই সম্পর্কে অবগত করবে না। আপনাদের কাছে আমাদের কোন স্বার্থ নেই, কিন্তু আপনার ঈমানের কাছে আমরা দায়বদ্ধ। আল্লাহর দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন।

সংগৃহীত

08/03/2023

#আমাদের রাহবার,,,

08/03/2023

#মোবাইলের ফেৎনা!!!

08/03/2023

#তাবলীগ জামাতের পাকিস্তানী সাথীর কত দরদ মাখা তাশকীল,,,
সুবহানাল্লাহ

06/03/2023

#নাঊযুবিল্লাহ্
দেখুন কাদি*য়ানিদের আসল রূপ!!!

Address

Mymensingh

Telephone

+8801786440441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madinar Pothe - মাদিনার পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madinar Pothe - মাদিনার পথে:

Share

Category