হিলফুল ফুজুল যুব সংঘ চামরদানী

হিলফুল ফুজুল যুব সংঘ চামরদানী EST 2021
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

19/07/2025

★★আসসালামু আলাইকুম★★

★হিলফুল ফুজুল যুব সংগঠন
→পেইজে আপনাকে স্বাগতম।★

হিলফুল ফুজুল যুব সংগঠন- এর মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ:-

১। ইসলামের ৫টি প্রধান স্তম্ভ (কালেমা, নামাজ, রোজা, যাকাত ও হজ্জ) সম্পর্কে সবাইকে সচেতন ও আলোচনার মাধ্যমে প্রসারিত করা।
২। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
৩। মজলুম ও অসহায়দের সাহায্য করা।
৪। পথিক ও মুসাফিরের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
৫। দুষ্কৃতকারীদের অন্যায় আগ্রাসন প্রতিরোধ করা।
৬। দ্বীন শিক্ষায় সবাইকে উৎসাহিত করা।
৭। ইসলামের দাওয়ার কাজে সবাইকে উৎসাহিত করা।

★ইসলাম শান্তির ধর্ম আর সেই শান্তিতে পৃথিবী হয়ে উঠুক অনন্য।

★আসুন ইসলামকে ছড়িয়ে দিতে ও সবার কাছে ইসলামের দাওয়াত পৌছে দিতে এই সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করি।

সৌজন্যে:-
হিলফুল ফুজুল যুব সংগঠন

18/07/2025

★★আসসালামু আলাইকুম★★

★আশা করি আল্লাহর রহমতে সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ ★

★হিলফুল ফুজুল যুব সংগঠন
→পেইজে আপনাদের সবাই কে স্বাগতম।★★★

★আমাদের এই গ্রুপের উদ্দেশ্য→মজলুম ও অসহায়দের সাহায্য করা।সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ইসলামের ৫টি প্রধান স্তম্ভ সম্পর্কে সবাইকে সচেতন ও আলোচনার মাধ্যমে প্রসারিত করা। পথিক ও মুসাফিরের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দুষ্কৃতকারীদের অন্যায় আগ্রাসন প্রতিরোধ করা। দ্বীন শিক্ষায় সবাইকে উৎসাহিত করা। ইসলামের দাওয়ার কাজে সবাইকে উৎসাহিত করা।★

★ইসলাম শান্তির ধর্ম আর সুন্দর ব্যবহার ও বন্ধুসুলভ আচারণ আমাদের প্রিয় নবীর সুন্নত।
তাই এখানে সবাই মিলে সবার সাথে ভাল ব্যবহার ও বন্ধুসুলভ আচরণ করবো আশা করছি ।
★মনে রাখবেন, আপনার ব্যবহার আপনার ব্যক্তিত্বের পরিচয় দেবে।
★গ্রুপ কারো একার হয় না, সবাই কে নিয়েই একটি গ্রুপ তৈরি করা সম্ভব, তাই গ্রুপ কে নিজের ভেবে পাশে থাকুন। আপনার আইডির ফ্রেন্ডস দের গ্রুপে ইনভাইট করে গ্রুপ কে বড় হতে সাহায্য করুন
★গ্রুপটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনা করতে কিছু নিয়ম করা হয়েছে, আশা করছি সবাই নিয়ম গুলি মেনে চলবেন।
★★★★★
★★Warning ★★
১) ★গ্রুপে কোন প্রকার পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, ভিডিও লিঙ্ক, অথবা কোন ধরনের শেয়ার পোস্ট বা কমেন্ট করবো না।★★
২)★এটি একটি সামাজিক গ্রুপ, তাই কোন প্রকার অশ্লীল পিক, নুডস, 18+ পোস্ট কমেন্ট করা থেকে বিরত থাকবো, কারো নোংরা মানসিকতা এখানে করবেন না ★
৩)★কোন প্রকার রাজনৈতিক অথবা ধর্ম বিরোধী উস্কানিমূলক পোস্ট কমেন্ট করবো না।★
৪)★কোন প্রকার কোম্পানি অথবা চাকরি বিজ্ঞাপন জাতীয় পোস্ট করবো না, আমরা এখানে কোন ব্যক্তি বা কোম্পানি প্রচার করবো না★
৫)★এটা কোন Add Me গ্রুপ না, তাই পোস্ট করে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিতে বলা অথবা কারো পোস্টে গিয়ে নাম্বার চাওয়া, রিকুয়েষ্ট একসেপ্ট করতে বলে ডিস্টার্ব করা থেকে বিরত থাকবো।★
৬)★গ্রুপে থাকা কোন মেম্বার গ্রুপের এডমিন বা মডিরেটর কে ব্লক করতে পারবেন না, এমন কিছু ধরা পরলে তাকে গ্রুপে ব্লক অথবা রিমুভ করে দিবো★

★আশা করছি সকলে গ্রুপের এই নিয়ম গুলি মেনে চলবেন, এবং গ্রুপের পাশে থেকে গ্রুপ কে এগিয়ে নিতে সাহায্য করবো
★★

★এখানে প্রতিটি মেম্বার আমাদের কাছে খুবই মুল্যবান, তাই কাওকে গ্রুপে ব্লক বা গ্রুপ থেকে রিমুভ করা আমাদের ইচ্ছে নাই★

★★যদি কোন কারনে আপনার পোস্ট গ্রুপে এপ্রুভ না হয় তাহলে বুঝে নেবেন পোস্টটি গ্রুপের নিয়মের বাহিরে, নয়তো এই পোস্ট টি ইতিমধ্যে অন্য কেও করে ফেলছে★

★★বিঃ দ্রঃ গ্রুপের যে কোন সমস্যা অথবা কোন হেল্প প্রয়োজন হলে এই পোস্টে কমেন্ট করুন, যদি সমস্যাটি এখানে বলার মত না হয় তাহলে মেসেঞ্জারে নক করে সরাসরি আপনার সমস্যাটি বলুন*

★★আমরা চাই গ্রুপে একটি সুন্দর ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে, এই জন্যে সকলের সাহায্য খুবই প্রয়োজন।*

★আসুন ইসলামকে ছড়িয়ে দিতে ও সবার কাছে ইসলামের দাওয়াত পৌছে দিতে এই গ্রুপকে সার্বিকভাবে সহযোগিতা করি *
ধন্যবান্তে
গ্রুপ কমিটি
হিলফুল ফুজুল যুব সংগঠন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ইয়াছিন
14/07/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা ইয়াছিন

যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। (সূরা আশ-শুর...
14/07/2025

যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। (সূরা আশ-শুরা: ৪২)

05/07/2025

আলহামদুলিল্লাহ সমাজ সেবায় নিয়োজিত।

02/05/2024

Education is the most powerful weapon which you can use to change the world. (Mandela)

13/06/2023

কুরআনের প্রথম হেদায়েত হচ্ছে নিকট আত্মীয়কে তার হক দিয়ে দেওয়া। 💝

15/05/2023

ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকার'রা অধিনায়ক তামিম ইকবাল'কে উদ্দ্যেশ্য করে বারবার একটা কথা'ই বলছিলো, 'হোয়াট অ্যা ক্যাপ্টেন্সি বাই ক্যাপ্টেন কুল তামিম ইকবাল!'.... 👏🏻💯
আয়ারল্যান্ডে'র বিপক্ষে সিরিজে'র তৃতীয় ও শেষ ম্যাচে কি অসাধারণ এক অধিনায়কত্ব করলেন তামিম ইকবাল! ম্যাচ জয়ে'র পেছনে অধিনায়ক তামিম'কে ক্রেডিট দিতে'ই হবে! ওমন মুহুর্তে শান্ত'কে বোলিং'য়ে নিয়ে আসার সাহস দেখালেন এবং সেইসাথে সফলও হলেন! এর আগে মাশরাফী বিন মোর্ত্তোজা ছাড়া আর কোন বাংলাদেশি অধিনায়ক'কে এমন সাহসী সিদ্ধান্ত নিতে দেখা যায়নি!

সব দিক থেকে'ই খান সাহেব আজ (১৫ মে) তার অধিনায়কত্ব দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন! বুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জ ও কৌশলী ফিল্ডিং সেটআপ দিয়ে তামিম ইকবাল আজ নিজে'র ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি'র আরো একটা উদাহরণ তৈরি করলেন!

Tamim Iqbal - ব্যাট হাতে ছিলেন অনন্য আর অধিনায়কত্বে ছিলেন যেন একেবারে অনবদ্য! ✅


| |
| |

14/05/2023

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।।
স্পেশালি মোস্তাফিজ ও হাসানকে। 🇧🇩🇧🇩

14/05/2023

অভিনন্দন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা সুলতান রিছেপ তায়েব এরদোয়ান।৭৯% ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আপনাকে প্রাণঢালা অভিনন্দন।
Recep Tayyip Erdogan
https://www.facebook.com/RTErdogan

Türkiye Cumhurbaşkanı - President of Türkiye

20/04/2022

Address

Mymensingh

Telephone

+8801945256153

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুজুল যুব সংঘ চামরদানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিলফুল ফুজুল যুব সংঘ চামরদানী:

Share