13/08/2023
গড গিফটেড একটা সিন আছে 'উড়াল পাখি' নাটকে।
নাটকের শেষ সিনটি আল্লাহ নিজে আমাদের উপহার দিয়েছেন।
শেষ সিনের প্ল্যান ছিল— বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে পায়েল আসবে। কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে।
চারপাশ ফাঁকা, শুকনো হাওরের বুকে আমরা কবর বানিয়েছি। ঢাকা থেকে সেই সুনামগঞ্জে বৃষ্টি নিয়ে গিয়েছি। বিশাল প্রস্তুতি।
আমরা প্রস্তুত, বৃষ্টির সিন করবো। সব যখন রেডি ঠিক তখনি ঝমঝমিয়ে সত্যিকার বৃষ্টি নামলো।
শুটিং বন্ধ। আমার মাথায় হাত। সত্যিকারের বৃষ্টির মধ্যে বৃষ্টির সিন করা যায় না। কারন লাইট জ্বালানো যায় না।
আমার সিনেমাটোগ্রাফার নাজমুল হাসান বললো, 'ভাই চলেন, এই বৃষ্টির মধ্যেই শুট করবো।'
আমি তো অবাক— 'কি বলেন?'
নাজমুল বললো, 'হ ভাই। এমন হাওরের মাঝখানে বৃষ্টি হইতেছে। চারপাশে বিজলী চমকাচ্ছে। এতো বড় ক্যানভাস। এই জিনিস কোটি টাকা দিয়াও পাবেন না ভাই। রিয়েল ফিল। এতো কষ্ট কইরা সুনামগঞ্জ আইছি। তাই আল্লাহ নিজে আমাগো উপহার দিছে এই বৃষ্টি। চলেন, মাইক্রোবাসের হেড লাইট জ্বালাইয়া শুটিং করমু'।
নাজমুল বেশ পাগলা আছে। কিন্তু ওকে আমি ভরসা করি। বললাম, 'চলেন তাইলে'।
ঘটনা সত্য। আপনারা শেষ দৃশ্যে যা দেখছেন, পুরোটাই রিয়েল। বিজলী চমকানো, বৃষ্টি, বাতাস— সবই রিয়েল। আল্লাহর উপহার।
পেজটা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ