27/03/2025
মেয়েরাই ছেলেদের ভাঙ্গিয়ে খায়, এমন কথা অনেকেই গর্ব নিয়ে বলে। কথাটা কি ঠিক? সমাজে এমন অনেক ছেলে আছে, যারা গার্লফ্রেন্ডের টাকায় তাদের জীবন চালায়। ছেলেটার ভবিষ্যৎ গড়ে দেয়, এমন গার্লফ্রেন্ডের সংখ্যা কম নাই। পরবর্তীতে কেউ অকৃতজ্ঞ হয়ে যায়। কেউ ভুল বুঝাবুঝির শিকার হয়। কেউ মনে রাখে অনন্তকাল।
এই ব্যাপারটা যে এই সময়েই প্রচলিত, তা না। ১৯৫৭ সালে ভারতীয় উপমহাদেশে এই বিষয় নিয়ে একটা দারুণ চলচ্চিত্র নির্মাণ করেন অগ্রদূত নামে এক বিখ্যাত পরিচালক। উত্তম-সুচিত্রার কালজয়ী সেই সিনেমার নাম 'পথে হল দেরি'।
প্রেম ও সেক্রিফাইসের এক অসামান্য গল্প লিখেছিলেন প্রতিভা বসু। তারই চলচ্চিত্র রূপ 'পথে হল দেরি'। বিস্তারিত আলোচনা কমেন্টের লিঙ্কে। মাত্র ১০ মিনিটে এক অপূর্ব সিনেমার বিস্তারিত শুনে আসতে পারেন।