Practical Khata Writing & Drawing

Practical Khata Writing & Drawing আসসালামু আলাইকুম। প্রাকটিক্যাল খাতার সকল সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

27/03/2025

মেয়েরাই ছেলেদের ভাঙ্গিয়ে খায়, এমন কথা অনেকেই গর্ব নিয়ে বলে। কথাটা কি ঠিক? সমাজে এমন অনেক ছেলে আছে, যারা গার্লফ্রেন্ডের টাকায় তাদের জীবন চালায়। ছেলেটার ভবিষ্যৎ গড়ে দেয়, এমন গার্লফ্রেন্ডের সংখ্যা কম নাই। পরবর্তীতে কেউ অকৃতজ্ঞ হয়ে যায়। কেউ ভুল বুঝাবুঝির শিকার হয়। কেউ মনে রাখে অনন্তকাল।

এই ব্যাপারটা যে এই সময়েই প্রচলিত, তা না। ১৯৫৭ সালে ভারতীয় উপমহাদেশে এই বিষয় নিয়ে একটা দারুণ চলচ্চিত্র নির্মাণ করেন অগ্রদূত নামে এক বিখ্যাত পরিচালক। উত্তম-সুচিত্রার কালজয়ী সেই সিনেমার নাম 'পথে হল দেরি'।

প্রেম ও সেক্রিফাইসের এক অসামান্য গল্প লিখেছিলেন প্রতিভা বসু। তারই চলচ্চিত্র রূপ 'পথে হল দেরি'। বিস্তারিত আলোচনা কমেন্টের লিঙ্কে। মাত্র ১০ মিনিটে এক অপূর্ব সিনেমার বিস্তারিত শুনে আসতে পারেন।

একজন স্ত্রীর পৃথিবী খুবই ছোট হয়— সেই পৃথিবীর শুরু আপনাকে দিয়ে, আর শেষও হয় আপনাকে দিয়ে সে সমাজের, পরিবারের, এমনকি নিজের স...
18/03/2025

একজন স্ত্রীর পৃথিবী খুবই ছোট হয়— সেই পৃথিবীর শুরু আপনাকে দিয়ে, আর শেষও হয় আপনাকে দিয়ে

সে সমাজের, পরিবারের, এমনকি নিজের স্বপ্নের অনেক কিছু ত্যাগ করেও আপনার পাশে থাকে। দুঃখ-কষ্ট, অভাব-অনটন, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আপনার দেওয়া কষ্ট সে সহ্য করতে পারে না। কারণ, তার ভালোবাসার একমাত্র আশ্রয় তার স্বামী

তাই কখনো স্ত্রীকে কষ্ট দেবেন না। তার হাসির পেছনে হয়তো হাজারো দুঃখ লুকিয়ে থাকে, কিন্তু আপনার ভালোবাসার ছোঁয়া পেলেই সে সব ভুলে হাসতে পারে। তাকে ভালোবাসুন, সম্মান করুন, তার অনুভূতিকে মূল্য দিন। দেখবেন, সে তার ছোট্ট দুনিয়াটা শুধুই আপনার জন্য সাজিয়ে রাখবে!🤍

কে বলেছে শুধু সাদা কাফনেই দাফন হয়?আমি তো অনেক মেয়েকে দেখেছি,যাদের স্বপ্ন, ইচ্ছা, আর ভালোবাসাকে দাফন করা হয়েছে—লাল কাপড়ের...
18/03/2025

কে বলেছে শুধু সাদা কাফনেই দাফন হয়?

আমি তো অনেক মেয়েকে দেখেছি,
যাদের স্বপ্ন, ইচ্ছা, আর ভালোবাসাকে দাফন করা হয়েছে—
লাল কাপড়ের বাঁধনে... 💔😅

👉রাসূল (ﷺ) বলেন:—তুমি মানুষের ক্ষ'তি করা থেকে দূরে থাকবে.সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে সাদাকাহ💫😍(সহীহ বুখারী-২৫১৮...
17/03/2025

👉রাসূল (ﷺ) বলেন:—
তুমি মানুষের ক্ষ'তি করা থেকে দূরে থাকবে.

সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে সাদাকাহ💫😍

(সহীহ বুখারী-২৫১৮)

17/03/2025
17/03/2025

রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়।

(তিরমিযি- ২৩৯৮)

•• সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম •• 🖤🥀
17/03/2025

•• সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম •• 🖤🥀

:নিজের হেদায়েত হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দায়ী। কত ভয়ংকর তাইনা? আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি, তবুও যাত্রা থামাতে ...
16/03/2025

:নিজের হেদায়েত হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দায়ী। কত ভয়ংকর তাইনা? আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি, তবুও যাত্রা থামাতে পারছি না-😥❤️‍🩹

এমন সৌভাগ্য কজনের হয়????আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিলো। সবার অনুমতি নিয়ে একজন মাহরামের উপস্থিতিতে আমাকে তিনি ভিন্ন ঘরে...
16/03/2025

এমন সৌভাগ্য কজনের হয়????

আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিলো। সবার অনুমতি নিয়ে একজন মাহরামের উপস্থিতিতে আমাকে তিনি ভিন্ন ঘরে বলেছিলেন, যদি কিছু বলার থাকে তাহলে যেন নির্দ্ধিধায় তাকে বলে দেই। ফ্লোরের দিকে তাকিয়ে শুধু বলেছিলাম-

-আমার জীবনের বড়ো একটা সময় পার হবার পর আমি পর্দার বুঝ পাই। বুঝ পাবার পর থেকে এই পর্দা ধরে রাখতে আমি নানান প্রতিকূলতার সম্মুখীন হই। তাই চাই আমার অর্ধাঙ্গ যেন পর্দা ধরে রাখতে প্রতিকূল পরিস্থিতিতে আমার সহায়ক হোন।

--------------------
আজ আমাদের বিয়ের ৩৭ বছর চলছে। দীর্ঘ ৩৭ বছরে আমি ৩ সন্তানের জননী হয়েছি। আল্লাহ পাকের রহমতে আমাকে আমার স্বামী ব্যতীত আর কেউ দেখেন নি। প্রতিবার সন্তান প্রসবের সময় মহিলা ডাক্তারই আমার ডেলিভারি করান। মাঝেমধ্যে অবাক হয়ে উনাকে যখন জিজ্ঞেস করি কিভাবে প্রতিবার আমার ডেলিভারির সময় মহিলা ডাক্তারের ব্যাবস্থা করেছেন। তিনি শুধু হেসে বলেন-

" ৩৭ বছর আগে যখন বলেছিলে তোমার অর্ধাঙ্গ যেনো তোমার পর্দার বিষয়ে সহায়ক হোন, সেদিনই নিয়ত করেছিলাম আল্লাহ চাইলে আমিই হবো তোমার অবগাহন। আল্লাহ পাক হয়তো আমার নিয়ত কবুল করেছেন তাই প্রতিবার সব সহজ হয়েছে"।

আমি তার এতো প্যাচানো জবাব বুঝে উঠতে না পারলেও শুধু জানি-

৩৭ বছর আগে চেয়েছিলাম একজন সহায়ক যিনি পর্দার ক্ষেত্রে আমাকে সাহায্য করবেন কিন্তু আমার রবের রহমতে আমি পেয়েছি আমার পোশাক... আমার ব্যক্তিগত পোশাক!

অর্ধাঙ্গঃ এক অমূল্য নেয়ামত

- কারিশমা আনান

16/03/2025

"Revenge of Nature" বলতেও কিছু নেই।

যারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কেনো, দিনশেষে তারা অনেক ভালো এবং সুখেই থাকে।

আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পূর্ণ্যের কাজ করুক না কেনো, কাউকে না ঠকালে ও দিনশেষে তারাই বারবার ঠকে, তারাই বেশী কষ্ট পায়!'🖤

15/03/2025

একটা সুন্দর মোনাজাত!

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমীন!💙

Address

Mymensingh
Mymensingh

Telephone

+8801325525745

Website

Alerts

Be the first to know and let us send you an email when Practical Khata Writing & Drawing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share