Bipasha's Vlogs

Bipasha's Vlogs Daily or Weekly Vlogs.

এটা হচ্ছে আমার সোনু।ওর বয়স ৯ মাস।হয়তো এটাই আমার পালিত শেষ বিড়াল।যদিও আমি শখ করে কখনো বিড়াল পালিনা।আমি এই পর্যন্ত ৬/৭টা ব...
13/07/2025

এটা হচ্ছে আমার সোনু।ওর বয়স ৯ মাস।হয়তো এটাই আমার পালিত শেষ বিড়াল।যদিও আমি শখ করে কখনো বিড়াল পালিনা।আমি এই পর্যন্ত ৬/৭টা বিড়াল পুষেছি। এদের প্রত্যেক কে আমি রেসকিউ করে আমার বাসায় এনেছি। ওদের থাকার জায়গা ছিলোনা বলে থাকতে দিয়েছি।আমার সোনুর মাকে আমি রোজ খাবার দিতাম।সে রোড এক্সিডেন্টে মারা যায়।তখন সোনুর বয়স এক থেকে দেড় মাস হবে।তারপর মা হারা এই বাচ্চাকে আমি রেসকিউ করে আমার কাছে নিয়ে আসি।আমার সোনু যেন সবসময় ভালো থাকে। ওর জীবনে যেন কখনোই কোন কষ্ট নেমে না আসে।

16/06/2025

সমাজে অনেক দায়িত্বহীন চরিত্রহীন অমানুষ বাবা আছেন যারা তাদের বউ বাচ্চাদের জন্য কিছুই করেনি কোনদিন।তখন মাকেই সব একা সামাল দিতে হয়।তখন একজন মা-ই মা এবং বাবা দুটোর ভূমিকা পালন করে।সন্তানকে বাবার অনুপস্থিতি দায়িত্বহীনতা বুঝতে না দেয়া মা গুলো তখন বাবা হয়ে উঠে।সেই মা সন্তানের সকল দায়িত্ব কর্তব্য পালন করে।তাই বাবা দিবসে সেসব সংগ্রামী মায়েদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা। জীবনে কোনদিন সুযোগ পেলে সেসব মায়েদের জন্য কিছু একটা করার ইচ্ছে আছে।

মাত্র কয়েক গজ দূরে অপর পাশেই  ইন্ডিয়ার পাহাড়।ইচ্ছে হচ্ছিলো লাফ দিয়ে চলে যাই ওপারে।
13/06/2025

মাত্র কয়েক গজ দূরে অপর পাশেই ইন্ডিয়ার পাহাড়।ইচ্ছে হচ্ছিলো লাফ দিয়ে চলে যাই ওপারে।

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। এপারে বাংলাদেশ আর ২ কিলোমিটার দূরে ওপারে ইন্ডিয়া।
09/06/2025

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। এপারে বাংলাদেশ আর ২ কিলোমিটার দূরে ওপারে ইন্ডিয়া।

ছবির এই বজ্জাত মহিলাকে ইতিমধ্যে সবাই চেনেন। এই মহিলার জন্য একটা সুন্দর সংসার ভেঙে গেলো। একটা মেয়ে বিধবা হলো আর তার অনাগত...
13/05/2025

ছবির এই বজ্জাত মহিলাকে ইতিমধ্যে সবাই চেনেন। এই মহিলার জন্য একটা সুন্দর সংসার ভেঙে গেলো। একটা মেয়ে বিধবা হলো আর তার অনাগত সন্তান হলো এতিম। ছেলে মরতে না মরতেই এক থালা ভাত নিয়ে মিডিয়ার সামনে এসে ছেলের বউয়ের নামে বদনাম করছে আর বলছে বউ নাকি তার ছেলের কাজের বুয়া হওয়ার ও যোগ্য না।এমন অনেক ডাইনি আর কুটনি শাশুড়ী আছে সমাজে যাদের দ্বারা ছেলের সংসার ভেঙে গিয়েছে। একটা বাস্তব উদাহরণ বলি।এক শয়তান মহিলা জেদ করে নতুন বিবাহিত অবস্থায় ছেলে আর ছেলের বউকে আলাদা রুমে কমপক্ষে ১ বছরের উপর রাখছে।তাদের যে সময়ে একজন আরেকজনের উপর মায়া ভালোবাসা জন্ম নেওয়ার কথা সেই সময়টাতেই তাদের আলাদা করে দিয়েছিলো।শুধু তাই নয় মেয়েটাকে জোর করে অপমান করে থাকা খাওয়ার খোঁটা দিয়ে কিছুদিন পর পর বাপের বাড়ি পাঠিয়ে দিতো।ছেলে বউয়ের পছন্দের কোন খাবার আনলে বা অন্য কোন জিনিস আনলে সেটা নিয়ে অশান্তি করতো।বউটাকে কথা শোনাতো। বউয়ের পছন্দের কোনো খাবার আনলে ঘরের অন্য সদস্যরা সেটা খেতনা।শেষে বউ বাধ্য হয়ে জামাইকে মানা করে দিলো তার পছন্দের খাবার না আনতে।ওই শয়তান মহিলার টার্গেট ছিলো কিভাবে বউকে বাবার বাড়ি পাঠানো যায়।আর মেয়েটার দুশ্চরিত্র জামাই এসব নিয়ে প্রতিবাদ করেনি বা বউয়ের প্রতি দায়িত্ব পালন করেনি।উল্টো সে পরকীয়াতে লিপ্ত হয়েছিল। ওই শাশুড়ী জীবনে কোনদিন বউকে কিছু দেয়নি উল্টো বউয়ের বাবার বাড়ি থেকে দেওয়া গয়না আত্মসাৎ করেছে।জামাই বউ একরুমে থাকলে লুকিয়ে উকি মেরে দেখতো তারা কি করে।কোনদিন চাইতো না বউয়ের বাচ্চা হোক।জোর করে বউয়ের বাচ্চা নষ্ট করে ফেলেছিলো।শেষে বউটা শাশুড়ীর ভয়ে বাচ্চা বাঁচাতে বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলো।যখন তারা জানলো বউটা গর্ভবতী তারা ভীষণ রাগারাগি করলো।আর কখনো স্বামী আর স্বামীর বাড়ির লোক বউটা বেঁচে আছে না মরে গেছে খোঁজ নিলোনা।বাচ্চা ডেলিভারির কোনো খরচ দিলোনা।এই মহিলা পলাশ সাহার মায়ের চেয়েও আরো খারাপ ছিলো।এই সংসার টা আর টিকেনি।জামাই খারাপ মেরুদণ্ডহীন সেটা আমি হাজার বার বলবো কিন্তু এই শাশুড়ী চাইলে নিজ উদ্যেগে ছেলের সংসার বাচাতে পারতো। বউকে বারবার বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি না করলেও পারতো।এই মহিলাও বউকে কাজের লোকের চেয়েও নগন্য হিসেবে দেখতো।এমন হাজার হাজার শাশুড়ী আমাদের সমাজে আছে।আমি শাশুড়ী হলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার কারনে যেন ছেলের সংসারে অশান্তি না হয়।যদি হয় আমি নিজে সেখান থেকে নিরবে চলে যাবো।তাদের ঝগড়া লাগলে আমি মিল করানোর চেষ্টা করবো।আমার সামর্থ্য থাকলে তাদের সকল খরচ দেবো।কারন আমার সন্তানের সংসার ভাঙলে আমার সন্তান আর তার সন্তানের জীবনটাই নষ্ট হবে।সৃষ্টিকর্তার কাছে এসব টক্সিক শাশুড়ীদের জন্য কঠিন বিচাররের আকুতি জানাই।

আমার আর আমার বাচ্চার এ আই ছবি।
03/04/2025

আমার আর আমার বাচ্চার এ আই ছবি।

অবসর সময়।
01/02/2025

অবসর সময়।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bipasha's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share