
13/07/2025
এটা হচ্ছে আমার সোনু।ওর বয়স ৯ মাস।হয়তো এটাই আমার পালিত শেষ বিড়াল।যদিও আমি শখ করে কখনো বিড়াল পালিনা।আমি এই পর্যন্ত ৬/৭টা বিড়াল পুষেছি। এদের প্রত্যেক কে আমি রেসকিউ করে আমার বাসায় এনেছি। ওদের থাকার জায়গা ছিলোনা বলে থাকতে দিয়েছি।আমার সোনুর মাকে আমি রোজ খাবার দিতাম।সে রোড এক্সিডেন্টে মারা যায়।তখন সোনুর বয়স এক থেকে দেড় মাস হবে।তারপর মা হারা এই বাচ্চাকে আমি রেসকিউ করে আমার কাছে নিয়ে আসি।আমার সোনু যেন সবসময় ভালো থাকে। ওর জীবনে যেন কখনোই কোন কষ্ট নেমে না আসে।