
02/05/2025
ধান কাটি মাঠে, হাওয়া বইছে ঠাণ্ডা,
কাস্তে চলে হাতে, বাজে খুশির বাঁশি কাণ্ডা।
পাকা ধানে সোনালী রঙ,
কৃষক গায় গান, করে ঢং ঢং।
রোদ ওঠে মাথায়, ঘামে ভিজে গা,
তবু তাতে সুখ খুঁজে পায় সবার মা।
ধান কেটে ঘরে তুলি ধীরে ধীরে,
আনন্দে ভরে যায় বুকের ভিতরে