ভালুকা বার্তা 24

ভালুকা বার্তা 24 আপনার কন্ঠস্বর'ই আগামীর নিউজ - আপনার দেখা অন্যায় ও জুলুমকে আমাদের মাধ্যমে তুলে ধরতে inbox করুন।

গতকাল ভালুকা বাস স্ট্যান্ড মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে এই ছেলেটি তারপর তাকে ভালুকা মডেল থানা পুলিশের হা...
30/03/2025

গতকাল ভালুকা বাস স্ট্যান্ড মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে এই ছেলেটি তারপর তাকে ভালুকা মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছেলেটির বাড়ি ময়মনসিংহ সে ভালুকা সিডিস্টোর পাইনিয়ার সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করে..!

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝজামিরা পাড়া সমিরউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দরিদ্র অ...
30/03/2025

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝ
জামিরা পাড়া সমিরউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দরিদ্র অসহায়, বিধবা, বয়স্ক, এতিম ও প্রতিবন্ধী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

28/03/2025

ভালুকায় ঈদ'কে কেন্দ্র করে রোডে চাঁদাবাজি।
ভালুকার ভরাডোবা সিএনজি স্ট্যান্ডে জিপির নামে চাঁদাবাজি। আতিকুল, মুস্ত, মফিজুলসহ আরো বেশ কয়েকজন মিলে এ চাঁদাবাজি করছেন। আগে প্রতি গাড়ি থেকে ১০ টাকা করে জিপি আদায় করা হতো।

আজ থেকে প্রতি সিএনজি থেকে ১০০ টাকা করে জিপির নামে চাঁদাবাজি করছে। এ স্ট্যান্ডে ৪-৫ শত সিএনজি রয়েছে। এখান থেকে সাগরদিঘী,ঘাটাইল, মধুপুর, উথুরা, ধনবাড়িসহ বিভিন্ন জায়গায় সিএনজি চলাচল করে থাকে। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি আমলে নেওয়ার জন্য।
©সাংবাদিক জুয়েল

সোনার বাংলা স্কুলের সামনে অটো চালক আহত কিন্তু উনি তার কোন নাম ঠিকানা কিছু বলতে পারছে না তার সাথে কোনো মোবাইল ফোন ও নাই.....
28/03/2025

সোনার বাংলা স্কুলের সামনে অটো চালক আহত কিন্তু উনি তার কোন নাম ঠিকানা কিছু বলতে পারছে না তার সাথে কোনো মোবাইল ফোন ও নাই..!

28/03/2025

পরকীয়া করে হাতে নাতে ধরা!!

ভান্ডাব  গ্রামে ১ নং ওয়ার্ডে আব্দুল রশিদ ঢালী ভালুকা উপজেলার  যুবলীগের সাংগঠনিক সম্পাদক   তারই আপন চাচাতো ভাই জাহাঙ্গীর...
28/03/2025

ভান্ডাব গ্রামে ১ নং ওয়ার্ডে আব্দুল রশিদ ঢালী ভালুকা উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারই আপন চাচাতো ভাই জাহাঙ্গীর ঢালী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকেও এখন আবার জাহাঙ্গীর ঢালী ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহ্বায়ক কি ভাবে হয় বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ এসব বিষয়ে একটু নজর দেওয়া দরকার আওয়ামী লীগ থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে এখন আবার দোকান পাটে উস্কানিমূলক কথাবাiর্তা বলে একজন আরেকজনের সাথে ঝগড়া বিলুপ্ত করিয়ে দেন এবং ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের কৃষকদলের যুগ্ম আহ্বায়ক পদ দাবী করে বলেন আমি আছি৷ হামলা মামলা আমি দেখব...!

28/03/2025

সানমুন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক ...!

28/03/2025

বউয়ের হাতে কট দলের নেতা

28/03/2025

ভরাডোবা থেকে উথুরার স্বাভাবিক ভাড়া ৩০ টাকা। ঈদ উপলক্ষে সে ভাড়া হয়ে গেছে ১০০ টাকা।
আসল ডাকাত'ত এই গাড়ির ড্রাইভাররা।

27/03/2025

মধ্যরাতে ভালুকায় ডাকাত আতংক প্রায় সবটাই গুজব। সর্বশেষ তথ্য অনুযায়ী মল্লিকবাড়ির নয়নপুর- কাচিনা ইউনিয়নের তালতলা এলাকায় সন্দেহভাজন ডাকাতদের গাড়ির ধাক্কায় এক, দুই জন আহত হবার আংশিক তথ্য ছাড়া উপজেলার আর কোথাও থেকে কোন সুনির্দিষ্ট ইনফরমেশন পাচ্ছিনা। ভালুকাবাসীর নিরাপত্তায় ভালুকা মডেল থানা পুলিশের পাশাপাশি সড়ক মহাসড়কে হাইওয়ে পুলিশও অ্যাকটিভ, ডাকাতের আক্রমন বা এরকম কোন সুনির্দিষ্ট তথ্য থাকলে নিকটস্থ অফিসারদের জানান তবুও দয়া করে গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে জনমনে আতংক তৈরি করে ফায়দা নিতে পারে দুষ্কৃতীকারীরা, ভয়াবহ দুর্ঘটনাও ঘটে যেতে পারে সেই সুযোগে। তাই ফেসবুকে পোস্ট, কমেন্ট বা শেয়ারের আগে সবাইকে ক্রসচেক করার অনুরোধ.

27/03/2025

ভালুকার BNP নেতা মোর্শেদ ও শহীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন!!

--"এদেশে হার্ট এট্যাক করে অচেতন অবস্থায় হাসপাতালে গিয়ে ন্যায্য চিকিৎসা পেয়ে ফিরে আসে তামিমরা।❤️😅--"আর কথা বলতে বলতে,হাসত...
27/03/2025

--"এদেশে হার্ট এট্যাক করে অচেতন অবস্থায় হাসপাতালে গিয়ে ন্যায্য চিকিৎসা পেয়ে ফিরে আসে তামিমরা।❤️😅

--"আর কথা বলতে বলতে,হাসতে হাসতে, হাসপাতালে ঢুকার পর হার্ট এট্যাক বলে চালিয়ে দিয়ে ফিরে না শুধু আল্লামা সাঈদী রহিমাহুল্লাহরা..!
💔😢

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালুকা বার্তা 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share