24/03/2025
আমি জানি, আমার প্রতি তোমার যে মোহ তা খুব শীঘ্রই কেটে যাবে।
হয়তো এমন হতে পারে তুমি কোন একদিন আমায় ভুলে যাবে।
ভুলে যাবে আমাদের সব কথা, আমাদের হাসি, আমাদের রাগ, আমাদের অভিমান।
ভুলে যাবে যত মুগ্ধতা, আমাদের তুমিময়তা।
জানো? আমার কিন্তু খুব কষ্ট হবে তখন তোমার জন্য।
কিন্তু, তুমি জানতে পারবেনা আমার স্বপ্ন ভাঙার কথা, আমার না পাওয়া ভালো থাকার কথা।
আমি কিন্তু তোমার মোহ হতে চাইনি।
হতে চেয়েছিলাম তোমার ভালো লাগা, তোমার একটুখানি স্বপ্ন আর একটু অন্যরকম অনুভূতি।
কিন্তু আমি হয়ে গেলাম ক্ষণস্থায়ী, মোহ!