Nayem Talking

Nayem Talking Voice Over Artist / Bangla poem / Photography / Digital creator Band/musician

24/03/2025

আমি জানি, আমার প্রতি তোমার যে মোহ তা খুব শীঘ্রই কেটে যাবে।
হয়তো এমন হতে পারে তুমি কোন একদিন আমায় ভুলে যাবে।
ভুলে যাবে আমাদের সব কথা, আমাদের হাসি, আমাদের রাগ, আমাদের অভিমান।
ভুলে যাবে যত মুগ্ধতা, আমাদের তুমিময়তা।
জানো? আমার কিন্তু খুব কষ্ট হবে তখন তোমার জন্য।
কিন্তু, তুমি জানতে পারবেনা আমার স্বপ্ন ভাঙার কথা, আমার না পাওয়া ভালো থাকার কথা।
আমি কিন্তু তোমার মোহ হতে চাইনি।
হতে চেয়েছিলাম তোমার ভালো লাগা, তোমার একটুখানি স্বপ্ন আর একটু অন্যরকম অনুভূতি।
কিন্তু আমি হয়ে গেলাম ক্ষণস্থায়ী, মোহ!

11/03/2025

পবিত্র আল-কোরআন তিলাওয়াত পবিত্র মাসে❤️

04/12/2024

আমাদের একটা ডিসেম্বর ছিলো!

___ Naiem niladri

সুস্থ দিনে...
29/07/2024

সুস্থ দিনে...

17/07/2024

অন্ধকার নেমে গেছে, সারাদেশে মোবাইল নেটওয়ার্ক ডাউন (অনলি ২জি) করে দাওয়া হ'য়েছে,আমরা জানি না আমাদের সাথে কি হতে যাচ্ছে,দেশবাসীর দোয়া চাই!'🙏

07/07/2024

৭২ ঘন্টার ভিতরে নাকি
ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার
৫০+ শিশু নিখোঁজ,এর কারন কি,
আর মিডিয়া ও নিশ্চুপ কেন?
গতরাত থেকে আমার পরিচিত এক ছেলে হারিয়েছে
মাদ্রাসায় পড়ে জোয়ার সাহারা রোড কুড়িল বিশ্বরোড বাসা।
এমন অনেক খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেশের জাতীয় টিভি চ্যানেল গুলো কি করছে কেন তারা কোন নিউজ করছেনা এই বিষয়ে।
তবে কি অন্য কোন রহস্য আছে এর মাঝে!

04/07/2024

চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম, নেতা নিয়াহু কি যুদ্ধা-পরাধী? সে বললো, এটা একটা কমপ্লিকেটেড জিওপলিটিক্যাল ইস্যু। সে কোন মন্তব্য করবে না। মন্তব্য করা তার কাজ না, তার কাজ শুধু ইনফরমেশন দেয়া। সে নিউট্রাল।

এর পরে প্রশ্ন করলাম, তাইলে হিট- লার কি যুদ্ধা-পরাধী? সে নগদে মন্তব্য প্রদান করলো 'হ্যাঁ', এবং এর স্বপক্ষে তথ্য-উপাত্ত প্রদান করলো।

02/07/2024

🏥রোগীর সমস্যা: Intestinal obstruction
জেন্ডার- ছেলে
🔴রক্তের গ্রুপ:- ab negative
🩸রক্তের পরিমাণ:- 2ব্যাগ
🗒রক্তদানের তারিখ:- 03-07-2024
⌚রক্তদানের সময়: যেকোনো সময়
🏠রক্তদানের স্থান:- ময়মনসিংহ।
🩸হিমোগ্লোবিন :-9.6
☎যোগাযোগ:- 0140778788
👬রেফারেন্স: Naiem niladri

30/06/2024

পরের জন্মে বয়স যখন ষোলোই
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে ?

২০১৭!
26/06/2024

২০১৭!

25/06/2024

রোহিঙ্গা থেকে নারিকেল জিঞ্জিরা (সেন্ট মার্টিন); সামনে কক্সবাজার নিয়েও টানা হেচড়া চলবে!

আমেরিকার দীর্ঘ দিনের স্বপ্ন বঙ্গোপসাগর অঞ্চল নিয়ে। আমেরিকার একটা ঘাটি দরকার শুধু। আরাকান আর্মী যুদ্ধে জিতে গেলে হয়তো ঘাটি বানানোর অনেক কাছাকাছি চলে যাবে আমেরিকা। যদিও আরাকান আর্মীর মধ্যে চীনেরও প্রভাব রয়েছে।

এই অঞ্চলে বিভিন্ন দেশ তাদের স্বার্থ নিয়ে এগিয়ে গেলেও বাংলাদেশ শুধু পেছনে যাচ্ছে।

আওয়ামী সরকার পররাষ্ট্রনীতিতে খুবই দুর্বল। দেশীয় রাজনীতিতে জালেম টাইপের, আর বিদেশী রাজনীতিতে বিড়াল টাইপের।

বিএনপি, জামাত, হেফাজতকে যেভাবে দমন করে আওয়ামীলীগ রাজনৈতিক সক্ষমতার পরিচয় দিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যেমন- মিয়ানমার, চীন ও ভারতের কাছে সরকার অক্ষমতার পরিচয় দিচ্ছে বারবার।
রোহিঙ্গা সমস্যা সমাধান করার অনেক পথ সরকারের হাতে ছিল, কিন্তু সরকার সেটা করেনি। জিইয়ে রেখেছে দুর্বল ও অক্ষম পররাষ্ট্রনীতির কারণে।

রোহিঙ্গা ইস্যুটি যেহেতু সমাধান করতে পারেনি সেই কারণে এখন নারিকেল জিঞ্জিরায় (সেন্ট মার্টিন) আঘাত করতে চাচ্ছে মিয়ানমার।
নারিকেল জিঞ্জিরা ইস্যুতেও যদি সরকার ওরকম অতি দুর্বলতার পরিচয় দেয় তাহলে কক্সবাজারের উপরও আঘাত আসবে মিয়ানমার থেকে।

বঙ্গোপসাগর, আরাকান ও কক্সবাজারকে নিয়ে যেই নতুন রাজনীতি শুরু হয়েছে আমেরিকা, চীন ও অন্যদের মধ্যে সেটি বিশ্লেষণ করে জান্তা সরকার ও মার্কিনপন্থী বিদ্রোহী আরাকান আর্মী উভয়ের সাথেই দ্রুত বোঝাপড়া করা উচিত বাংলাদেশের।
নইলে এখন মিয়ানমার, অদূর ভবীষ্যতে আমেরিকা এভাবে এই অঞ্চলটি একটি ঝুঁকিপূর্ণ প্রক্সি রিজিয়নে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Talking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem Talking:

Share