11/07/2023
বাসে বসে ফেসবুকে নিউজ দেখছিলাম । হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক পাশের সিটে এসে বসলেন। ওনাকে দেখে ফেসবুক থেকে বের হয়ে গেমস খেলতে শুরু করলাম । তখন....
লোকটিঃতুমি এখনও গেমস খেলো?
আমিঃ জ্বি আঙ্কেল। ভালো লাগে খেলতে।
লোকটিঃখুব ভালো।যাচ্ছো কোথায়?
আমিঃ ক্লাস শেষে বাসায় ফিরছি।
লোকটিঃনাম কি তোমার?কিসে পড়ো?কয় ভাইবোন?
আমিঃ আমার নাম বর্ণা।বিবিএ ফাইনাল ইয়ারে পড়ি আমরা দুইবোন।
লোকটিঃআজকালকার ছেলেমেয়েরা বাসে উঠেই
ফেসবুক মেসেঞ্জার নিয়ে পড়ে থাকে । তুমি দেখি ওসব থেকে দূরে। খুব ভালো লাগলো।
আমিঃজ্বি আঙ্কেল।(মনে মনে বলছি আঙ্কেল আমিও ঐ দুনিয়ার বাসিন্দা)
লোকটিঃ পড়াশোনা তো শেষ প্রায়। বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয় না?
আমিঃ(খাইছে রে বেডা তো দেখি অন্য দিকে যাচ্ছে।আটকা বর্ণা আটকা) আঙ্কেল আমার তো বিয়ে হয়ে গেছে। দুইটা বাচ্ছা আছে(ইয়া আল্লাহ মাফ করে দিও। মিথ্যা বলা ঠিক না)
লোকটিঃ দেখে বোঝা যায় না।
আমিঃহুম সবাই বলে।
লোকটার এসব কথা শুনতে শুনতে মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। বাস থেকে নেমে আধঘন্টা পর বাসায় এসে দেখি টেবিলে নানা রকম খাবার সাজানো হয়েছে। I'm তো অবাক। আমার জন্য এতো সুন্দর আয়োজন ভাবা যায়। আমার সব আশায় পানি ঢেলে দিয়ে আম্মু বলে মেহমান এসেছে।তাড়াতাড়ি আয়। ওনাকে খাবার দিতে হবে।
-----------------------------------------------------------------------
ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে পুরাই টাস্কি খেয়ে গেলামবাসের সেই লোকটা আমাদের বাসায় কিভাবে আসলো।আম্মু বললো উনি নাকি বাবার ছোটো বেলার বন্ধু।মনে মনে আল্লাহকে ডাকছি উনি যদি সব বলে দেন আমি শেষ। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলেন। বিকেলে চলে যাচ্ছিলেন । আমি সালাম দিলাম। ভালো থেকো মা বলে দুই হাজার টাকা হাতে ধরিয়ে দিলেন।আমি নিতে চাচ্ছিলাম না। জোর করে দিয়ে গেলেন।যাক বাবা ঈদের সালামি টা পেয়ে গেলাম বলে মহাখুশি। ওনাকে বিদায় দিয়ে সবেমাত্র রুমে ঢুকবো তখন আম্মু বললো,"কিরে তুই একা কেন?আমার নাতি নাতনিরা কই?
আমিঃ🙄🙄🫣
*****সমাপ্ত****
#গল্পঃJourney_by_বাস
মিশিতা চৌধুরী