Faysal Mahmud Prem

Faysal Mahmud Prem হৃদে বাজুক গিটার;
কণ্ঠে থাকুক গান-
কবিতা কিংবা প্রাণ!
অথবা ধ্বংস হোক - এই নাগরিক সভ্যতার দাসত্ব ! "Faysal Mahmud Prem" - Google it 🤫​

এলভিস প্রিসলি, এই ব্যক্তিকে কে না চিনে! রক এন্ড রোলের জনক। জীবদ্দশায় খ্যাতি, অর্থ, বিত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলে...
31/05/2025

এলভিস প্রিসলি, এই ব্যক্তিকে কে না চিনে! রক এন্ড রোলের জনক। জীবদ্দশায় খ্যাতি, অর্থ, বিত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। মাত্র ৩১ বছর বয়সে বাজারে যার নামে ৭১টি ব্রান্ড চালু ছিল, পৃথিবীর প্রথম শিল্পী হিসাবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন, তিনি যে লিমোজিনে চড়তেন তাতে ডায়মন্ডের পাত বসানো ছিল, ৫০০ মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড যার নামের পাশে, কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকদের উদ্দ্যেশে ছুঁড়ে দিলে মুহুর্তেই সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত- সেই এলভিস প্রিসলি একদিন সকালে যখন নিজ ঘরে বসে টিউন করছিলেন তখন তার সেক্রেটারি এসে জিজ্ঞেস করলেন, 'খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন?'

এলভিস প্রিসলি গিটারে টিউন বন্ধ করে জবাব দিলেন, 'একা। ভীষণ একা। দুপুরের খাঁখাঁ রোদে আকাশে উড়তে থাকা চিলের মতো একা।'হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে, যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায়, সেই এলভিস প্রিসলি বলছেন- তিনি একা। খুবই একা। ভীষণ একা!

এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন কি-না কে জানে! মাত্র ৪২ বছর বয়সে প্রিসলির এমন করুণ মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব, অতিরিক্ত মাদক, আর ডাক্তারের ভুল ওষুধ। লক্ষ ডলারের বিছানায় শুয়ে মাইকেল জ্যাকসনেরও ঠিকমতো ঘুম হতো না। তিনিও একা। দশটি পিল খেয়েও দুই ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না। লাখো ভক্ত থাকার পরেও বলতে গেলে মৃত্যুর কাছেই জীবন একপ্রকার সঁপে দিলেন।

একাডেমিক এ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামসও সেই একই পথের যাত্রী। সারা জীবন মানুষকে অনুপ্রেরণার গল্প শুনিয়ে হেরে গেলেন ডেল কার্নেগি। পৃথিবীতে যে কয়জন মানুষের নামের আগে গ্রেট বসানো হয়, তাদের একজন হলেন, নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট বলেন- পুরো পৃথিবীকেই হয়তো পায়ের নিচে রাখতে পারি। কিন্তু জীবনে এমনি দূর্ভাগ্য মাত্র সাতটি দিনও এই জীবনে শান্তিতে কাটাতে পারিনি! ক্ষমতা বেড়েছে, খ্যাতি বেড়েছে। শুধু জীবনে শান্তিটুকু বাড়েনি।

এরকম কত শত উদাহরণ যে আছে। ভালো টাকা ভালো বিছানা দেয়; কিন্তু ভালো ঘুম তো দেয় না। স্বাস্থ্য বীমা দেয়; কিন্তু সুস্বাস্থ্য তো দেয় না। ভালো খাবার দেয়; কিন্তু হজমশক্তি তো আর দেয় না। পৃথিবী বিখ্যাত এইসব সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল? আকর্ষণীয় বাড়ি, দামী গাড়ি কিংবা খ্যাতি, কোনো কিছুর কী কমতি ছিল তাদের? না, ছিল না। শুধু একটা জিনিসেরই কমতি ছিল, সেটা হলো শান্তি।

মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার। হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল। হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আর্ট। আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয়, তখনই মানুষের জীবনে আসে আসল শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় স্রষ্ঠার কাছে। আরো কাছে। তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই। কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না।

এজন্যই একজন রিকশাওয়ালা দিনে ৩০০ টাকা আয় করেও রাতে শান্তিতে ঘুমায়, আর ধনকুবেরেরা ব্যাংকে ৩০০ কোটি টাকা জমা থাকার পরেও দুচোখের পাতা এক করতে পারে না...

- কালেক্টেড

আমার বোন যখন তার ছবি তুলে দিতে বলে 🤝
27/05/2025

আমার বোন যখন তার ছবি তুলে দিতে বলে 🤝

আমি আর আমার poookie (Yelena Belova)Thunderbolts দেখে আসলাম। শর্ট রিভিউ হইলো - "শুরুর দিকে ঘুম আসতে থাকে, শেষের দিকে ঘুম ...
24/05/2025

আমি আর আমার poookie (Yelena Belova)

Thunderbolts দেখে আসলাম।

শর্ট রিভিউ হইলো -
"শুরুর দিকে ঘুম আসতে থাকে, শেষের দিকে ঘুম তো যায়ই, ভালো ইন্টেনসিটিও আছে" 😉

পুরুষ মানুষের জীবনে মূল যুদ্ধ: Distraction বনাম Purposeপুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। এই যুদ্ধট...
22/05/2025

পুরুষ মানুষের জীবনে মূল যুদ্ধ: Distraction বনাম Purpose

পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। এই যুদ্ধটা হয় দুই শক্তিশালী প্রতিপক্ষের মাঝে—Distraction এবং Purpose। তারা একে অপরের পরিপূর্ণ বিপরীত। যেমনটা বিজ্ঞানে বলা হয়, “inversely proportional”—একটা বাড়লে আরেকটা কমে।

Distraction মানে হলো পথভ্রষ্ট করার শতশত হাতছানি। মোবাইল স্ক্রিন, টিভি সিরিজ, হঠাৎ কোনো তুচ্ছ বিষয়ে আগ্রহ, বা অন্যের জীবন দেখে নিজের লক্ষ্য ভুলে যাওয়া—সবই এই বাহিনীর অস্ত্র।
অন্যদিকে, Purpose হলো সেই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, যা জীবনের মানে দেয়, যা পুরুষকে মানুষ বানায়।

যখন Purpose শক্তিশালী হয়:

যে পুরুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে—সে সকালটা শুরু করে পরিকল্পনা দিয়ে, সময়টা ব্যয় করে শেখায়, ঘাম ঝরায় কাজে, এবং রাতে ঘুমায় শান্তিতে। তার কাছে Distraction এর মোহ অচল। কেননা, তার হৃদয় আগেই দখল করে নিয়েছে তার স্বপ্ন।

আর যখন Distraction জিতে যায়:

যখন Purpose দুর্বল হয়ে পড়ে, তখন Distraction উৎসবে মাতে। সময় গলে যায় হাতে মোবাইল নিয়ে, কাজগুলো পড়ে থাকে “পরেও করবো” তালিকায়, আত্মবিশ্বাসে ধরে বাজে ক্ষয়। জীবনের মানে তখন শুধু “আজকে সময়টা পার করে দিচ্ছি”—এই পর্যায়ে নেমে আসে।

তাহলে সমাধান কী?

Distraction কমলে Purpose বাড়ে। Purpose বাড়লে Distraction কমে।
এই সহজ সমীকরণই জীবন পাল্টাতে পারে।
পুরুষ যদি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে—“আমি আজ কী জন্য জেগেছি?”
তবে Distraction তার মাথায় জায়গা করে নিতে পারবে না।

শেষ কথা:
পুরুষের আসল বিজয় বাইরের নয়, ভেতরের। যে নিজের Distraction-কে জয় করতে পারে, সে-ই নিজের Purpose-কে রক্ষা করতে পারে। আর যে Purpose ধরে রাখতে পারে, তার পথেই সাফল্য হাঁটে।

- কালেক্টেড

22/05/2025

ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে।

আপনি ভালোবাইসা অধিকার চাইবেন। কেয়ার চাইবেন। মায়া চাইবেন। মানুষটা অন্যকারো সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন। মন খারাপ করবেন। জেলাস ফীল করবেন।

এসব করা যাবে না। যদি করেন, তবে আপনি টক্সিক মানুষ।

এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই। সে তার মতো থাকবে। আপনি আপনার মতো থাকবেন। মাঝেমধ্যে মনে পড়লে মেসেজ দিবেন - ইয়ো! কি অবস্থা? হঠাৎ মনে পড়লো।
এর বেশি কিছু না।
এক্সপেক্টেশন্স কমান।

মনে রাখবেন। প্রেম করে এটা পাইলাম না। ঐটা পাইলাম না। এসব হিসাব করা যাবে না। প্রেমে অংশগ্রহণ করাটাই বড় বিষয়।

সো, চীল ব্রো।

- প্রাক্তন

15/05/2025

এমনি!

15/05/2025

সান্ডার যে রকম ক্রেজ দেখতেছি হুট করে, বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা এখন এর বদলে 'গুইসাপ' ধরে ধরে সান্ডা বিরিয়ানি নামে না চালাইলেই হয়!

আমাদের আবার কিছু অতি আগ্রহী ক্রেতাও তো আছে, যারা দেখা যাবে এই জিনিস খাইতে দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে চলে গেছে, আবার সেটার ফুডভ্লগও দেখা লাগতেছে।

লোভে পরে আইজ আবার গেছিলাম এই দুইটা পাইছি 🥳
02/12/2023

লোভে পরে আইজ আবার গেছিলাম
এই দুইটা পাইছি 🥳

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Faysal Mahmud Prem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share