আমাদের ময়মনসিংহ

আমাদের ময়মনসিংহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের ময়মনসিংহ, Media/News Company, Mymensingh.

একজন পাত্র প্রয়োজন... উপযুক্ত পাত্রগণ কমেন্ট করুন
06/07/2025

একজন পাত্র প্রয়োজন... উপযুক্ত পাত্রগণ কমেন্ট করুন

14/11/2024

৩ ফুট লম্বা মানুষ ২ বিয়ে করেছে ১টি সন্তানের আশায়...

এই 'ছেলে'টাকে' যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাকে রেজাউল কারীম আবরার সাহেবের পক্ষ থেকে“৫০'হাজার টাকা" পুরস্কার দেয়া হবে। এই...
01/10/2024

এই 'ছেলে'টাকে' যদি কেউ ধরিয়ে দিতে পারেন
তাকে রেজাউল কারীম আবরার সাহেবের পক্ষ থেকে
“৫০'হাজার টাকা" পুরস্কার দেয়া হবে।

এই ছেলেটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময়
ঢাকায় ৫'জন মাদরাসার ছাত্রদের হাত পা কুপিয়ে কেটে দিয়েছে'! তারা এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন'!

ওর বাড়ি সম্ভবত যতটুকু জানলাম ময়মনসিংহ' ময়মনসিংহের ভাইয়েরা প্লিজ ওকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন‚ সবাই সর্বোচ্চ শেয়ার করে ওকে খুজে পেতে সহায়তা করুন‚ এই সমস্ত কুলাঙ্গারদের বিচার অবশ্যই করা উচিত।

সবাই সর্বোচ্চ শেয়ার বা কপি করে পোস্ট দিবেন ইনশাল্লাহ।

5 বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবার কে দেখতে এবং আসার পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সং...
28/08/2024

5 বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবার কে দেখতে
এবং আসার পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য..

এই মেয়ের সাথে আমার প্রেম নেই আগে কখনো কথা হয়নি আমার পরিবারের মানুষজন যখন তাকে থেকে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা আমার..

৮ মাস কথা হয়েছে আমাদের এই আট মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে।

কপালে টিপ হাতের ফোন পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে সে চাওয়া মাত্রই আমি তাকে টাকা পাঠিয়েছি।

৮ মাস ধরে অপেক্ষা করছি কবে দেশে যাব কবে তাকে পাবো কবে আমাদের বিয়ে হবে, বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইম টা ঠিক করার জন্য। আসার 14 দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই জানে এই কথা।দেশে আসার একদিন পর আমার কাঙ্খিত নারীর সাথে আমার দেখা হয়, সৃষ্টিকর্তা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

টানা তিন দিন তার সাথে আমার দেখা হয় তৃতীয় দিন যখন দেখা হয় তখন সে আমাকে যে কথা বলেছে সেই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ সে একজনকে ভালোবাসে,তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে এখন সে আমাকে বিয়ে করতে পারবে না পরিবারের চাপে আমার সাথে কথা বলেছে। আমি যেন দেশ থেকে আবার চলে যাই....

পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এতসব টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল???

দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া-পাওয়া আমার উপরে সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে। এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায়, অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা প্লট দিয়েছি এখানে তাদের কোন টাকা পয়সা নেই, আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি সে কিছু করে না বাসায় বসে বসে সময় কাটায় পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয়, সবাই সবার মতো টাকা খরচ করে কিন্তু একটাবার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা সময় দিতে হয়....

সবাই আমার টাকায় আরাম আয়েশ করে চলে তারপরেও ভাই এবং ভাবিদের অভিযোগের শেষ নেই

সবচেয়ে কষ্টের বিষয় আমার মা-বাবা আমাকে বুঝেনা তাদের অসংখ্য অভিযোগ আমার উপর, তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না।

সবাই চায় জমিদারের মত জীবন যাপন করতে চলতে কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কি কিভাবে আসে তা কেউ চিন্তা করতে চায়না...

আমি আমার মার একাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম দেশে এসে জানতে পারলাম আমার মায়ের একাউন্টে কোন টাকা নেই এই টাকা মা একটা জমি কিনেছে সেই জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে...

অবস্থায় এরকম আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ নিয়ে আমার পরিবারে,
সবকিছু মিলিয়ে তাদের আচার-আচরণে আমি চরম হতাশ
তাই বিয়ে না করেই আবার চলে যাচ্ছি বাসায় কাউকে কিছু বলিনি ব্যাগ লাগেজ সবকিছু বাসায় আছে আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি টিকিটের ডেট পরিবর্তন করেছি।

একটু পরে আমার ফ্লাইট কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছি এ কথা হয়তো কাউকে বলা হবে না,
তারপরেও ভালো থাক সবাই শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করা প্রতিটি মানুষের জন্য....

এত বছর বিদেশে থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর ভালো সমস্যা নাই ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াব
প্রবাসী ভাইদের বলছি আপনারা শিক্ষা নেন এখনো সময় আছে না হয় জীবন টা শেষ হয়ে যাবে💔

বিশিষ্ট গুজববাজ বিশিষ্ট বউ ব্যবসায়ীর বউ 🤣
06/08/2024

বিশিষ্ট গুজববাজ বিশিষ্ট বউ ব্যবসায়ীর বউ 🤣

06/08/2024

বিভিন্ন যায়গায় শেখ মুজিবের মূর্তি অপসারণ করছে বিপ্লবী জনতা #কোটা_আন্দোলন #ছাত্র_আন্দোলন

17/07/2024

শ্লোগানে শ্লোগানে মুখরিত ময়মনসিংহ #কোটা_আন্দোলন #শহিদ_আবু_সাইদ

16/07/2024

তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়।❤️ #কোটা_আন্দোলন #ছাত্র_আন্দোলন

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। সকলের প্রিয়, তানিয়া আক্তার মীম ইন্তেকাল করছেন। খাসেরহাট ইউনিয়ন, কালকিনি থানা, মাদার...
16/07/2024

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

সকলের প্রিয়, তানিয়া আক্তার মীম ইন্তেকাল করছেন। খাসেরহাট ইউনিয়ন, কালকিনি থানা, মাদারীপুর জেলার মেয়ে তানিয়া।

বড় ভাই আবু সাঈদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। #আবুসাইদ #শহিদ_আবু_সাইদ #কোটা #আন্দোলন

আল্লাহ্ উনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়েন!🤲🌸

09/07/2024

কারওয়ান বাজারের কুলি থেকে কোটিপতি পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী

04/07/2024

কোটা প্রথা বাতিলের দাবিতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা রেলপথ অবরোধ

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন অনশনের পর আত্মহত্যা করেছেন শান্তা আক্তার নামে এক নারী। এ ঘট...
29/06/2024

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন অনশনের পর আত্মহত্যা করেছেন শান্তা আক্তার নামে এক নারী। এ ঘটনায় সোহাগের মা ছোবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রেমিক সোহাগ।

শনিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাগাবড়ি ইউনিয়নের খালুয়াবাড়ী গ্রামে প্রেমিক সোহাগের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

মৃত শান্তা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। তার একটি পুত্রসন্তানও রয়েছে। প্রেমিক সোহাগ কালিহাতী উপজেলার খালুয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, এক বছর আগে মোবাইলে সোহাগের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও যান তারা। একপর্যায়ে বিয়ের জন্য ওই নারী সোহাগকে চাপ দিতে থাকেন। তখন তালবাহানা শুরু করেন সোহাগ। এছাড়াও তার কাছ থেকে দুই লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়েছেন বলেও অভিযোগ ছিল ওই নারীর।
বিষয়টি স্থানীয় মাতবর ও গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি শান্তা আক্তার। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে দুঃখ ও ক্ষোভে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেমিক সোহাগের ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্তা।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ময়মনসিংহ:

Share