নয়ন চন্দ্র বর্মন

নয়ন চন্দ্র বর্মন তোমার মোহে আমায় রাখিও,শূন্যে বাসিও না।
আমি তোমার মাঝে থাকতে চাই, কেন বুজ না।
মনটা যে তোমায় চায় , এই শূন্য শহরে।
আমি তোমার মাঝে হারিয়ে যাবো,পূর্ণ ভবঘরে🥀✍️

প্রিয় তুমি কি আমার জীবনের সেই গল্প হবে? যেই গল্পের শুরু থাকবে, কিন্তু কোনো শেষ থাকবে না।
10/06/2025

প্রিয় তুমি কি আমার জীবনের সেই গল্প হবে? যেই গল্পের শুরু থাকবে, কিন্তু কোনো শেষ থাকবে না।

অনেক দিন আগের কথা, সেই তোমাকে দেখা,ইতিবৃত্তের ঘূর্ণিতে চলছে, এই গল্পের কাহিনি। কখনো হাসবে না, কখনো কি বলবে না, তিন অক্ষর...
05/06/2025

অনেক দিন আগের কথা, সেই তোমাকে দেখা,
ইতিবৃত্তের ঘূর্ণিতে চলছে, এই গল্পের কাহিনি।
কখনো হাসবে না, কখনো কি বলবে না, তিন অক্ষরের হৃদ-স্পন্দনের এই অক্ষরগুলো।
নাকি অচিন পাহাড়ি বকের মতো কোনো মৌসুমে এসে ডাকবে আবার হঠাৎ দেখায় অদৃশ্যিত হয়ে যাবে, এই নীল-সাদা রঙের ছোঁয়া দিয়ে।

আমি তো তোমাকে চাই, তোমার মিষ্টি হাসিকে চাই, আমি সেই তোমাকে চাই যে আমার মানসিক শান্তি হবে। যাকে খুঁজার প্রয়োজন হবে না, সারাক্ষণ আমার নয়নে-নয়ন রেখে বেড়াবে। আমি তো সেই তোমাকে চাই যার কথায় Rough বিশেষত্বই ঝর্ণার ঝঙ্কার হয়ে আমায় আঁকড়ে রাখবে।

হে রানী আমার প্রিয়- মন্ত্রী। যাকে বলি আমার গৃহ প্রধানমন্ত্রী। হে রানী, তোমার গল্পের পৃষ্ঠা জোড়ে আমায় পাশে পাবে, গল্প-কবিতার অজানা সমুদ্রে সঙ্গ দিয়ে যাবে।

এই হৃদয়ে তোমার ছবি, জল রঙ দিয়ে আকাঁ, চাইলেও কখনো যাইবে নাগো এই অন্তর থেকে মুছা। তুমি আমার অনুভূতি মাখানো চাঁদের তমসা আধার নৈঋতে রুপে লাবণ্য হয়ে বাসো, সমুদ্রের ঢেউ হয়ে আমার কাছে থাকো।

হে রানী ~সূর্যসেন চট্রোপ্যাধ্যায় (প্রহরি)
(05/06/2025)
#নয়নচন্দ্রবর্মন

02/06/2025

কত সুন্দর আমাদের আঙিনা।
একটা গানের সাথে ~ ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য তুলে ধরেছি।

#নয়নচন্দ্রবর্মন

ও-ই কিরে ও-ই কিরে মধু মধু😋  নিজের হাতে গাছ থেকে পারলাম আজকে। কারো লাগলে বলতে পারেন। মধু মধু😋 #ওইকিরেওইকিরে  #মধুমধু  #🤣🤣...
26/03/2025

ও-ই কিরে ও-ই কিরে মধু মধু😋
নিজের হাতে গাছ থেকে পারলাম আজকে। কারো লাগলে বলতে পারেন। মধু মধু😋

#ওইকিরেওইকিরে #মধুমধু #🤣🤣

12/03/2025

✍️অন্ধকারের কালো শিকল🥀
নয়ন চন্দ্র বর্মন


Bangladesh Television
Noyon Bormon

        তিতুমীরিয়ান Noyon Bormon Bangladesh Television
12/02/2025

তিতুমীরিয়ান Noyon Bormon Bangladesh Television

কোথায় খুঁজিব তোমায়,যেখানে তোমার অস্তিত্বই নাই। এই সভ্য সমাজে হাজার নারী বিষাক্ত মনে ভরা। আমি চায় না এমন, যে হবে লক্ষী ছা...
02/02/2025

কোথায় খুঁজিব তোমায়,যেখানে তোমার অস্তিত্বই নাই।
এই সভ্য সমাজে হাজার নারী বিষাক্ত মনে ভরা।
আমি চায় না এমন, যে হবে লক্ষী ছাড়া।।

তোমায় পাওয়ার ইচ্ছে আমার,ভিষণ আকারে ধরে ।।
তুমি তো আমার সেই রমণী, যেই আমায় ভালোবাসবে।
আমি সেই তোমাকে চাই, যার চেহারায় আমি ছাড়া অন্য কেউ নাই।।
আমি সেই তোমাকে চাই,যার ভালোবাসায় ইতিহাস রচনা করবো।
আমি সেই তোমাকে চাই, যার দৃষ্টি আকর্ষণ, আমাকে মুগ্ধ করে রাখবে,হাতে হাত রেখে,
চোখে চোখ রেখে আমাকেই ভালোবাসবে।।

আমার শহরে তুমি রাণী, ফুল করে রাখবো।
ভালোবাসায় মিলেমিশে আজীবন থাকবো।।

মায়াবী রাণী
কবি নবিন্দ্র চট্রোপাধ্যায়
(02/02/2025)
#নয়নচন্দ্রবর্মন

26/01/2025

তিতুমীরিয়ান শুদ্ধস্বর কবিতা মঞ্চ এর প্রিয় ছাত্র -ছাত্রীদের অসাধারণ গানের সমাহার।। সখী তরা প্রেম করিও না।।।

17/01/2025

তোমারেই যেন খুঁজিয়াছি, শতবার শতরুপে✍️🥀

#নয়নচন্দ্রবর্মন

(17/01/2025)

Address

Dhaka

Opening Hours

Friday 07:00 - 12:03
Saturday 07:00 - 12:00

Telephone

+8801321586985

Alerts

Be the first to know and let us send you an email when নয়ন চন্দ্র বর্মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নয়ন চন্দ্র বর্মন:

Share