12/05/2024
যে পরিবারে যাবতীয় সিদ্ধান্ত একজন মহিলা মানুষ নেয় সে পরিবারে কখনোই বিয়ে করবেন না। ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই বিয়ের আগে এতটুকু তথ্য সংগ্রহ করে দেখুন যে আপনি যেই পরিবারে যাচ্ছেন সে পরিবারটা কার কথায় চলে,সেই পরিবারের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তদাতা কে?
যদি উত্তর আসে যে শাশুড়ি অর্থ্যাৎ ছেলের মা/মেয়ের মা তবে সেই পরিবার থেকে দূরত্ব বজায় রাখুন। যে পরিবারে পুরুষমানুষ অর্থ্যাৎ শ্বশুর বা স্বামীকে অগ্রাহ্য করে একজন স্ত্রী লোক সিদ্ধান্ত নেয়, আমার দেখা একটি পরিবারেও আমি শান্তি দেখিনি। (পুরুষ মানুষ জীবিত না থাকা ভিন্ন ব্যাপার)
আমি নিজেও একজন মেয়েমানুষ,তবু বলছি একজন দায়িত্ববান পুরুষমানুষ তার অধিনস্থদের ব্যাপারে যেই সিদ্ধান্ত নেবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে উত্তম হবে। এবং যেই পরিবারে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় এবং একপাশে রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয় সেখানে আমি ন্যায় হতে দেখিনি। পুরুষমানুষ অধিনস্থদেরকে আগলে রাখে, মহিলা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই জুলুম করে।এটা আমার ব্যক্তিগত মতামত না, চারপাশ দেখে আমি এটাই বুঝেছি।ভুলও হতে পারি!
যে মেয়ে মানুষ তার স্বামীর অনুগত না হয়ে নিজের কথায় সংসার চালাতে চায় সেখানে সুখ কই?? আবার অনেক ছেলেমানুষ আছে যারা স্ত্রীকে থোরাই কেয়ার করে। মহিলা মানুষ ভেবে কিছু জানানোর প্রয়োজন মনে করে না।নিজে যাই করুক না কেন, সেটাকেই একরোখাভাবে ঠিক মনে করে। বাকি সবাইকে ভাবে ভুল। স্ত্রী যা বলবে তার উল্টোদিকে চলবে।নিজেকে হাম ভাবার মধ্যে কোনো সুখ নেই।তাই এখানেও কোনো প্রশান্তি মেলে না।
তবে সুখ কিসে? কোন পরিবারে?
যে পরিবারে পুরুষেরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তগুলো নেবার আগে নিজ সহধর্মিনীর সাথে সেগুলো আলোচনা করে,পরামর্শ চায়। ঠিক করছে না ভুল করলো যাচাই করে। এরপর দুজনে মিলে সেগুলো বাস্তবায়িত করে।একে বলে মাশোয়ারা,আলোচনা বা সমালোচনা- যা সুন্নাহ।
বিশ্বাস করুন, সুখ এখানেই!