Naznin rakhi

Naznin rakhi I love my self

With Vallagenaaaaa – I just got recognised as one of their top fans! 🎉
13/06/2025

With Vallagenaaaaa – I just got recognised as one of their top fans! 🎉

25/02/2025

🤣

কিসের এত অহংকার!?গত শুক্রবার যমুনা ফিউচার পার্কের মসজিদের সামনে এই লোকটা ভিক্ষা করছিলেন তার পরিচয় হচ্ছে তিনি সাবেক গার্ম...
11/10/2024

কিসের এত অহংকার!?
গত শুক্রবার যমুনা ফিউচার পার্কের মসজিদের সামনে এই লোকটা ভিক্ষা করছিলেন তার পরিচয় হচ্ছে তিনি সাবেক গার্মেন্টস ব্যবসায়ী মিঃ শাহজাহান। মান্দার এলাকায় তার গার্মেন্টস ছিল। সম্প্রতি তিনি ১০ কোটি টাকা লোকসান করে আজ পথের ফ:কি:র। তার স্ত্রী খুব অসুস্থ। তিনি নিজেও হার্টের রো:গী। বড় অ-পারেশন হবে। তাই সাহায্য চাচ্ছে। মনে মনে ভাবলাম কত মানুষের রোজগারের সুযোগ করে দিয়েছিলেন আজ তিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছেন। এরকম কিছু মানুষের জন্যই হয়তো এতো বড় একটি সেক্টর এর জন্ম হয়েছিলো।
আল্লাহ যে কাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিমিশেই নিয়ে যাবে কল্পনাও করতে পারবে না, তাই নিজের অবস্থান ও অর্থবিত্ত নিয়ে অহংকার না করি এবং অন্যের খারপ অবস্থার জন্য কাউকে খোটা না দেই। আল্লাহ সবাইকে যে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন৷ আমীন।

25/09/2024

কিছু কিছু মানুষের দেখানো নি'ষ্ঠু'র রূপ—
আমার রু'হ পর্যন্ত কাঁ'পি'য়ে দিয়েছে।

🌿🌿🌿eid mubarak
16/06/2024

🌿🌿🌿eid mubarak

15/05/2024

🤲

12/05/2024

যে পরিবারে যাবতীয় সিদ্ধান্ত একজন মহিলা মানুষ নেয় সে পরিবারে কখনোই বিয়ে করবেন না। ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই বিয়ের আগে এতটুকু তথ্য সংগ্রহ করে দেখুন যে আপনি যেই পরিবারে যাচ্ছেন সে পরিবারটা কার কথায় চলে,সেই পরিবারের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তদাতা কে?

যদি উত্তর আসে যে শাশুড়ি অর্থ্যাৎ ছেলের মা/মেয়ের মা তবে সেই পরিবার থেকে দূরত্ব বজায় রাখুন। যে পরিবারে পুরুষমানুষ অর্থ্যাৎ শ্বশুর বা স্বামীকে অগ্রাহ্য করে একজন স্ত্রী লোক সিদ্ধান্ত নেয়, আমার দেখা একটি পরিবারেও আমি শান্তি দেখিনি। (পুরুষ মানুষ জীবিত না থাকা ভিন্ন ব্যাপার)

আমি নিজেও একজন মেয়েমানুষ,তবু বলছি একজন দায়িত্ববান পুরুষমানুষ তার অধিনস্থদের ব্যাপারে যেই সিদ্ধান্ত নেবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে উত্তম হবে। এবং যেই পরিবারে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় এবং একপাশে রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয় সেখানে আমি ন্যায় হতে দেখিনি। পুরুষমানুষ অধিনস্থদেরকে আগলে রাখে, মহিলা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই জুলুম করে।এটা আমার ব্যক্তিগত মতামত না, চারপাশ দেখে আমি এটাই বুঝেছি।ভুলও হতে পারি!

যে মেয়ে মানুষ তার স্বামীর অনুগত না হয়ে নিজের কথায় সংসার চালাতে চায় সেখানে সুখ কই?? আবার অনেক ছেলেমানুষ আছে যারা স্ত্রীকে থোরাই কেয়ার করে। মহিলা মানুষ ভেবে কিছু জানানোর প্রয়োজন মনে করে না।নিজে যাই করুক না কেন, সেটাকেই একরোখাভাবে ঠিক মনে করে। বাকি সবাইকে ভাবে ভুল। স্ত্রী যা বলবে তার উল্টোদিকে চলবে।নিজেকে হাম ভাবার মধ্যে কোনো সুখ নেই।তাই এখানেও কোনো প্রশান্তি মেলে না।

তবে সুখ কিসে? কোন পরিবারে?

যে পরিবারে পুরুষেরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তগুলো নেবার আগে নিজ সহধর্মিনীর সাথে সেগুলো আলোচনা করে,পরামর্শ চায়। ঠিক করছে না ভুল করলো যাচাই করে। এরপর দুজনে মিলে সেগুলো বাস্তবায়িত করে।একে বলে মাশোয়ারা,আলোচনা বা সমালোচনা- যা সুন্নাহ।

বিশ্বাস করুন, সুখ এখানেই!

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ । রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফ...
03/05/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ ।

রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

📚 মুসনাদে আহমাদ:- ২৪৭৩
বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর । (মুসলিমঃ ১৪/১৭১)

বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)

আল্লাহ আমাদেরকে জ্বীন এবং মানুষের সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন।

"কারো পতনে আনন্দ প্রকাশ করো না। কেননা, ভবিষ্যৎ তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। "হ...
16/04/2024

"কারো পতনে আনন্দ প্রকাশ করো না। কেননা, ভবিষ্যৎ তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। "

হযরত আলী (রা.)

01/04/2024

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naznin rakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naznin rakhi:

Share