Hayati

Hayati اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
Please follow my page
(1)

10/08/2025

ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে!

10/08/2025

আড়ালের হাসিটা ও মানুষ দেখে 🙂
শুধু দেখে না প্রকাশ্যের কষ্ট টা 💔

05/06/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন করা-১০

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ
আবদুল্লাহ ইব্‌নু ‘আমর ইব্‌নুল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি, আল্লাহ তাঁর বান্দাদের অন্তর থেকে ‘ইলম উঠিয়ে নেন না, কিন্তু দ্বীনের আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে তিনি ইলম্ উঠিয়ে নেন।

حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا

যখন কোন আলিম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নিবে। তাঁদের জিজ্ঞেসা করা হলে না জানলেও ফতোয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে , এবং অন্যকেও পথভ্রষ্ট করবে।

সহিহ বুখারী, হাদিস নং ১০০

04/06/2024

উস্তায থেকে ইলমের পাশাপাশি তাঁর আদব-আখলাক নিজের মধ্যে আনার চেষ্টা করা- ৯

ثم إنَّ يَحْيى بن يحيى التميمي خَرَجَ إلى مالِكِ بْنِ أنسٍ، فأقامَ عِنده سَنَةً، فَقِيْلَ له : قد فَرَغْتَ من سَمَاعِكَ، فأَطَلْتَ القِيَامَ؟ فقال : إنَّما أَقَمْتُ مُسْتَفِيْداً لشمائله، فإنَّها شَمائلُ الصّحابَةِ والتّابعين

ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া তামীমী মালেক ইবনে আনাসের নিকট এক বছর অবস্থান করলেন। তাকে জিজ্ঞেস করা হল, আপনার তো (মুয়াত্তা) শোনা শেষ হয়ে গিয়েছিল। এর পরও এতদিন অবস্থান করলেন?

বললেন, আমি অবস্থান করছিলাম তাঁর আদব-আখলাক শেখার জন্য। কারণ তা সাহাবা-তাবেয়ীনের আদব-আখলাক।

মানাকিবু মালিক ইবনি আনাস, ইবনে ফিহর মিসরী, পৃ- ২২৩

03/06/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন-৮

قال خالد بنُ خِدَاش البغدادي : وَدَّعْتُ مالِكَ بن أنسٍ
فَقُلتُ: يا أبا عبد اللهِ أوصِني
খালিদ বিন খিদাস রহঃ থেকে বর্ননা,তিনি বলেন, আমি মালিক ইবনে আনাস রহঃ কে বিদায় জানানোর সময় বললাম, হে আবু আব্দুল্লাহ!আমাকে নসীহত করেন, তখন তিনি বললেন, (তাকে তিনটি উপদেশ দিলেন)

فقال: عليك بِتَقوى اللهِ في السِّرِّ والعَلانِيَةِ
والنُّصْحِ لِكُلِّ مُسْلِم
وَكِتابَةِ العِلْمِ منْ عِنْدِ أهله
১.গোপনে প্রকাশ্যে আল্লাহ কে ভয় করতে হবে,
২.প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হতে হবে,
৩.ইলম্ ওয়ালা (ইলমের ধারক) থেকে ইলম্ লিখে নেওয়া ( ইলম্ অর্জন করতে হবে। )
جامع بيان العلم وفضله
খ-১ পৃষ্ঠা-২৪৫

03/06/2024

উস্তাদ থেকে ইলম অর্জন।
পর্ব-৭
উস্তাদ ছাড়া(শুধু বই দিয়ে)ইলম্ মহাবিপদ!

সালাফের এক জ্ঞানী ব্যক্তির বাস্তবসম্মত উক্তি-

مِنْ اَعْظَمِ الْبَلِيَّةِ تَشَيُّخُ الصَّحِيْفَةِ
শুধু বই-পত্র উস্তাযে পরিণত হওয়া এক মহাবিপদ।
(বইয়ের পাশাপাশি উস্তাদ জরুরী)
تذكرة السامع والمتكلم في أدب العالم والمتعلم
পৃষ্ঠা-৮৭

02/06/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন করা।
পর্ব-৬
তোমাদের বে-ইলম(অজ্ঞরা)শ্রেণি (ইলমের ধারকদের থেকে) ইলম অর্জন করছে না কেন!

হযরত আবুদ দারদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

مَا لِي أَرَى عُلَمَاءَكُمْ يَذْهَبُونَ وَجُهَّالَكُمْ لَا يَتَعَلَّمُونَ؟ تعلَّموا قَبْلَ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، فَإِنَّ رَفْعَ الْعِلْمِ ذَهَابُ الْعُلَمَاءِ
হায়! তোমাদের আলিমগণ বিদায় নিচ্ছেন কিন্তু তোমাদের বে-ইলম(অজ্ঞরা)শ্রেণি ইলম অর্জন করছে না। ইলম উঠিয়ে নেওয়ার আগেই ইলম হাসিল কর। ইলম উঠিয়ে নেওয়ার অর্থ আলিমদের প্রস্থান।
আদ দারেমী ২৫১

02/06/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন।
পর্ব-৫
ইলম খাইয়ে দেওয়া সম্ভব হলে আমি তোমাকে খাইয়ে দিতাম।

সুবকী রাহ. লেখেন-

وَقَالَ الْقَفَّال في فَتَاوِيهِ : كَانَ الرَّبِيْعُ بَطِيءَ الْفَهْمِ، فكَرَّرَ الشافعيُّ عَلَيْهِ مَسْأَلَةً وَاحِدَةً أَرْبَعِينَ مرّةً، فَلَمْ يَفْهَمْ، وَقَامَ مِنَ الْمجْلسِ حَيَاءً، فَدَعَاهُ الشافعيُّ في خلْوَةٍ، وَكَرَّرَ عَلَيْهِ حَتَّى فَهِمَ

কাফফাল তার ফাতাওয়ায় লেখেন, রবী ইবনে সুলায়মানের বুঝশক্তি ছিল ধীর। শাফেয়ী রাহ. একটি মাসআলা তাকে চল্লিশ বার বলেছিলেন; এর পরও তিনি বোঝেননি! একপর্যায়ে তিনি লজ্জায় মজলিস থেকে উঠে যান। শাফেয়ী রাহ. তাকে একান্তে ডেকে বোঝাতে থাকেন এবং একপর্যায়ে তিনি বুঝতে সক্ষম হন।’

একটা মাসআলা চল্লিশবার বলার পরও বোঝেননি! আল্লাহ তাআলা ইমাম শাফেয়ী রাহ.-কে জাযায়ে খায়ের দান করুন; তিনিও হাল ছাড়েননি।

এখানে লক্ষণীয় হল, এই যে বিশাল পরিবর্তন- এর রহস্য কী? এর রহস্য হল, উস্তায-শাগরিদের গভীর সম্পর্ক। উস্তাযের প্রতি ছাত্রের আযমত, মহব্বত ও খেদমত আর ছাত্রের প্রতি উস্তাযের শফকত ও মহব্বত। ইমাম শাফেয়ী রাহ. বলেন-

مَا خَدَمني أحدٌ قطّ مَا خَدَمني الرّبيعُ بنْ سُلَيْمَان

রবী ইবনে সুলায়মান আমার যে খেদমত করেছে, অন্য কেউ তা করেনি।

রবী ইবনে সুলায়মান রাহ. বলেন-

والله ما اجترأتُ أن أشرب الماء والشافعيّ ينظر إليَّ هيبةً له

আল্লাহর কসম! শাফেয়ী রাহ. আমার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আমি পানি পান করারও সাহস করতাম না।

উস্তাযের প্রতি রবী ইবনে সুলায়মানের এ আযমত ও মহব্বতের কারণে ইমাম শাফেয়ী রাহ.-ও তাকে মহব্বত করতেন। এমনকি ইমাম শাফেয়ী রাহ. একবার তাকে বলেন-

مَا أَحَبَّكَ إِلَيَّ
তোমার প্রতি আমার অন্তরে এত মহব্বত কীভাবে হল!’
আরেকবার বলেন-

يَا رَبِيع لَو أَمْكَنَنِي أَن أُطْعِمَكَ الْعلمَ لَأَطْعَمْتُكَ
রবী! ইলম খাইয়ে দেওয়া সম্ভব হলে আমি তোমাকে খাইয়ে দিতাম।

তাবাকাতুশ শাফিইয়্যাতিল কুবরা কিতাবে (২/১৩২-১৩৯) তাঁর জীবনী আছে।
মানাকিবুশ শাফিয়ী, বায়হাকী ২/১৪৫

02/06/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন।
পর্ব-৪

ইমাম শাফেয়ী রাহ. বলেছেন-

مَنْ تَفَقَّهَ مِنْ الْكُتُبِ ضَيَّعَ الْأَحْكَامَ
যে (শুধু) বইপত্র থেকে(উস্তাদ ছাড়া) ফিকহ অর্জন করে সে (শরীয়তের) বিধিবিধান ধ্বংস করে।-
আলমাজমু’ শরহুল মুহায্যাব ১/৩৮

02/06/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন করা।
পর্ব-৩

ইমাম আবু হানীফা রাহ.কে জানানো হল যে,

في مسجد كذا حلقة يتناظرون في الفقه
অমুক মসজিদে কিছু লোক একত্র হয়ে ফিকহ বিষয়ে আলোচনা করে।

তিনি জিজ্ঞাসা করলেন- ألهمْ رأس ؟

তাদের কোনো মাথা (শিক্ষক) আছে কি?

বলা হল - لا

জ্বী না।

তিনি বললেন,
لا يفقهونَ أبداً

এরা কখনো ফিকহ অর্জনে সমর্থ হবে না।
جامع بيان العلم وفضله
খন্ড-১ পৃষ্টা-৫৫৫

30/05/2024

উস্তাদ থেকে ইলম্ অর্জন করা।
পর্ব-২
কিতাবে তো সব লেখাই আছে! তাহলে উস্তাদ কি দরকার!

হযরত আবু উমামা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন-

خُذُوا الْعِلْمَ قَبْلَ أَنْ يَذْهَبَ
ইলম অর্জন কর তা বিদায় নেওয়ার আগে’।
সাহাবীগণ আরয করলেন-

وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ يَا نَبِيَّ اللَّهِ، وَفِينَا كِتَابُ اللَّهِ؟
আল্লাহর নবী! ইলম কীভাবে বিদায় নেবে, আমাদের মাঝে তো রয়েছে আল্লাহর কিতাব?

বর্ণনাকারী বলেন, এ কথায় তিনি রুষ্ট হলেন। এরপর বললেন-
ثَكِلَتْكُمْ أُمَّهَاتُكُمْ أَوَلَمْ تَكُنِ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ فِي بَنِي إِسْرَائِيلَ، فَلَمْ يُغْنِيَا عَنْهُمْ شَيْئًا؟ إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ، إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ
তোমাদের মরণ হোক! বনী ইসরাইলের মাঝে কি তাওরাত ও ইঞ্জীল ছিল না, কিন্তু এতে তো তাদের কোনোই উপকার হল না! ইলমের প্রস্থানের অর্থ তার বাহকগণের প্রস্থান।
মুসনাদে আহমদ ৫/২৬৬

30/05/2024

উস্তাদ(ইলমের ধারক) থেকে ইলম্ অর্জন জরুরী।
পর্ব-১

ইমাম আবু হানীফা রাহ. ফকীহুল ইরাক হাম্মাদ ইবনে আবী সুলায়মানের খাস শাগরিদ। একাধারে দীর্ঘ ১৮ বছর হাম্মাদ রাহ.-এর সোহবতে ছিলেন। এ দীর্ঘ সময় তিনি কীভাবে হাম্মাদ রাহ. থেকে ইলম ও ফিকহ হাসিল করেছেন? দেখুন-

عَنْ عَاتِكَةَ، أُخْتِ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ قَالَتْ: كَانَ النُّعْمَانُ بِبَابِنَا يَنْدِفُ قُطْنَنَا وَيَشْرِي لَبَنَنَا وَبَقْلَنَا وَمَا أَشْبَهَ ذَلِكَ
হাম্মাদ ইবনে আবী সুলায়মানের বোন আতেকা বলেন, নুমান (আবু হানীফা রাহ.) আমাদের বাড়ির দরজায় আমাদের তুলা ধুনতেন এবং আমাদের দুধ-সবজি ইত্যাদি কিনে আনতেন।

فَكَانَ إِذَا جَاءَ الرَّجُلُ يَسْأَلُهُ عَنِ الْمَسْأَلَةِ قَالَ: مَا مَسْأَلَتُكَ؟ قَالَ: كَذَا وَكَذَا. قَالَ : الْجَوَابُ فِيهَا كَذَا، ثُمَّ يَقُولُ: عَلَى رِسْلِكَ، فَيَدْخُلُ إِلَى حَمَّادٍ فَيَقُولُ لَهُ: جَاءَ رَجُلٌ فَسَأَلَ عَنْ كَذَا فَأَجَبْتُهُ بِكَذَا، فَمَا تَقُولُ أَنْتَ؟

কেউ মাসআলা জিজ্ঞেস করতে আসলে বলতেন, আপনার কী প্রশ্ন? লোকটি প্রশ্ন বললে প্রথমে তিনি নিজেই উত্তর দিতেন। এরপর বলতেন, একটু অপেক্ষা করুন। তারপর তিনি হাম্মাদ রাহ.-কে গিয়ে বলতেন, একজন এটা জিজ্ঞেস করেছে আর আমি তার এ উত্তর দিয়েছি। এবার আপনি কী বলেন?

فَقَالَ: حَدَّثُونَا بِكَذَا وَقَالَ أَصْحَابُنَا كَذَا وَقَالَ إِبْرَاهِيمُ كذَا، فَيَقُولُ : فَأَرْوِيهِ عَنْكَ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيَخْرُجُ فَيَقُولُ: قَالَ حَمَّادٌ كَذَا

হাম্মাদ রাহ. বলতেন, আমাদের উস্তাযগণ এ সম্পর্কে এ হাদীস বর্ণনা করেছেন, আমাদের মাশায়েখ এই বলেছেন, ইবরাহীম (নাখায়ী) রাহ. এই বলেছেন। সব শুনে নুমান বলতেন, এবার আমি কি লোকটিকে তা বলে আসব?

তিনি বলতেন, হাঁ।
তখন নুমান বের হয়ে লোকটিকে বলতেন, হাম্মাদ এই বলেছেন।
তাবাকাতুল মুহাদ্দিসীন বি আসবাহান ওয়াল ওয়ারিদীনা আলাইহা, আবুশ শায়খ ১/৩৩০

Address

Sherpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hayati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share