30/05/2024
উস্তাদ(ইলমের ধারক) থেকে ইলম্ অর্জন জরুরী।
পর্ব-১
ইমাম আবু হানীফা রাহ. ফকীহুল ইরাক হাম্মাদ ইবনে আবী সুলায়মানের খাস শাগরিদ। একাধারে দীর্ঘ ১৮ বছর হাম্মাদ রাহ.-এর সোহবতে ছিলেন। এ দীর্ঘ সময় তিনি কীভাবে হাম্মাদ রাহ. থেকে ইলম ও ফিকহ হাসিল করেছেন? দেখুন-
عَنْ عَاتِكَةَ، أُخْتِ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ قَالَتْ: كَانَ النُّعْمَانُ بِبَابِنَا يَنْدِفُ قُطْنَنَا وَيَشْرِي لَبَنَنَا وَبَقْلَنَا وَمَا أَشْبَهَ ذَلِكَ
হাম্মাদ ইবনে আবী সুলায়মানের বোন আতেকা বলেন, নুমান (আবু হানীফা রাহ.) আমাদের বাড়ির দরজায় আমাদের তুলা ধুনতেন এবং আমাদের দুধ-সবজি ইত্যাদি কিনে আনতেন।
فَكَانَ إِذَا جَاءَ الرَّجُلُ يَسْأَلُهُ عَنِ الْمَسْأَلَةِ قَالَ: مَا مَسْأَلَتُكَ؟ قَالَ: كَذَا وَكَذَا. قَالَ : الْجَوَابُ فِيهَا كَذَا، ثُمَّ يَقُولُ: عَلَى رِسْلِكَ، فَيَدْخُلُ إِلَى حَمَّادٍ فَيَقُولُ لَهُ: جَاءَ رَجُلٌ فَسَأَلَ عَنْ كَذَا فَأَجَبْتُهُ بِكَذَا، فَمَا تَقُولُ أَنْتَ؟
কেউ মাসআলা জিজ্ঞেস করতে আসলে বলতেন, আপনার কী প্রশ্ন? লোকটি প্রশ্ন বললে প্রথমে তিনি নিজেই উত্তর দিতেন। এরপর বলতেন, একটু অপেক্ষা করুন। তারপর তিনি হাম্মাদ রাহ.-কে গিয়ে বলতেন, একজন এটা জিজ্ঞেস করেছে আর আমি তার এ উত্তর দিয়েছি। এবার আপনি কী বলেন?
فَقَالَ: حَدَّثُونَا بِكَذَا وَقَالَ أَصْحَابُنَا كَذَا وَقَالَ إِبْرَاهِيمُ كذَا، فَيَقُولُ : فَأَرْوِيهِ عَنْكَ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيَخْرُجُ فَيَقُولُ: قَالَ حَمَّادٌ كَذَا
হাম্মাদ রাহ. বলতেন, আমাদের উস্তাযগণ এ সম্পর্কে এ হাদীস বর্ণনা করেছেন, আমাদের মাশায়েখ এই বলেছেন, ইবরাহীম (নাখায়ী) রাহ. এই বলেছেন। সব শুনে নুমান বলতেন, এবার আমি কি লোকটিকে তা বলে আসব?
তিনি বলতেন, হাঁ।
তখন নুমান বের হয়ে লোকটিকে বলতেন, হাম্মাদ এই বলেছেন।
তাবাকাতুল মুহাদ্দিসীন বি আসবাহান ওয়াল ওয়ারিদীনা আলাইহা, আবুশ শায়খ ১/৩৩০