MSA.family

MSA.family পোড়া মাটির বিকল্প হিসেবে কনক্রিট ব্লক ব্যবহার করুন

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী ইটের বিকল্প হিসাবে কনক্রিট ব্লক পরিবেশ বান্ধব।

বিকল্প নির্মাণ উপকরণ সরবরাহ
পরিবেশ বান্ধব, কৃষি বান্ধব ও ব্যয়সাশ্রয়ী বিকল্প নির্মাণ সামগ্রী উদ্ভাবন ও প্রয়োগ

দেশের উন্নয়ন কর্মকান্ডে পোড়া ইটের ব্যাপক ব্যবহারের ফলে প্রতি বছর শতকরা ১ ভাগ হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। চলমান পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ব্যাহত হবে এবং পরিবেশ দূষণ

আশংকাজনকভাবে বৃদ্ধি পাবে।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে নিম্নরূপ অনুশাসন প্রদান করেন,-



মন্ত্রণালয়ের অধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ সামগ্রী সংশ্লিষ্ট উদ্ভাবন ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। গবেষণালব্ধ ফলাফল সঠিক প্রয়োগ ও ব্যবহারের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
আশ্রয়ন প্রকল্পে এবং পল্লী জনপদ প্রকল্পে ফেরোসিমেন্টের ব্যবহার শুরু করতে হবে।
নদী ড্রেজিংকালে যে বালি পাওয়া যায় তা দিয়ে হলোব্লক তৈরী করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একই সাথে প্রাপ্ত কাদামাটি হতে পরিবেশ বান্ধব ইট প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।


পোড়ানো ইট ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ সরকারী নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সাথে বিবেচনা করে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশ ও কৃষিবান্ধব উন্নয়নের লক্ষ্যে বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহার করে পোড়ানো ইটের ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে শুন্যে নিয়ে আসার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উল্লেখ রয়েছে, "Housing and Building Research Institute will focus on brining Innovation including alternatives to traditional bricks with a target of achieving zero use of agricultural top soil for brick production".

বাংলাদেশে সব ধরণেরপাকা বাড়ি নির্মাণে মাটি পোড়ানো ইটের ব্যবহার সর্বাধিক। প্রচলিত পদ্ধতিতে ইট নির্মাণে যে মাটি ব্যবহার হয় তা কৃষি জমির উপরিভাগ থেকে সংগ্রহ করা হয়। যার ফলে আমাদের কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে যা আমাদের খাদ্য নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে তুলছে। সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ একর কৃষি জমি নষ্ট হচ্ছে যা মোট চাষযোগ্য জমির এক শতাংশের বেশি। এই ৭০০ একর জমির শতকরা ৮০ ভাগ ব্যবহার হচ্ছে অপরিকল্পিত গ্রামীণ আবাসনের কারণে এবং শতকরা ১৭ ভাগ পোড়ামাটির ইট ভাটার কারণে। তাছাড়া এই ইট পোড়াতে কয়লা, কাঠ বা গ্যাস ব্যবহার করা হয়। ইটের ভাটা থেকে নির্গত ধোয়া আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ দূষণ বিবেচনায় বাংলাদেশে বছরে কার্বন নিঃসরণের পরিমাণপ্রায় ৪০মিলিয়ন টন, যার ৯মিলিয়ন টন অর্থাৎ প্রায় ২২.৫% নিঃসরণের হার ইট ভাটা থেকে। অধিক হারে জ্বালানি কাঠের ব্যবহার এক দিকে যেমন বনভূমি উজাড় করছে অন্যদিকে পরিবেশে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে। এই সকল বিষয় বিবেচনা করে এইচবিআরআই মাটিপোড়ানো ইটের বিকল্প নির্মাণ প্রযুক্তি উদ্ভাবন ও প্রচলনের প্রয়াস চালিয়ে যাচ্ছে।

Concrete Hollow Block

কনক্রিট হলো ব্লক Concrete Hollow Block বিভিন্ন ধরণের ভারবাহী বা অ-ভার বাহী দেয়াল নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় সাইজের এ কনক্রিট ব্লক ব্যবহারের ফলে সংযোগ সংখ্যা কমবে এবং মর্টার এর ব্যবহার কম হবে। হলো ব্লক ভাল অন্তরক হিসাবে কাজ করে এবং শব্দ, তাপ ও আদ্রতা প্রতিরোধক। ২০% সিমেন্ট এবং ৮০% বালি মিশিয়ে এই ব্লক তৈরী করা হয়।

সুবধিা সমূহঃ

কৃষি জমি ও বনজ সম্পদরে অপচয় রোধ।
কোন জ্বালানীর প্রয়োজন হয় না।
পরিবেশের ভারসাম্য নষ্ট করে না ।
সারা বছর ব্যাপী উৎপাদন করা সম্ভব।
শব্দ শোষন ক্ষমতা বেশি
অগ্নি ও তাপ নিরোদক অধকি র্কাযক্ষম।
স্থায়ত্বিকাল ও কাঠামোগত ভারসাম্য বেশি



ফেরো-সিমেন্ট স্যান্ডউইচ প্যানেল

পলিস্টাইরিন শিটের দুই দিকে ফেরো সিমেন্ট প্রযুক্তি ((wire mesh এবং মর্টার ) ব্যবহার করে ফেরো-সিমেন্ট স্যান্ডউইচ প্যানেল (sandwich panel) তৈরি করা হয়। এই প্যানেল বিল্ডিং এর দেয়ালের পাশাপাশি ছাদেও ব্যবহার করা যায়। এর কাঠামো মেকানিকেল পদ্ধতিতে তৈরি করা হয় বলে তা অধিকতর সুষম, শব্দ ও তাপরোধী, ভারবাহী ক্ষমতাসম্পন্ন। Sandwich Panel এর অন্যতম সুবিধা হচ্ছে এই প্যানেল দিয়ে অল্প সময়ে প্রি-ফেব্রিকেটেড

গৃহ নির্মাণ করা সম্ভব।

সুবধিা সমূহঃ

অধিকতর সুষম.
শব্দ ও তাপরোধী.
ভারবাহী ক্ষমতা.

......
#প্রিয়_ময়মনসিংহ জেলাবাসী।

এস এন সিরাজ এন্টারপ্রাইজ
★ কংক্রিট হলো ব্লক★

সাইজঃ দৈর্ঘ্য × উচ্চতা × চওড়া

> ১৫"×৬" × ৬" ইঞ্চি
> ১৫" ×৬" × ৫" ইঞ্চি
> ১০" × ৬" × ৫" ইঞ্চি
> ৭.৫" ×৬" × ৬" ইঞ্চি
> ৭.৫" × ৬" × ৫" ইঞ্চি
> ৬" × ৬" × ৫" ইঞ্চি

যোগাযোগ : ইনবক্স/হোয়াটসঅ্যাপ ০১৭১৫৯৫১৯৪৫,০১৯৬৪৭৩০৭১৭ �
কারখানা: শহিদ আজিজ মোড় কিসমত সদর ময়মনসিংহ নদীর পাড় সংলগ্ন �

আমাদের ব্লকের বৈশিষ্ট্যসমূহ-

• ব্লকের মান ও আকার-আকৃতি আন্তর্জাতিক মান সম্পন্ন ।

• যে কোন সমস্যার বিশেষায়িত সমাধান প্রস্তুতকৃত ও পণ্যের
পর্যাপ্ত সংরক্ষণাগার ।

• আমাদের ব্লক নিশ্চিন্তে ব্যবহার উপযোগী ।

• অপচয় হয় না এবং নুড়ি পাথরের তৈরি করা ব্লক।

• ব্লক ব্যবসা ও পরিবেশ বান্ধব ।

• সময় বাঁচায় , লেবার খরচ বাচায় , সিমেন্ট বালুর এবং প্লাস্টার খরচ কমায় ৫০ ভাগ।

ব্লক উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট।
ব্লক উৎপাদনের ক্ষেত্রে শিল্পের সেরা এবং নির্ভরযোগ্য কাঁচামাল ব্যবহার করছি আমরাই ।

আমাদের বিশাল ব্লকের সম্ভার থাকার কারণে আপনি পাচ্ছেন আপনার পছন্দসই ও প্রয়োজনীয় ব্লক বেছে নেওয়ার সুবিধা।
আপনাদের সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য ।

24/04/2025

রাতের আঁধার নামলো ধীরে, ক্লান্ত দিনের হলো শেষ। নরম আলোয় শান্ত ধরা, মিষ্টি স্বপ্নে ভরুক দেশ। শুভরাত্রি।
fans

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉
24/04/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

With Barnali Bhowmick – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
15/04/2025

With Barnali Bhowmick – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

13/04/2025
12/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address

কিসমত শহীদ আজিজ মোড় ৩০নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি করপোরেশন, ময়মনসিংহ।
Mymensingh
২২০৮

Alerts

Be the first to know and let us send you an email when MSA.family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSA.family:

Share