Habirbari Bike Riders

Habirbari Bike Riders Safe Ride Safe Life ���
Slow down, increase life ���

I have reached 800 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
15/12/2023

I have reached 800 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

লিজেন্ডরা বুঝবে বাকিরা সবাই খুজবে 😊😄😜
08/10/2023

লিজেন্ডরা বুঝবে বাকিরা সবাই খুজবে 😊😄😜

29/06/2023

সকলকেই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ❤️

02/05/2023

ঘুরাঘুরি

বাইক চালানোর সময় অনেকেরই মাজা ব্যথা, হাটুতে ব্যথা, মাথা ধরা সহ বিভিন্ন প্রকারের পেইন করে। সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়, মো...
01/05/2023

বাইক চালানোর সময় অনেকেরই মাজা ব্যথা, হাটুতে ব্যথা, মাথা ধরা সহ বিভিন্ন প্রকারের পেইন করে। সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়, মোটামোটি প্রায় সকলেই এর সমস্যায় পড়েছেন আর তা হল হাতের কব্জিতে ব্যথা।

এই যে বিভিন্ন ধরনের ব্যথা আমরা অনুভব করি বাইক চালানোর সময় তার কিছু হয় আমাদের রাইডিং এর ধরনের কারনে আর আর কিছু আছে চিরন্তন। বাইক চালালে হবেই। তবে আপনি এর কিছুটা কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবেন।

তো চলুন আলোচনার মাধ্যমে এর থেকে পরিত্রাণের উপায় বের করার চেষ্টা করি…

# কম্পন কমিয়ে দিন
হ্যান্ডেলবারগুলিতে ক্রমাগত কম্পন আপনার হাত এবং আঙ্গুলগুলিতে রক্ত ​​প্রবাহকে বাধা গ্রস্ত করে। সময়ের সাথে সাথে, রক্ত ​​প্রবাহের অভাবটি আপনার হাত এবং কব্জির স্নায়ুর ক্ষতি করতে থাকে। একটা সময় প্রচুর ব্যথা করতে থাকে। তবে এমন কিছু উপায় রয়েছে যা আপনি আপনার বাইকের হ্যান্ডেলবারগুলিতে প্রয়োগ করে কম্পন কমিয়ে আনতে পারেন।

Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন

যেমন, জয়েন্ট গুলাতে কম্পন রোধক নাট ব্যাবহার করতে পারেন, বাইকের হ্যান্ডেল বার সঠিক ভাবে এডজাস্ট আছে কিনা দেখে নিন ইত্যাদি।

# সঠিক শারীরিক অবস্থানের সাথে যাত্রা করুন
বেশির ভাব ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ব্যথা অনুভত হয় তার কারন সঠিক ভাবে বাইক না চালানোর কারনে। বাইক চালানোর সময় আমরা তাড়াহুড়া করি ফলে কি হয় যে রাস্তায় করনারিং না করলে চলে আমরা সেই রাস্থায় করনারিং করতে চেষ্টা করি। এতে শরীর এর উপর অতিরিক্ত চাপ পরে।

বাইকের টায়ার এক দিকে টানে ?

মাজা সোজা করে সঠিক পজিশনে বসতে হবে। পা ছড়িয়ে না রেখে ট্যাং চেপে ধরে চালাবেন। এতে বাইকের কন্ট্রলিং ভালো থাকে আবার হাটুর ব্যথা থেকেও মুক্তি মিলে।

# আরাম দায়ক গ্রিপ
সবচেয়ে বেশি আমাদের ডান হাতের কব্জিতে ব্যথা হয় কারন এই হাতটা সবচেয়ে বেশি বিজি থাকে। বাইকের থ্রটল কে সঠিক মাত্রায় এডজাস্ট করে নিন। আরাম দায়ক কভার ব্যাবহার করতে পারেন সেই সাথে থ্রোটল লক (গেজেট) ব্যাবহার করতে পারেন।

কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?

তবে খুব বেশি মোটা গ্রিপ বা কভার লাগাবেন না। হাতের বুড়ো আঙ্গুল আর কনিস্টা আঙ্গুল দিয়ে সহজেই গ্রিপ করতে পারবেন এমন গ্রিপ ব্যাবহার করবেন।

# হ্যান্ডলবার এডজাস্ট
প্রতিটা মানুষ ভিন্ন। তাদের শরীরের গঠনও ভিন্ন। কিন্তু বাইক তো আপনার গঠন অনুযায়ী বানানো সম্ভব না। কোম্পানি একটা এভারেজ শারিরিক গঠন এর কথা মাথায় রেখে বাইক প্রস্তুত করে। এর কিছু টা হয়ত আপনার সাথে মিলে যায়।

বুদ্ধিমানের কাজ হচ্ছে বাইক টাকে একদম নিজের মত করে নেওয়া। যেমন সিট উচা হলে নিচু করে নেওয়া, থ্রটল বা ক্লাচ নিজের সুবিধা মত যায়গায় সেট করে নেওয়া, বাইকের হেন্ডেল সঠিক ভাবে আপনার সুবিধা মত সেট করে নেওয়া ইত্যাদি।

বাইক চালানোর সময় নটিস করুন আপনার ক্মফোট জোন কোথায়। প্রয়োজনে সার্ভিস পয়েন্টে গিয়ে সেট করে নিন।

কাজে লাগবে 🏍️🏍️ধন্যবাদ ❤️😍
23/04/2023

কাজে লাগবে 🏍️🏍️
ধন্যবাদ ❤️😍

❤️😍🏍️🏍️😍❤️
21/04/2023

❤️😍🏍️🏍️😍❤️

Address

Habirbari Seed Store Bazare
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habirbari Bike Riders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share