Takhleqaat - তাখলীক্বাত

Takhleqaat - তাখলীক্বাত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Takhleqaat - তাখলীক্বাত, Digital creator, Mymensingh.

03/07/2025

Childhood 🥹🤣
আমাদের জামানায় ফোন ছিলনা। বিকাল হলেই এভাবে একজন একজনের বাড়িতে গিয়ে ডেকে ডেকে দলবেঁধে খেলতে নিয়ে আসতাম 🤣

01/07/2025

🌸 সাদা ফুলের মতো পবিত্র হোক আমাদের হৃদয়।
ইয়া রব!
অন্তরকে গুনাহ থেকে রক্ষা করো।

#ইসলামিকপোস্ট #সাদা_ফুল #তাওবা #পবিত্রতা #ইমান #তাকওয়া

"সৃষ্টির ভেতর সৃষ্টিকর্তার ছাপ —আর মানুষের মাঝে তার সেরা নিদর্শন।আল্লাহ তাআলা বলেছেন:﴿لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي أَ...
30/06/2025

"সৃষ্টির ভেতর সৃষ্টিকর্তার ছাপ —
আর মানুষের মাঝে তার সেরা নিদর্শন।
আল্লাহ তাআলা বলেছেন:
﴿لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ﴾
‘আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।’ [সূরা তীন: ৪]
তাঁরই দেওয়া জ্ঞান আর হাতের শিল্পে ফুটে ওঠে এক বিনয়ী সৃষ্টির গল্প…"

"আমরা শুধু সুই-সুতায় আঁকি,
সৃষ্টি তো তিনিই করেছেন —
অতুলনীয়, পরিপূর্ণ, পরম সুন্দর।
﴿فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

এই সবগুলো আর্ট কত্তো নিখুঁত মাশাআল্লাহ!
দেখুন আর এগুলো যে যে সৃজনশীল মানুষ তৈরি করেছে তার সৃষ্টি কর্তার কথা ভাবুন।


Takhleqaat

Creative mind🌾🌿 Takhleqaat - তাখলীক্বাত
29/06/2025

Creative mind🌾🌿


Takhleqaat - তাখলীক্বাত

28/06/2025

প্রতিদিন নিয়ম করি আজ অনেক কিছু করবো। তারপর মাদ্রাসা থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করে খাবার খাওয়ার পরে বিছানায় আমারে শুধু টানে 😑
তারপর আর কিছুই করা হয় না 😩
আমার এই রোগের ঔষধ দেন কেউ 🥹
ভিডিও সংগৃহীত
Takhleqaat - তাখলীক্বাত

এই ফেব্রিক টা কেমন লাগে আপনাদের কাছে?Takhleqaat - তাখলীক্বাত
26/06/2025

এই ফেব্রিক টা কেমন লাগে আপনাদের কাছে?
Takhleqaat - তাখলীক্বাত

25/06/2025

হাহ!
আসসালামুয়ালাইকুম।
অনেক অনেক দিন পর ব্যাক করলাম নতুন প্রোডাক্ট নিয়ে।
কেমন আছেন আপনারা?
আর Takhleqaat - তাখলীক্বাত কে মনে রেখেছেন নাকি ভুলে গেছেন?😐

28/04/2025

"শহীদের রক্ত মাটিকে পবিত্র করে, আত্মাকে জান্নাতে পৌঁছে দেয়।
হে রব, আমাকে শহীদ করে তোমার দরবারে কবুল করো।
"হে প্রভু, তুমি জানো — আমার হৃদয়ের গোপন দোয়া,
আমি শহীদ হতে চাই, তোমার রাস্তায় হাসিমুখে প্রাণ উৎসর্গ করতে চাই।"

ভাই আবদুস সালাম মালির মাসিনা অঞ্চলে মুজাহিদদের এক যুদ্ধে শহীদ হন। মৃত্যুর সময় তিনি তাঁর ভাইদের আল্লাহভীতি অবলম্বন করার অসিয়ত করেন। এরপর তিনি আল্লাহর সওয়াব ও রহমতের প্রত্যাশায় বিপদাপদে ধৈর্য ধারণের জন্য ভাইদের উপদেশ দেন এবং আল্লাহ তাআলার এই বাণী দ্বারা তাদেরকে স্মরণ করিয়ে দেন:

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم

مُؤْمِنِينَ) [آل عمران: ۱۳۹]

"তোমরা অবসন্ন হয়ো না এবং দুঃখিত হয়ো না; যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে।"
(সূরা আলে ইমরান: ১৩৯)

তাকাব্বালাহুল্লাহু

শ্বশুরবাড়ির বাথরুমে আংটি রেখেছিলাম। পরে এসে আর পাইনি।৫ মাস পর দেখি ননদের আঙ্গুলে! কোথায় পেলে?““বানিয়েছি ভাবি।” আংটিটি ...
15/04/2025

শ্বশুরবাড়ির বাথরুমে আংটি রেখেছিলাম। পরে এসে আর পাইনি।৫ মাস পর দেখি ননদের আঙ্গুলে!

কোথায় পেলে?“
“বানিয়েছি ভাবি।”

আংটিটি আমার নানীকে তার বাবা দিয়েছিলেন।💔
#এক আপুর পোস্ট

ড্রেসের বডি ২৬ লম্বা ২৭.
রিজেনেবল প্রাইজ।
পেয়ে যাবেন ৩০% ডিসকাউন্ট
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি...


গলার ডিজাইন আইডিয়া টেইলর আপুদের জন্য......💞
15/04/2025

গলার ডিজাইন আইডিয়া
টেইলর আপুদের জন্য......💞


13/04/2025

আপনারাও কি খেলেছেন এই খেলা?

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takhleqaat - তাখলীক্বাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Takhleqaat - তাখলীক্বাত:

Share