23/09/2025
আপনি যদি সেলেব পর্যায়ের কেউ না হন। আপনার যদি সহমত আপা না থাকে তাহলে আপনার যতোই ক্রিয়েটিভিটি থাকুন না কেন আপনার ক্রিয়েটিভিটি দেখার কোন অডিয়েন্সে খোজে পাবেন না।
কেন বলছি জানেন?
বেশ অনেক দিন আগে আমি একটা মেয়ের ব্লগ দেখতাম। দেখতাম বলতে... ফলোয়ার ছিলাম না কিন্তু ভিডিও সামনে আসলে স্কিপ করতাম না আরকি।
তো সেই মেয়ে নিজের ব্যক্তিগত হেনতেন শেয়ার করার পাশাপাশি দেখতাম ক্যালিগ্রাফি করতো এবং সেই ক্যালিগ্রাফি কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো অ সে মনে হয় ক্যালিগ্রাফির "ক" ও জানে না।
এটা সে নিজেই বলেছে যে, ছোট বেলায় নাকি ওরে কে জানি আরবী অক্ষর লিখতে শিখিয়েছিল তার পর থেকে এখন সে ক্যালিগ্লাফার।
তবে ওর আর্ট এর হাত ভালো ছিল।
যাই হোক, ঐ কথা এখানে কেন আনলাম জানেন? এই জন্য যে কত্তো প্রো লেভেলের ক্যালিগ্রাফার এই প্লাটফর্মে বছর ধরে ট্রাগল করছে কিন্তু তাদের ১k ফলোয়ার করতেই জান বেরিয়ে যাচ্ছে।
এমনি একজন অসম্ভব প্রতিভাবান মানুষ হলেন Tonu's Whimsy এর তনুফা।
এটা তো গেলো একটা। এমন আরো কতো ক্রিয়েটিভ আপুরা আছে যারা ট্রাগল করছেন কিন্তু সঠিক অডিয়েন্সের অভাবে লক্ষে পৌছাতে পারছেন না।
Takhleqaat - ও কিন্তু এর বাহিরে না।
পরিপ্রেক্ষিতে যদি আপনি আজ সেলেব হতেন বা আপনার একটা ফেইস ভ্যালু থাকতো তাহলে আপনার কাজের এপ্রিশিয়েট করার মানুষের অভাব থাকতো না।
অন্য সেলেব আফারা প্রমোট করতো কোন ডিমান্ড ছাড়াই।
অনেকে তো আবার আপনাকে প্রমোট করতে পেরে নিজেকে ধন্য ভাবতো।
যাই হোক ওদের নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।
আমার ভাবনা নবীন উদ্যোক্তা দের নিয়ে।
আমি জানি Takhleqaat - তে অনেক নবীন উদ্যোক্তা আপুরা আছেন এবং অধিকাংশ ই সবচেয়ে কঠিন সময় এই স্ট্রাগল টাইম অতিক্রম করার চেষ্টা করছেন।
কিন্তু ঐ!
আপনাকে এপ্রিসিয়েট করবে, আপনার পেইজ প্রমোট দিবে এমন কোন মাধ্যম নেই।
নিজেও যে কাউকে বলবেন আমার অমুক পেইজ একটু প্রমোট দেন তাও মুখ ফুটে কাউকে বলতে পারেন না তাদের কে আমি প্রমোট দিবো।
যদিও আমি সেলিব্রিটি না এবং তাখলীক্বাতে আছে মাত্র ১k+ তবুও এ দিয়েই শুরু করছি।
কাজ ছোট না বড় তা রব দেখেন না রব তো দেখেন ইখলাস।
এই ১k থেকে অন্তত ৫০ জন ও যদি আপনার কাজ পছন্দ করে আপনার অডিয়েন্স হয় তা ই বা কম কিসে।
যাগ্গে, আপুরা আপনারা আপনাদের নিজ নিজ পেইজ ম্যানশন করিয়েন এই পোষ্টের কমেন্টে এবং কি নিয়ে কাজ করছেন তা ও দুই লাইনে বলিয়েন।
আর মনে রাখবেন, বড় বড় যত পেইজ আছে সব গুলো কিন্তু একদিনেই বড় হয়ে যায়নি।
শূন্য থেকেই পূর্ণ হয়েছে। বিশ্বাস রাখবেন আপনার বিজনেস ও একদিন পূর্ণতার মুখ দেখবে ইনশাআল্লাহ ♥️।
আর হ্যাঁ, এই সুন্দর সুন্দর রিবন এমব্রয়ডারি দেখার জন্য অবশ্যই Takhleqaat এর সাথেই থাকবেন। এবং কোন ড্রেস পছন্দ হলে আগেপিছে না ভেবে টুস করে ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ তা'য়ালা...!🫶
না মানে বলছিলাম যে, মানুষ বাঁচেই বা কয়দিন। এর মধ্যে যদি একটু আধটু সাধ এর মধ্যে সাধ আহ্লাদ পূর্ণ না করা যায় এমন জীবন ভাআআআআআড় ম্যায় যাক 😌🔪