Takhleqaat - তাখলীক্বাত

Takhleqaat - তাখলীক্বাত হেই জামালুল জামী! তাখলীক্বাতে আপনাকে স্বাগতম।
আসুন, বসুন, কথা বলি পরিচিত হই।
কেনাকাটা হলে হবে না হলে নাই।

হাত ঠেং ওয়ালা একটা ম্যানি কুইন কেনার ভীষণ প্রয়োজন বোধ করছি ইদানিং।ম্যানি কুইন প্লাস উপযুক্ত ব্যাকগ্রাউন্ড না থাকায় অন...
25/09/2025

হাত ঠেং ওয়ালা একটা ম্যানি কুইন কেনার ভীষণ প্রয়োজন বোধ করছি ইদানিং।
ম্যানি কুইন প্লাস উপযুক্ত ব্যাকগ্রাউন্ড না থাকায় অনেক কিছুই আপনাদের দেখাতে গিয়েও দেখানো হয় না।
কখনো ছবি বা ভিডিও করলেও তা এতো খারাপ হয় যে আমার নিজের কাছেই ভালো লাগে না।
যার দরুন দিল ম্যায় পাত্থার রাখ্কে ডেলিভারি দিয়ে দিই।
কিন্তু অনলাইন বিজনেসের মার্কেট ধরে রাখার সবচেয়ে বড় যে ওয়ে টা আছে তার মধ্যে অন্যতম হলো প্রোডাক্ট এর উপস্থাপনা।
যাই হোক, অনেক খোজতে খোজতে একটা পেইজ পেলাম অবশেষে যেখানে হাত ঠেং এবং ফেইস লেস ম্যানি কুইন আছে।
তার পর আমায় আর ধরে রাখে কে?
দৌড়ে গিয়ে পড়লাম ঐ পেইজের ইনবক্সে।
হের পরে জিগাইলাম দাম। দাম শুনে একটা মিনি হার্ট অ্যাটাক হলো আমার।
কিছু মতো নিজেকে সামলিয়ে সাহস করে........
কি?
কিনে ফেললাম ভাবছেন!?
উঁহু!
আপনাগো মমিসিংগা আফা অতো বোকা না 🙂
তা আর কিনলাম না। না কিনে গেলাম এ আই এর কাছে। তার পর এই দেহেন হতিনে এবার আমার দিল খুশ কর দিয়া ....💃
যদিও একটু পন্ডিতি করছে নিজের মতো।
যাগ্গে,
বলেছি যে, দুধের স্বাদ ঘোলে মেটাতে পারলে আর গরু কিনে কি করতাম?😌
যখন একটা ব্র্যান্ড এ পরিনত হবে তখন ইতা আলগা বেডি একটা না দশটা কিনমুনে ইনশাআল্লাহ 😌



Hello beautiful everyone!I am sick...
24/09/2025

Hello beautiful everyone!
I am sick...


23/09/2025

পেইজের রিচ বনাম আমি 🥲
যতোই ধরার জন্য দৌড়াই না কেন মাগার ধরতে পারি না 🙂💔


#তাখলীক্বাত





আপনি যদি সেলেব পর্যায়ের কেউ না হন। আপনার যদি সহমত আপা না থাকে তাহলে আপনার যতোই ক্রিয়েটিভিটি থাকুন না কেন আপনার ক্রিয়ে...
23/09/2025

আপনি যদি সেলেব পর্যায়ের কেউ না হন। আপনার যদি সহমত আপা না থাকে তাহলে আপনার যতোই ক্রিয়েটিভিটি থাকুন না কেন আপনার ক্রিয়েটিভিটি দেখার কোন অডিয়েন্সে খোজে পাবেন না।
কেন বলছি জানেন?
বেশ অনেক দিন আগে আমি একটা মেয়ের ব্লগ দেখতাম। দেখতাম বলতে... ফলোয়ার ছিলাম না কিন্তু ভিডিও সামনে আসলে স্কিপ করতাম না আরকি।
তো সেই মেয়ে নিজের ব্যক্তিগত হেনতেন শেয়ার করার পাশাপাশি দেখতাম ক্যালিগ্রাফি করতো এবং সেই ক্যালিগ্রাফি কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো অ সে মনে হয় ক্যালিগ্রাফির "ক" ও জানে না।
এটা সে নিজেই বলেছে যে, ছোট বেলায় নাকি ওরে কে জানি আরবী অক্ষর লিখতে শিখিয়েছিল তার পর থেকে এখন সে ক্যালিগ্লাফার।
তবে ওর আর্ট এর হাত ভালো ছিল।
যাই হোক, ঐ কথা এখানে কেন আনলাম জানেন? এই জন্য যে কত্তো প্রো লেভেলের ক্যালিগ্রাফার এই প্লাটফর্মে বছর ধরে ট্রাগল করছে কিন্তু তাদের ১k ফলোয়ার করতেই জান বেরিয়ে যাচ্ছে।
এমনি একজন অসম্ভব প্রতিভাবান মানুষ হলেন Tonu's Whimsy এর তনুফা।
এটা তো গেলো একটা। এমন আরো কতো ক্রিয়েটিভ আপুরা আছে যারা ট্রাগল করছেন কিন্তু সঠিক অডিয়েন্সের অভাবে লক্ষে পৌছাতে পারছেন না।
Takhleqaat - ও কিন্তু এর বাহিরে না।
পরিপ্রেক্ষিতে যদি আপনি আজ সেলেব হতেন বা আপনার একটা ফেইস ভ্যালু থাকতো তাহলে আপনার কাজের এপ্রিশিয়েট করার মানুষের অভাব থাকতো না।
অন্য সেলেব আফারা প্রমোট করতো কোন ডিমান্ড ছাড়াই।
অনেকে তো আবার আপনাকে প্রমোট করতে পেরে নিজেকে ধন্য ভাবতো।
যাই হোক ওদের নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।
আমার ভাবনা নবীন উদ্যোক্তা দের নিয়ে।
আমি জানি Takhleqaat - তে অনেক নবীন উদ্যোক্তা আপুরা আছেন এবং অধিকাংশ ই সবচেয়ে কঠিন সময় এই স্ট্রাগল টাইম অতিক্রম করার চেষ্টা করছেন।
কিন্তু ঐ!
আপনাকে এপ্রিসিয়েট করবে, আপনার পেইজ প্রমোট দিবে এমন কোন মাধ্যম নেই।
নিজেও যে কাউকে বলবেন আমার অমুক পেইজ একটু প্রমোট দেন তাও মুখ ফুটে কাউকে বলতে পারেন না তাদের কে আমি প্রমোট দিবো।
যদিও আমি সেলিব্রিটি না এবং তাখলীক্বাতে আছে মাত্র ১k+ তবুও এ দিয়েই শুরু করছি।
কাজ ছোট না বড় তা রব দেখেন না রব তো দেখেন ইখলাস।
এই ১k থেকে অন্তত ৫০ জন ও যদি আপনার কাজ পছন্দ করে আপনার অডিয়েন্স হয় তা ই বা কম কিসে।
যাগ্গে, আপুরা আপনারা আপনাদের নিজ নিজ পেইজ ম্যানশন করিয়েন এই পোষ্টের কমেন্টে এবং কি নিয়ে কাজ করছেন তা ও দুই লাইনে বলিয়েন।

আর মনে রাখবেন, বড় বড় যত পেইজ আছে সব গুলো কিন্তু একদিনেই বড় হয়ে যায়নি।
শূন্য থেকেই পূর্ণ হয়েছে। বিশ্বাস রাখবেন আপনার বিজনেস ও একদিন পূর্ণতার মুখ দেখবে ইনশাআল্লাহ ♥️।

আর হ্যাঁ, এই সুন্দর সুন্দর রিবন এমব্রয়ডারি দেখার জন্য অবশ্যই Takhleqaat এর সাথেই থাকবেন। এবং কোন ড্রেস পছন্দ হলে আগেপিছে না ভেবে টুস করে ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ তা'য়ালা...!🫶
না মানে বলছিলাম যে, মানুষ বাঁচেই বা কয়দিন। এর মধ্যে যদি একটু আধটু সাধ এর মধ্যে সাধ আহ্লাদ পূর্ণ না করা যায় এমন জীবন ভাআআআআআড় ম্যায় যাক 😌🔪






কাজ জমিয়ে রাখবো, জমিয়ে রেখে কাজ না করে অভার থিংকিং করবো।আর এভাবে একদিন দুইদিন করে এগোতে এগোতে ডেলিভারি দেওয়ার ডেড লাই...
22/09/2025

কাজ জমিয়ে রাখবো, জমিয়ে রেখে কাজ না করে অভার থিংকিং করবো।
আর এভাবে একদিন দুইদিন করে এগোতে এগোতে ডেলিভারি দেওয়ার ডেড লাইন কাছাকাছি চলে আসবে।
তখন হুড়মুড়িয়ে উঠে লেগে যাবো কাজে। এমন কি দিন রাত তখন এক করে ফেলবো কাজ করতে করতে।
এদিকে সব চাপ একসাথে নেওয়ায় মেজাজ থাকবে ১২০ ডিগ্রি গরম হয়ে।
তখন জামাই একটা ভালো কথা বললেও ছ্যাত করে উঠবো খারাপ কথা বললে তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যাবে।
অথচ বেচারা প্রত্যেক দিন ই কাজ করে কমপ্লিট করে রাখতে তাগাদা দিয়েছে নিয়মিত।
এখাবেই একজন গোবেচারা লোক দিন রাত অমানবিক নি*র্যাতন এর মধ্যে দিয়ে দিন যাপন করছে।
আহারে....
বেচারার জন্য বড় দুঃখ হয়🥹

জীবন কি অদ্ভুত তাই না"ফ্যামিলি' নিজের ভবিষ্যৎ' নিজের সপ্ন' একটা সুন্দর দিনের অপেক্ষায় ভাবতে ভাবতে শত শত নির্ঘুম রাত পেরি...
21/09/2025

জীবন কি অদ্ভুত তাই না"
ফ্যামিলি' নিজের ভবিষ্যৎ' নিজের সপ্ন' একটা সুন্দর দিনের অপেক্ষায় ভাবতে ভাবতে শত শত নির্ঘুম রাত পেরিয়ে যায় শত শত সুন্দর সকাল জীবন থেকে হারিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না ।
হয়তো জীবন এরকমই....!


21/09/2025

ডেলিভারি দেওয়ার পর মনটা উৎকণ্ঠায় থাকে যে পার্সেল রিসিভ করে কি না, প্রোডাক্ট পছন্দ হয় কি না।
তার পর যখন হঠাৎ ক্লাইন্ট ইনবক্সে কিউট কিউট রিভিউ দেয় তখন আমি বি লাইক........😁


#তাখলীক্বাত

#

সাদা, শুভ্র, সুন্দর 🤍
21/09/2025

সাদা, শুভ্র, সুন্দর 🤍



কিছু কি দেখা যায়?👀ব্ল্যাক রোজ 🖤 কিছু একটা রান্না হচ্ছে.....!
20/09/2025

কিছু কি দেখা যায়?👀
ব্ল্যাক রোজ 🖤
কিছু একটা রান্না হচ্ছে.....!

একটা কথা কি জানেন!?ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর-কারণ ভিন্নতা শেখায় মানিয়ে নিতে, আর শূন্যতা শেখায় নিজে...
20/09/2025

একটা কথা কি জানেন!?
ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর-কারণ ভিন্নতা শেখায় মানিয়ে নিতে, আর শূন্যতা শেখায় নিজের ভেতরটা খুঁজে পেতে।

সবকিছু পাওয়ার মাঝে যেমন আত্মতৃপ্তি নেই, তেমনি সব হারিয়েও যেন এক নতুন নিজেকে খুঁজে পাওয়া যায়।

জীবন যখন নিজের মতো করে গুছাতে শিখে যায়, তখনই মনে হয়-যা ছিল না, তার অভাব নেই, আর যা আছে, সেটাই অনেক সুন্দর...!

বাই দা ওয়ে, রিবন এমব্রয়ডারি কভার ইউজ করেছেন কেউ কখনো?
দেখতে কত্তো কিউট না?
কারো লাইলে ইনবক্সে নকাইয়েন


যারা সম্পূর্ণ ড্রেস দেখতে চেয়েছিলেন......!
20/09/2025

যারা সম্পূর্ণ ড্রেস দেখতে চেয়েছিলেন......!

একজন আর্টিস্ট এর সার্থকতা কোথায় জানেন?যখন তার আর্ট ক্লাইন্ট এর পছন্দ হয়।ক্লাইন্ট খুশি হলেই আর্টিস্ট খুশি।যাগ্গে!এই ড্র...
19/09/2025

একজন আর্টিস্ট এর সার্থকতা কোথায় জানেন?
যখন তার আর্ট ক্লাইন্ট এর পছন্দ হয়।
ক্লাইন্ট খুশি হলেই আর্টিস্ট খুশি।
যাগ্গে!
এই ড্রেসটা মেকিং এর সময় ই নিয়ত করেছিলাম যে এটার রিভিউ শেয়ার করবো, ক্লাইন্ট অত্যধিক আইলসা হলে গলায় 🔪 ধরে হলেও রিভিউ কালেক্ট করবো কিন্তু ক্লাইন্ট আমার অনেক কিউট, সেই পর্যায়ে আর যেতে হয়নি 🥱


#তাখলীক্বাত

Address

Laukhola
Mymensingh
8010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takhleqaat - তাখলীক্বাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Takhleqaat - তাখলীক্বাত:

Share