M Fokrul Islam - এম ফখরুল ইসলাম

M Fokrul Islam - এম ফখরুল ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M Fokrul Islam - এম ফখরুল ইসলাম, Video Creator, Mymensingh.

🔸রাস্তা সম্পর্কে কিছু কথা জেনে নিন__রাস্তা মানুষের مشترك সম্পদ (مشتركة حق), অর্থাৎ এটি সবার জন্য। ইসলাম রাস্তার প্রতি সম...
30/09/2025

🔸রাস্তা সম্পর্কে কিছু কথা জেনে নিন__

রাস্তা মানুষের مشترك সম্পদ (مشتركة حق), অর্থাৎ এটি সবার জন্য। ইসলাম রাস্তার প্রতি সম্মান প্রদর্শন করতে, রাস্তা পরিষ্কার রাখতে এবং কাউকে কষ্ট না দিতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে।

🔹 রাস্তা বন্ধ করা বা কষ্ট দেওয়া সম্পর্কে হাদীস:
রসূলুল্লাহ ﷺ বলেছেন —

> "ইমানের শাখা অনেকগুলো। তার মধ্যে একটি হচ্ছে — রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।"
📚 (সহীহ মুসলিম – 35)

➡ অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা হলো সওয়াবের কাজ।
তাহলে উল্টো করে কেউ যদি রাস্তার উপর ধান লাড়া, গরু বাধা, বা বস্তু ফেলে রাখে, যার কারণে পথচারী কষ্ট পায় —
এটা হবে গুনাহ ও নিষিদ্ধ কাজ।

🔹 অন্য হাদীসে এসেছে:

> "যে ব্যক্তি রাস্তায় এমন কিছু রাখে, যা দ্বারা মুসলিম ভাই কষ্ট পায়, সে লা'নতপ্রাপ্ত।"
📚 (মুস্তাদরাক হাকিম, হাদীস: ১১৯)

🔹 ইসলামী ফিকহ অনুযায়ী:
রাস্তা বন্ধ করে রাখা, বা এমন কিছু রাখা যা চলাচলে বাধা সৃষ্টি করে —
➡ হারাম (নিষিদ্ধ)
➡ এবং এর কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে, সে ক্ষতির দায়দায়িত্ব ঐ ব্যক্তির উপর পড়বে।

📘 ফিকহুল ইসলাম (যুহাইলি):

> "সাধারণ রাস্তা বা পথ বন্ধ করা, এমনকি অল্প সময়ের জন্য হলেও, যদি অন্যদের কষ্ট হয়, তা গুনাহ এবং অবৈধ।"

---

🔹 রাস্তার উপর ধান লাড়া, গরু বাধা, ইট-পাথর রাখা বা বাজার বসানো —
➡ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে,
➡ তাই এটি ইসলামে নিষিদ্ধ ও গুনাহের কাজ।
বরং রাস্তা পরিষ্কার রাখা ও কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা হলো সদকা ও ইমানের অংশ।

🤍🌿
28/09/2025

🤍🌿

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছ...
24/09/2025

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে, আবার তার বিরুদ্ধে উত্তর প্রদেশ সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন।

বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন।

উত্তরাখণ্ডের কাশীপুরে রবিবার 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে মিছিল করার সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ থেকে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ✊

• স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোট রেখে পানি পান করে সেই স্থানে ঠোট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম, ৫৭৯)• স্ত্রীর সাথে চ...
23/09/2025

• স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোট রেখে পানি পান করে সেই স্থানে ঠোট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম, ৫৭৯)
• স্ত্রীর সাথে চুল আঁচড়ে নেয়া সুন্নাত। আয়েশা (রা.) রাসূল ﷺ এর চুল আঁচড়ে দিতেন। (বুখারী ২৯৫, মুসলিম ৫৭১)
• স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাত। আয়েশা (রা.)-এর সাথে এবং কখনো মাইমুনা (রা.)-এর সাথে রাসূল ﷺ পবিত্রতার গোসল করতেন (মুসলিম ৬২০, নাসাঈ ৩৮০)
• স্ত্রীর ব্যাবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। রাসূল ﷺ যখন মৃত্যু সজ্জায়, তখন রাসূল ﷺ আয়েশা (রা.)-এর কোলে শুয়ে ছিলেন এবং রাসূল ﷺ বার বার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু রাসূল ﷺ এতোটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না, তাই আয়েশা (রা.) মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল ﷺ ঐ মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। হাদীসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। (বুখারী, ৫২২৬)

• স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। রাসূল ﷺ আয়েশা (রা.) সবার সেরা, এবং খাদিজা (রা.)-এর ভালোবাসার প্রশংসা করতেন। (বুখারী ৫২২৯, ৩৪১১)
• স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত। রাসূল ﷺ এবং আয়েশা (রা.) রাত্রীতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন। (ইবনে মাজাহ ১৯৭৯,আবু দাঊদ ২৫৭৮)
• স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। আয়েশা (রা.) হাড় যুক্ত গোশত খাওয়ার পর রাসূল ﷺ আয়েশা (রা.) এর খাওয়া হাড় চুষে খেতেন। (মুসলিম, ৫৭৯)
• স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল ﷺ লটারী করতেন, যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারী, ২৫৯৩)
• শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। (তিরমিযি, ১০৯৩)
• স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। রাসূল ﷺ আয়েশা (রা.) কে হূমায়রা বলে ডাকতেন।
• স্ত্রী কে কখনো মারধর না করা সুন্নাত। রাসূল ﷺ কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না, এবং স্ত্রীদের ও মার ধর করতেন না। (বুখারী। ৫২০৪, বুখারী ৬১২৬)
• স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলায়ত করা সুন্নাত। (বুখারী, ২৯৭)
• স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারী, ৬৭৬)
• হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারী, ৩০০)
• স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাত। এবং (রা.) বলেন স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয়, এবং তার প্রতিদান রয়েছে। (আবু দাঊদ, ২৮৬৪)

• স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। রাসূল ﷺ বলেন আয়েশা তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি, আয়েশা (রা.) বলেন হে আল্লাহর রাসূল কিভাবে বোঝেন আপনি? রাসূল ﷺ বলেন তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো "হে ঈবরাহিম (আ.)-এর প্রভু" আল্লাহ কে এভাবে ডাকো, আর যখন খোশ মেজাজে থাকো তখন বলো, ("হে মুহাম্মদ ﷺ এর প্রভু" আল্লাহ কে এভাবে ডাকো। (বুখারী, ৫২২৮)
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম।” [তিরমিযী, ১১৬২; হাদীস সহীহ, সিলসিলাহ ছহীহাহ, ২৮৪]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !

আজ ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পৃথক পৃথক ব...
21/09/2025

আজ ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পৃথক পৃথক বিবৃতির মাধ্যমে এ তিন দেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে।

অধিপত্যবাদ ও শক্তির জোরে ফিলিস্তিনকে ইতিহাস থেকে মুছে ফেলার যে ভয়ংকর পরিকল্পনা চালানো হচ্ছে, তা কখনো সফল হবে না। ইসরায়েলের এই অন্যায় ও নিষ্ঠুরতা একদিন অবধারিতভাবেই চূড়ান্ত পরিণতির মুখোমুখি হবে—ইনশাআল্লাহ।

যেখানেই থাকো আল্লাহকে ভয় কর___হাদীস:عَنْ أَبِي ذَرٍّ جُنْدُبِ بْنِ جُنَادَةَ، وَأَبِي عَبْدِ الرَّحْمٰنِ مُعَاذِ بْنِ جَ...
17/09/2025

যেখানেই থাকো আল্লাহকে ভয় কর___

হাদীস:

عَنْ أَبِي ذَرٍّ جُنْدُبِ بْنِ جُنَادَةَ، وَأَبِي عَبْدِ الرَّحْمٰنِ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَا: قَالَ رَسُولُ اللهِ ﷺ:
«اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»
— رواه الترمذي وقال: حديث حسن.

বাংলা অর্থ:
আবূ যার জুন্দুব ইবনে জুনাদা ও আবূ আবদুর রহমান মু’আয ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, আর কোনো মন্দ কাজ করলে তার পরপরই একটি সৎকাজ করো, সেটি মন্দকে মুছে দেবে। আর মানুষের সাথে উত্তম চরিত্রে মিশো।”
(তিরমিযী, হাদীস নং ১৯৮৭)

14/09/2025

اللَّهُمَ قَنِّعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لي فِيهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِي بِخَيْرٍ.

অর্থ: হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে আমাকে সন্তুষ্ট করুন, এবং তাতে আমাকে রহমত দান করুন, এবং আমাকে সকল কল্যাণ দান করুন।

ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ূম।তার এই সাফল্য শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।গঠনমূলক নেতৃত্বে তিনি হো...
10/09/2025

ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ূম।
তার এই সাফল্য শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
গঠনমূলক নেতৃত্বে তিনি হোক নতুন দৃষ্টান্ত,
তারুণ্যের স্বপ্ন পূরণে এগিয়ে যাক এই যাত্রা।

অভিনন্দন আপনাকে!

আহ্__মৃত্যু কখনো বলে আসেনা।
09/09/2025

আহ্__
মৃত্যু কখনো বলে আসেনা।

09/09/2025

সাদিক কায়িম কে শুভ অভিনন্দন 🌿🤍

Address

Mymensingh

Telephone

+8801869377999

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Fokrul Islam - এম ফখরুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category