07/07/2025
🟢 যে ব্যক্তি সহজে জান্নাতে যাবে – তার কিছু গুণ উল্লেখ করা হলো।
---
১. তাওহীদের উপর মৃত্যু
📜 হাদীস:
> قال رسول الله ﷺ:
«مَنْ كَانَ آخِرُ كَلامِهِ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ»
❖ "যে ব্যক্তির শেষ কথা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হবে, সে জান্নাতে প্রবেশ করবে।"
📚 সহীহ البخاري: ৬৪৩১
---
২. যে ব্যক্তি অহংকার করে না
📜 হাদীস:
> قال رسول الله ﷺ:
«لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ»
❖ "যার অন্তরে একটি সরিষা দানার সমান অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।"
📚 صحيح مسلم: ৯১
---
৩. ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী
📜 হাদীস:
> قال رسول الله ﷺ:
«مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ الْفَرِيضَةِ، إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»
❖ "যে ব্যক্তি ফরজ নামাজের বাইরে দিনে-রাতে ১২ রাকাত নফল সালাত আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন।"
📚 صحيح مسلم: ৭২৮
---
৪. যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না
📜 হাদীস:
> قال رسول الله ﷺ:
«المسلم من سلم المسلمون من لسانه ويده»
❖ "সেই ব্যক্তি মুসলিম, যার হাত ও জিহ্বা থেকে অন্যান্য মুসলিম নিরাপদ থাকে।"
📚 صحيح البخاري: ১০
---
৫. সহজ-সরল স্বভাবের ব্যক্তি
📜 হাদীস:
> قال النبي ﷺ:
«أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»
❖ “আমি কি তোমাদের জান্নাতিদের কথা বলব? তারা সেই সব দুর্বল ও নম্র স্বভাবের মানুষ...”
📚 صحيح البخاري: ৪৭৯১, مسلم: ২৮৫৩
---
৬. ক্ষমাশীল ও সদয় ব্যক্তি
📜 কুরআন:
> وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
❖ "তোমরা তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি পছন্দ করো না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন?"
📚 সূরা আন্-নূর: আয়াত ২২
---
৭. আয়াতুল কুরসী নিয়মিত পাঠকারী
📜 হাদীস:
> قال رسول الله ﷺ:
«من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت»
❖ "যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই বাধা নয়।"
📚 رواه النسائي، وصححه الألباني
---
🔸 সংক্ষেপে বলা যায়।
যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর একত্ববাদে বিশ্বাস রেখে নম্রতা, ক্ষমা, দয়া ও নামাজের উপর অটল থাকে – সে সহজেই জান্নাতে যাবে ইন শা আল্লাহ!