29/10/2025
দীর্ঘ সময় পর আলাদা করে মুখ ফুটে ভালোবাসি বলতে হয় না। ভালোবাসা প্রকাশিত হয় আপনাআপনি।
কখনো ভালোবাসা মানে আপনি সারারাত বাচ্চাকে নিয়ে জেগে থাকলে সকালে আপনার ঘুম না ভাঙিয়ে কাজে চলে যাওয়া। কখনো বা খাবারটা আপনার পছন্দ বলে নিজের পাত থেকে তুলে আপনার প্লেটে দিয়ে দেওয়া। অসহ্য গরমে রান্না করার পরে সেটার ভুলত্রুটিগুলো মুখ বুজে মেনে নেওয়া। না বলতেই বুঝে ফেলা কখন আপনার একটু আরামের প্রয়োজন! দীর্ঘক্ষণ ধরে অপ্রয়োজনে বাইরে না থাকা এবং কোনো কোনো দিন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনার পরামর্শ চাওয়া।
আমার কাছে ভালোবাসা মানে গোপনীয় কিছু নয়, কেবলমাত্র চার দেয়ালের মাঝে করা সুন্দর আচরনও না। ভালোবাসা মানে প্রকাশ্য সম্মান। রোজ শাড়ি পড়ে সেজেগুজে থাকার পর ভালোবাসি শোনার চেয়েও মেয়েরা পছন্দ করবে আপনি তার প্রতি কোমল হলে। বিবাদ হলে দ্রুতসম্ভব মান ভাঙালে, উঁচুস্বরে কথা না বললে।
মেয়েদের কাছে প্রেমিক মানে বৃষ্টিতে ভেজা, বেলী ফুল, চায়না গোলাপ কিংবা হাসনাহেনার সুবাস না। নিঃসন্দেহে ওগুলোতে সবাই খুশি হয়। তবে প্রেম মানে দুনিয়ার কারো কখনো স্পর্ধাই হবেনা তোমার সামনে তাকে দুচারটা কথা শোনানো, অসম্মান করার।
তুমি প্রেমিক, তুমি স্বামী-স্ত্রীর কাছে অনেক বেশি শখের না বরং দায়িত্বশীল হও! দায়িত্বশীল!!
কালেক্টেড: আশফিকা নওশিন