28/11/2025
আমার বিয়ে হয়েছে ৩ মাস আর ডাক্তার বলল আমার বউয়ের পেটের বাচ্চার বয়স ও ৩ মাস +চলে। 💔
আমি একজন সৌদি প্রবাসী। আমার বয়স এখন ৩৬- বছর , দীর্ঘ ১০ বছর পর আমি বাংলাদেশের মাটিতে পা রাখি, তবে আমি একবারে চলে আসি, আমার চিন্তা ভাবনা আর বিদেশের মাটিতে পা রাখবো না,
বিয়ে করে , দেশে কিছু একটা করে খাব। চিন্তা ভাবনা করে আসছি ছোটখাট একটা বিজনেস করবো।
যেমন কথা তেমন কাজ শুরু করলাম ছোটখাট একটা কাপড়ের বিজনেস। তারপর পরিবারের সবাই এবং আমি নিজেও চেয়েছিলাম বিয়ে করতে, অনেক মেয়ে দেখেছি কোন মেয়েকে পছন্দ হয়নি, যত মেয়ে দেখি, কোন না কোন একটা অমিল থেকেই যায়।
শেষে মেয়ে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম!বয়স তো কম হলো না লোকজনও বাজে মন্তব্য করে। তাই শেষবারের মতো একটি মেয়ে দেখতে গেলাম, মেয়ের বয়স ১৮+, মেয়েটা শ্যাম বর্ণ রঙের, এমনিতে সহজ সরল মনে হয়েছে।অনেক মেয়ে দেখেছি আমার একটাও পছন্দ হয়নি,,, কিন্তু একে দেখে কিছুটা ভালো লাগলো !
পরিবারের সম্বন্ধ নিয়ে তার সাথে আমার বিবাহ হয়।
মেয়ের বাড়ি থেকে কোন কিছুই নেইনি, আমার যতটুক সামর্থ্য সবকিছু দিয়ে এনেছি। ছোটখাটো একটা অনুষ্ঠান করে আমাদের বিয়ে হয়,,,,
বিয়ের অনুষ্ঠান শেষ সবাই যার যার বাড়িতে চলে যায়।
বিয়ের দিন রাতে আমরা একসাথেই থাকি।
বিয়ের তিন মাসের মাথায়, জানতে পারি আমার স্ত্রী অ-ন্তঃ-সত্ত্বা। আমি খুব খুশি হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাকে জানান আমার স্ত্রী তিন মাসের অ-ন্তঃ-সত্ত্বা।।।
বাসায় ফেরার পর বিষয়টা সবাইকে জানাই, প্রথমে আমি হাসি খুশি ছিলাম! কারণ আমি প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছি!
এখানে হচ্ছে সমস্যা, আমার বড় ভাবি এবং আমার পরিবারের মানুষজনের মধ্যে একটা সন্দেহ,, সবাই বলছে এই বাচ্চাটা আমার না, কারণ বিয়ে হয়েছে এখনো পুরোপুরি তিনমাস হয়নি তিন মাসের বাচ্চা কিভাবে পেটে আসে?
আমার বড় ভাবি সবাইকে ফোন দিয়ে দিয়ে জানাতে শুরু করে এবং সবার মনে সন্দেহ তৈরি করে।
সবাই এটা নিয়ে ভীষণভাবে ভাবতে শুরু করলো
এবং আমাকেও সবাই বিষয়টা জানালো। আমিও তাদের কথা শুনে বেশ হতাশ হয়ে পড়লাম।
আমি বিশ্বাস করি এই সন্তানটা আমার, কিন্তু তারা সবাই আমার স্ত্রীকে কিছু প্রশ্ন করে ব্যক্তিগত, আমার স্ত্রী তার সঠিক উত্তর দিতে পারেনি, তার কিছু অলো মেলো কথার কারনে বলছে এই সন্তানটা আমার নয়।🥲
এই মুহূর্তে এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না।
কার কথা বিশ্বাস করব এখন আমার কি করা উচিত??
Follow: Risha's World