Risha's World

Risha's World Welcome to my official page. Here you will get latest updates about me and others.
(1)

২০২৫ সালের প্রায় ১১ মাস শেষ, নভেম্বরও দেখতে দেখতে বিদায় নিলো। মির্জা গালিব ঠিকই বলতেন,         "জীবন বড়ই বিচিত্র, সন্ধা ...
29/11/2025

২০২৫ সালের প্রায় ১১ মাস শেষ, নভেম্বরও দেখতে দেখতে বিদায় নিলো।
মির্জা গালিব ঠিকই বলতেন,
"জীবন বড়ই বিচিত্র, সন্ধা কাটে না
অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে!"❤️

29/11/2025

স্বপ্ন পূরণ করতে প্রায় পুরুষই গাধার মত পরিশ্রম করে😢

জীবনে সুন্দর করে বাঁচুন, পরের প্রজন্মকে সুন্দর করে বাঁচতে দিন।
29/11/2025

জীবনে সুন্দর করে বাঁচুন, পরের প্রজন্মকে সুন্দর করে বাঁচতে দিন।

"চাঁদের আলোয় দাঁড়িয়ে এক ছোট্ট মন, আর তার বুকের কাছে সেই বই। যা অন্ধকারকে আলোতে বদলে দেয়।"    ❤️ইনশাআল্লাহ❤️
28/11/2025

"চাঁদের আলোয় দাঁড়িয়ে এক ছোট্ট মন, আর তার বুকের কাছে সেই বই। যা অন্ধকারকে আলোতে বদলে দেয়।"
❤️ইনশাআল্লাহ❤️

"এই চোঁখের পানিতে শুধু কষ্ট নেই, আছে কোরআনের প্রতি এমন ভালোবাসা যা আল্লাহ কখনও অপচয় করেন না।"  ❤️ইনশাআল্লাহ❤️
28/11/2025

"এই চোঁখের পানিতে শুধু কষ্ট নেই, আছে কোরআনের প্রতি এমন ভালোবাসা যা আল্লাহ কখনও অপচয় করেন না।"
❤️ইনশাআল্লাহ❤️

28/11/2025

লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত পরিকল্পনা গোপন রাখবেন, কারণ বদনজর সত্য।

আমার বিয়ে হয়েছে ৩ মাস আর ডাক্তার বলল আমার বউয়ের পেটের বাচ্চার বয়স ও ৩ মাস +চলে। 💔আমি একজন সৌদি প্রবাসী। আমার বয়স এখন...
28/11/2025

আমার বিয়ে হয়েছে ৩ মাস আর ডাক্তার বলল আমার বউয়ের পেটের বাচ্চার বয়স ও ৩ মাস +চলে। 💔
আমি একজন সৌদি প্রবাসী। আমার বয়স এখন ৩৬- বছর , দীর্ঘ ১০ বছর পর আমি বাংলাদেশের মাটিতে পা রাখি, তবে আমি একবারে চলে আসি, আমার চিন্তা ভাবনা আর বিদেশের মাটিতে পা রাখবো না,
বিয়ে করে , দেশে কিছু একটা করে খাব। চিন্তা ভাবনা করে আসছি ছোটখাট একটা বিজনেস করবো।

যেমন কথা তেমন কাজ শুরু করলাম ছোটখাট একটা কাপড়ের বিজনেস। তারপর পরিবারের সবাই এবং আমি নিজেও চেয়েছিলাম বিয়ে করতে, অনেক মেয়ে দেখেছি কোন মেয়েকে পছন্দ হয়নি, যত মেয়ে দেখি, কোন না কোন একটা অমিল থেকেই যায়।

শেষে মেয়ে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম!বয়স তো কম হলো না লোকজনও বাজে মন্তব্য করে। তাই শেষবারের মতো একটি মেয়ে দেখতে গেলাম, মেয়ের বয়স ১৮+, মেয়েটা শ্যাম বর্ণ রঙের, এমনিতে সহজ সরল মনে হয়েছে।অনেক মেয়ে দেখেছি আমার একটাও পছন্দ হয়নি,,, কিন্তু একে দেখে কিছুটা ভালো লাগলো !

পরিবারের সম্বন্ধ নিয়ে তার সাথে আমার বিবাহ হয়।
মেয়ের বাড়ি থেকে কোন কিছুই নেইনি, আমার যতটুক সামর্থ্য সবকিছু দিয়ে এনেছি। ছোটখাটো একটা অনুষ্ঠান করে আমাদের বিয়ে হয়,,,,

বিয়ের অনুষ্ঠান শেষ সবাই যার যার বাড়িতে চলে যায়।
বিয়ের দিন রাতে আমরা একসাথেই থাকি।

বিয়ের তিন মাসের মাথায়, জানতে পারি আমার স্ত্রী অ-ন্তঃ-সত্ত্বা। আমি খুব খুশি হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাকে জানান আমার স্ত্রী তিন মাসের অ-ন্তঃ-সত্ত্বা।।।

বাসায় ফেরার পর বিষয়টা সবাইকে জানাই, প্রথমে আমি হাসি খুশি ছিলাম! কারণ আমি প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছি!

এখানে হচ্ছে সমস্যা, আমার বড় ভাবি এবং আমার পরিবারের মানুষজনের মধ্যে একটা সন্দেহ,, সবাই বলছে এই বাচ্চাটা আমার না, কারণ বিয়ে হয়েছে এখনো পুরোপুরি তিনমাস হয়নি তিন মাসের বাচ্চা কিভাবে পেটে আসে?

আমার বড় ভাবি সবাইকে ফোন দিয়ে দিয়ে জানাতে শুরু করে এবং সবার মনে সন্দেহ তৈরি করে।

সবাই এটা নিয়ে ভীষণভাবে ভাবতে শুরু করলো
এবং আমাকেও সবাই বিষয়টা জানালো। আমিও তাদের কথা শুনে বেশ হতাশ হয়ে পড়লাম।

আমি বিশ্বাস করি এই সন্তানটা আমার, কিন্তু তারা সবাই আমার স্ত্রীকে কিছু প্রশ্ন করে ব্যক্তিগত, আমার স্ত্রী তার সঠিক উত্তর দিতে পারেনি, তার কিছু অলো মেলো কথার কারনে বলছে এই সন্তানটা আমার নয়।🥲

এই মুহূর্তে এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না।
কার কথা বিশ্বাস করব এখন আমার কি করা উচিত??

Follow: Risha's World

28/11/2025

অসৎ লোকের ইবাদতের চেয়ে সৎ লোকের নিদ্রা অনেক ভালো।

27/11/2025

১৩ ঘন্টায় ৩ বার ভূমি*ক*ম্প, কি হচ্ছে আমাদের দেশে!

আজ ভোর ৪ টার পর থেকে আমার কাছে এই নাম্বার গুলো থেকে কল আসে। প্রথম কলটাই আমি ধরে ফেলি। অপর প্রান্ত থেকে কোনো কথার শব্দ আস...
27/11/2025

আজ ভোর ৪ টার পর থেকে আমার কাছে এই নাম্বার গুলো থেকে কল আসে। প্রথম কলটাই আমি ধরে ফেলি। অপর প্রান্ত থেকে কোনো কথার শব্দ আসে না কিন্তু কেমন যেন একটা ফিসফিস আওয়াজ আসছিলো, মনে হচ্ছিলো কেউ কিছু পড়ছে। নাম্বারগুলো অদ্ভুত। তারপর আমার হঠাৎ করে মনে পড়ে গেলো সেই চ*ক্রের কথা যারা রাত ১২ টার পর ফোন করে ফোনের মাধ্যমে কা*লোজা*দু করে। আমি তাড়াতাড়ি কল কেটে দিলাম। তারপরও বারবার এই নাম্বারগুলো থেকে কল আসতেই থাকে। আমি আর কল রিসিভ না করে বারবার কেটে দিয়েছি। ব্যাপারটা আমার আগে থেকেই জানা ছিলো বলে হয়তো আজকে বেঁচে গেলাম (আলহামদুলিল্লাহ)।

আপুরা/ ভাইয়ারা যারা এই বিষয়ে ভালো করে জানেন তারা আমাকে অবশ্যই জানাবেন, এই নাম্বার গুলো সেই চ*ক্রের কিনা সেটাও মন্তব্য করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে সবাই সতর্ক থাকে।

ফেসবুকে ৫ মিনিটে রান্না করা দেখে জামাই আমাকে বিয়ে করেছিল, কিন্তু সত্যি তো এটাই ৫ঘন্টায়ও আমার রান্না শেষ হয় না। তাই ফে...
26/11/2025

ফেসবুকে ৫ মিনিটে রান্না করা দেখে জামাই আমাকে বিয়ে করেছিল, কিন্তু সত্যি তো এটাই ৫ঘন্টায়ও আমার রান্না শেষ হয় না। তাই ফেসবুকে কোন কিছু দেখে বিশ্বাস কিংবা লোভ করা ঠিক না।🙄🙄
ধন্যবাদ😬

Address

Mymensingh

Telephone

+8801959789171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Risha's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Risha's World:

Share

Category