Risha's World

Risha's World Welcome to my official page. Here you will get latest updates about me and others.
(1)

আমি এখনো ঠিক তেমনি আছি। ২০০৫ সালে ছোট ছোট পায়ে আমি খুব ভোরে ফুল কুড়াতে যেতাম পাশের বাসায়। এখনো আমি ফুল কুড়াতে যাই সেই পা...
01/11/2025

আমি এখনো ঠিক তেমনি আছি। ২০০৫ সালে ছোট ছোট পায়ে আমি খুব ভোরে ফুল কুড়াতে যেতাম পাশের বাসায়।
এখনো আমি ফুল কুড়াতে যাই সেই পাশের বাসায়। আমি সারাজীবন এমনি থাকবো। 🤭
একদিন ফুল কুড়াতে কুড়াতে তোমাকেও কুড়িয়ে নিবো।🫣❤️

অমানুষগুলোও দেখতে ঠিক মানুষের মতোই।শুধু তাদের কথার ধরণে বুঝতে হবে যে সে অমানুষ 😊তাছাড়া চেহারা দেখে বুঝার উপায় নেই সে যে ...
30/10/2025

অমানুষগুলোও দেখতে ঠিক মানুষের মতোই।
শুধু তাদের কথার ধরণে বুঝতে হবে যে সে অমানুষ 😊
তাছাড়া চেহারা দেখে বুঝার উপায় নেই সে যে অমানুষ।

দীর্ঘ সময় পর আলাদা করে মুখ ফুটে ভালোবাসি বলতে হয় না। ভালোবাসা প্রকাশিত হয় আপনাআপনি। কখনো ভালোবাসা মানে আপনি সারারাত ...
29/10/2025

দীর্ঘ সময় পর আলাদা করে মুখ ফুটে ভালোবাসি বলতে হয় না। ভালোবাসা প্রকাশিত হয় আপনাআপনি।
কখনো ভালোবাসা মানে আপনি সারারাত বাচ্চাকে নিয়ে জেগে থাকলে সকালে আপনার ঘুম না ভাঙিয়ে কাজে চলে যাওয়া। কখনো বা খাবারটা আপনার পছন্দ বলে নিজের পাত থেকে তুলে আপনার প্লেটে দিয়ে দেওয়া। অসহ্য গরমে রান্না করার পরে সেটার ভুলত্রুটিগুলো মুখ বুজে মেনে নেওয়া। না বলতেই বুঝে ফেলা কখন আপনার একটু আরামের প্রয়োজন! দীর্ঘক্ষণ ধরে অপ্রয়োজনে বাইরে না থাকা এবং কোনো কোনো দিন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনার পরামর্শ চাওয়া।

আমার কাছে ভালোবাসা মানে গোপনীয় কিছু নয়, কেবলমাত্র চার দেয়ালের মাঝে করা সুন্দর আচরনও না। ভালোবাসা মানে প্রকাশ‍্য সম্মান। রোজ শাড়ি পড়ে সেজেগুজে থাকার পর ভালোবাসি শোনার চেয়েও মেয়েরা পছন্দ করবে আপনি তার প্রতি কোমল হলে। বিবাদ হলে দ্রুতসম্ভব মান ভাঙালে, উঁচুস্বরে কথা না বললে।

মেয়েদের কাছে প্রেমিক মানে বৃষ্টিতে ভেজা, বেলী ফুল, চায়না গোলাপ কিংবা হাসনাহেনার সুবাস না। নিঃসন্দেহে ওগুলোতে সবাই খুশি হয়। তবে প্রেম মানে দুনিয়ার কারো কখনো স্পর্ধাই হবেনা তোমার সামনে তাকে দুচারটা কথা শোনানো, অসম্মান করার।

তুমি প্রেমিক, তুমি স্বামী-স্ত্রীর কাছে অনেক বেশি শখের না বরং দায়িত্বশীল হও! দায়িত্বশীল!!

কালেক্টেড: আশফিকা নওশিন

28/10/2025

বউ পোলাপানকে নিজে ইনকাম করে খাওয়াইতে পারে না। কাপুরুষের মতো বউয়ের খেয়ে বউয়ের গায়ে হাতও দেয়,
হাজার হাজার ঘটনার মাঝে ক্রিম আপার ঘটনাটা কষ্ট দিলো...

সত্যিটা কখনো লুকিয়ে রাখা যায় না। ২৯ টা বছর মানুষ ভুল জেনেছে আজ সবাই সত্যিটা জানে। এমডি ইকবালের সাথে কি আপনি একমত?
25/10/2025

সত্যিটা কখনো লুকিয়ে রাখা যায় না। ২৯ টা বছর মানুষ ভুল জেনেছে আজ সবাই সত্যিটা জানে। এমডি ইকবালের সাথে কি আপনি একমত?

25/10/2025

ওই সময়ের ১২ লাখ মানে এখন আড়াই কোটি টাকার বেশি ! এই টাকা দিয়া এখনও যে কাউকেই ফালাইয়া দেয়া যায় ভাই !

16/10/2025

মুমিনুন্নিসা অন ফায়ার🔥
জিপিএ ফাইভ ৫২৬💥

07/10/2025

ইঁদুরের কাছে বাঘের চেয়ে বিড়াল বেশি ভয়ংকর। কারণ ইঁদুর কখনো বাঘ দেখেনি সে দেখেছে বিড়ালের শক্তি।

07/10/2025

কখনো দায়িত্ব নিতে পিছপা হবেন না।
যত বড় দায়িত্ব নেবেন তত বড় সুযোগ আপনার জন্যে তৈরি হবে। 🖤

05/10/2025

সাম্প্রতিক সময়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

ইতিপূর্বে একই বিশ্ববিদ্যালয়ে, হাদিসের উদাহরণ দেয়ার কারণে শিক্ষকের বহিষ্কার দেখেছে গোটা দেশ! এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা প্রবাহ নয় বরং কাঠামোগত ইসলাম বি* দ্বে *ষের উদাহরণ।

কেউ মানসিক ভারসাম্যহীন হলে, মানসিক হাসপাতালে যাবে। অথবা যাবে রিহ‍্যাব সেন্টারে। সে বিশ্ববিদ্যালয়ে কেন?

দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দা * ঙ্গা-হা*ঙ্গামা লাগাতে চাচ্ছে কি না— সেটাও খতিয়ে দেখতে হবে। এটা দেশকে অশান্ত করার একটি নীলনকশার অংশও হতে পারে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো। কুরআন এসেছে গোটা মানবজাতির হেদায়েত হিসেবে। কোন ধর্মগ্রন্থের অবমাননাই আমরা বরদাশত করব না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত পবিত্র কুরআন অবমাননাকারী এই নরাধমকে অনতিবিলম্বে বহিষ্কার করা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই কু * লাঙ্গা *রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই; যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর স্পর্ধা না দেখায়।

প্রতিবাদ কর্মসূচী ছাড়াও, আগামী এক মাস নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত কর্মসূচী, কুরআন স্টাডি সার্কেল, কুরআনের অনুবাদ ও তাফসির বিতরণ কর্মসূচী পালন করা যেতে পারে।

আমাদের প্রতিবাদ কেবল ঘৃণায় নয়, দায়িত্বশীলতায় হোক। ইসলাম বি * দ্বে *ষের প্রতিটি পদক্ষেপে আমরা ইসলামের সুমহান আদর্শকে সর্বত্র ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।

তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর জ‍্যোতিকে নিভিয়ে দিতে চায়। অথচ আল্লাহর ফায়সালা হলো— তিনি তাঁর জ‍্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন। অবিশ্বাসীদের কাছে তা যতোই অসহনীয় হোক না কেন। [সূরা আস সফ: ৮]

Mizanur Rahman Azhari

02/10/2025

বিশ্বের ১ নাম্বার ধনী তারকা এখন শাহরুখ খান, সম্পদের দিক থেকে হলিউড অভিনেতা টম ক্রুজ ও টেইলর সুইফটকে ছাড়িয়ে গেলেন!

বাংলা একাডেমি নিজেই বানানরীতি মানে না। এটা প্রমাণিত। নিয়ম: বিদেশি শব্দের বানানে কখনো 'ষ' ব্যবহৃত হয় না। কিন্তু তারা নিজে...
02/10/2025

বাংলা একাডেমি নিজেই বানানরীতি মানে না। এটা প্রমাণিত।
নিয়ম: বিদেশি শব্দের বানানে কখনো 'ষ' ব্যবহৃত হয় না। কিন্তু তারা নিজেরাই ষ ব্যবহার করেছে। 😜
ছবি কার্টেসি: শাওন স্যার।

Address

Mymensingh

Telephone

+8801959789171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Risha's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Risha's World:

Share

Category