ইতিহাসের খেলাফত

ইতিহাসের খেলাফত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইতিহাসের খেলাফত, Video Creator, Bahenga , mugoltula , Muktagachha, Mymensingh.

তুর্কী ঐতিহাসিক সিরিজগুলি দেখতে জয়েন্ট হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ❤️👇
🎇 লিংক:- https://t.me/Itihaserkhelaphat

হিস্টোরিকাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-৪  লিংক প্রথম কমেন্ট
27/08/2025

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-৪ লিংক প্রথম কমেন্ট

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-৩ লিঙ্ক কমেন্ট বক্সে।
26/08/2025

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-৩ লিঙ্ক কমেন্ট বক্সে।

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-২ লিঙ্ক কমেন্ট বক্সে।
25/08/2025

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-২ লিঙ্ক কমেন্ট বক্সে।

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-১ লিঙ্ক কমেন্ট বক্সে।
23/08/2025

কুরুলুস উসমান বাংলা ডাবিং সিজন-৪ পর্ব-১ লিঙ্ক কমেন্ট বক্সে।

 #ব্রেকিং_নিউজ—⚠️প্রথমেই জানিয়ে দিই — Kuruluş Osman সিজন—০৭ আর আসছে না...!কুরুলুস উসমান এর পরিবর্তে আসছে একদম নতুন অধ্যা...
22/08/2025

#ব্রেকিং_নিউজ—⚠️

প্রথমেই জানিয়ে দিই — Kuruluş Osman সিজন—০৭ আর আসছে না...!

কুরুলুস উসমান এর পরিবর্তে আসছে একদম নতুন অধ্যায়— সুলতান উরহান...!

এবারের গল্পে কেন্দ্রীয় চরিত্র হবেন মহান শাসক "সুলতান উরহান"...!

জনপ্রিয় অভিনেতা অভিনয় করবেন উরহান গাজী'র চরিত্রে...!

—সিরিজটি লিখেছেন নামী লেখক দল — Mehmet Bozdağ, Atilla Engin, Haluk Özen, Betül Özenç এবং Rabia Balcı

⚔️তুর্কী সিরিজের সকল আপডেট পেতে ফলো করুন— ইতিহাসের খেলাফত পেইজটি—✅

Burak Ozcivit (Osman) latest pic 😍🔥
22/08/2025

Burak Ozcivit (Osman) latest pic 😍🔥

✨ "ইতিহাস যখন জীবন্ত হয় পর্দায় – That’s called Technologia ⚔️🔥" ✨অটোম্যান যুগের যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিক্ষেপক থেক...
20/08/2025

✨ "ইতিহাস যখন জীবন্ত হয় পর্দায় – That’s called Technologia ⚔️🔥" ✨

অটোম্যান যুগের যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিক্ষেপক থেকে বিশাল কামান—সবকিছু এত বাস্তবভাবে দেখানো হয়েছে যে মনে হয় ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।
এই সিরিজ শুধু একটা ড্রামা নয়, বরং ইতিহাস আর সামরিক প্রযুক্তির অসাধারণ মিশেল।

ছবিতে জরাজীর্ণ যে দেয়ালটি দেখতে পাচ্ছেন তা কিন্তু যেন তেন কোনো দেয়াল নয়। দুর্ভেদ্য কন্সটান্টিনাপোলের (বর্তনাম ইস্তানবুল)...
19/08/2025

ছবিতে জরাজীর্ণ যে দেয়ালটি দেখতে পাচ্ছেন তা কিন্তু যেন তেন কোনো দেয়াল নয়। দুর্ভেদ্য কন্সটান্টিনাপোলের (বর্তনাম ইস্তানবুল) সেই অজেয় দেয়াল এটি। কন্সটান্টিনোপোল জয়ের পর এই দরজা দিয়েই শহরে প্রবেশ করেছিলেন সুলতান মুহাম্মাদ আল ফাতিহ্।💚

সভ্যতার উত্থান-পতন পরিক্রমায় আজ উসমানীয় সাম্রাজ্য না থাকলেও, ফাতিহ মুহাম্মাদের কামানের গোলায় বিধ্বস্ত হওয়া সেই দেয়ালের ধ্বংসাবশেষ আজও টিকে আছে; একদল মুমিনের অবিস্মরণীয় বিজয়ের সাক্ষী হয়ে।🥰

⚠️ আপডেট তুরগুত আল্প চরিত্রকে সিজন ৭ এ আর কন্টিনিউ করা হবে না। অভিনেতা Cengiz Cuskun কুরুলুস উসমান সিরিজকে বিদায় জানিয়েছ...
18/08/2025

⚠️ আপডেট
তুরগুত আল্প চরিত্রকে সিজন ৭ এ আর কন্টিনিউ করা হবে না। অভিনেতা Cengiz Cuskun কুরুলুস উসমান সিরিজকে বিদায় জানিয়েছেন। তবে কি মাত্র দু-একটা এপিসোডের জন্য কি তাকে আনা হয়েছে? It’s very disappointed!
⏩⏭️কুরুলুস উসমান সিজন ৭ এর সকল আপডেট পেতে ও পুরো সিরিজনটি ফেসবুকে দেখতে ফলো করুন আমাদের ইতিহাসের খেলাফত ফেসবুক পেইজটি

We are waiting for Season 07 😍🔥
17/08/2025

We are waiting for Season 07 😍🔥

১৪৬২ খ্রিস্টাব্দ, বসন্তকালবসফরাসের তীরে দাঁড়িয়ে সুলতান মেহমেদ ফাতিহ দূরদৃষ্টি মেলে তাকিয়ে আছেন।তাঁর মনে ফিরে আসে শৈশবের ...
16/08/2025

১৪৬২ খ্রিস্টাব্দ, বসন্তকাল
বসফরাসের তীরে দাঁড়িয়ে সুলতান মেহমেদ ফাতিহ দূরদৃষ্টি মেলে তাকিয়ে আছেন।
তাঁর মনে ফিরে আসে শৈশবের দিনগুলো—অটোমান প্রাসাদের ভেতর, যেখানে তাঁর সঙ্গী ছিল ভ্লাদ ড্রাকুলা। একই টেবিলে খাবার খাওয়া, একই হাতে তরবারি ধরা—দুজনই ছিলেন প্রাসাদের বন্দি রাজপুত্র, দুই ভিন্ন দেশের সন্তান।

কিন্তু আজ সেই ভ্লাদই হয়ে উঠেছে তাঁর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু।

“হুযুর,” এক উজির এসে খবর দিলেন,
“ভ্লাদ ট্যাক্স দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, আমাদের দূতদের শিরশ্ছেদ করেছে।”

মেহমেদের ঠোঁটে তিক্ত এক হাসি ফুটে উঠল—
“তাহলে এখন আর ভাই নয়… শত্রু।”

---

ওয়ালাকিয়ার অন্ধকার বনভূমি
১৪৬২ সালের জুন মাসের এক রাত।
চাঁদ ঢাকা, জঙ্গল নীরব। হঠাৎই অন্ধকার ভেদ করে মশালের আলো জ্বলে ওঠে। ভ্লাদ ড্রাকুলার যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে অটোমান শিবিরে।
তাদের লক্ষ্য—সুলতান মেহমেদকে হত্যা।

রাতভর যুদ্ধ হয়, তলোয়ারের ঝলক আর আর্তনাদে আকাশ ভরে ওঠে। ইতিহাসে এই হামলাকে বলা হয়—“নাইট অ্যাটাক অব তিরগোভিশতে”।
ভ্লাদ ভেবেছিলেন এই রাতেই তিনি অটোমান সুলতানকে হত্যা করবেন।
কিন্তু ভাগ্য অন্যকিছু লিখেছিল—মেহমেদ প্রাণে বেঁচে যান।

---

টারগোভিশতের পথে অটোমান বাহিনী
পরদিন ভোরে মেহমেদের সৈন্যরা যখন টারগোভিশতের দিকে এগোয়, তখন তাঁদের চোখ আটকে যায় এক ভয়ংকর দৃশ্যে।
মাইলের পর মাইল জুড়ে খুঁটির বন—প্রতিটি খুঁটিতে গাঁথা মানুষের দেহ। ইতিহাসে এ দৃশ্যকে বলা হয় “ফরেস্ট অব দ্য ইমপেলড”।

প্রায় ২০,০০০ মানুষকে (অটোমান সৈন্য, ওয়ালাকিয়ান ও নিরীহ গ্রামবাসী) ভ্লাদ খুঁটিতে গেঁথে রেখেছিল।
একজন জেনারেল চুপচাপ বললেন,
“এ যেন জাহান্নামের দরজা।”

মেহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন—
“সে জানে, যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না… ভয় দিয়েও জয় করা যায়।”

---

শেষ অধ্যায়
ভ্লাদ ড্রাকুলার শাসন ছিল ভয় আর আতঙ্কের ওপর দাঁড়িয়ে। ইউরোপ তাঁকে একদিকে নায়ক ভেবেছিল—কারণ তিনি ওসমানীদের থামিয়েছিলেন। কিন্তু তাঁর নিষ্ঠুরতার কারণে অন্যরা তাঁকে বলেছিল—“দ্য ইমপেলার” (খুঁটিতে গেঁথে হত্যাকারী)।

অবশেষে ভ্লাদ নিজের মিত্রদের বিশ্বাসঘাতকতায় পরাজিত হন। তাঁর মাথা কেটে পাঠানো হয় ইস্তাম্বুলে।
সেখানে অটোমান সুলতান মেহমেদ তাঁর প্রাক্তন শৈশবসঙ্গীর কাটা মাথা দেখেছিলেন—নিঃশব্দে।

আর মেহমেদ?
তিনি ফিরে গেলেন কনস্টান্টিনোপলে—যাকে তিনি সাত বছর আগে জয় করেছিলেন।
এবার তিনি জয়ের জন্য নয়, এক নতুন উপলব্ধির জন্য ইতিহাসে বেঁচে থাকলেন।

“একজন রক্ত দিয়ে রাজত্ব গড়তে চেয়েছিল…
আরেকজন ধৈর্য আর দৃষ্টিভঙ্গি দিয়ে সাম্রাজ্য লিখেছিলেন।”

দিরিলিস আর্তুগ্রুল সিজন ৫ ভলিউম ১৭ বাংলা ডাবিং সহ  লিংক প্রথম কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। পরবর্তী ভলিউমগু...
16/08/2025

দিরিলিস আর্তুগ্রুল সিজন ৫ ভলিউম ১৭ বাংলা ডাবিং সহ লিংক প্রথম কমেন্ট

শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। পরবর্তী ভলিউমগুলি দেখতে জয়েন হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।

Address

Bahenga , Mugoltula , Muktagachha
Mymensingh
2210

Alerts

Be the first to know and let us send you an email when ইতিহাসের খেলাফত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category