03/05/2025
• টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন নারী গ্রেপ্তার :
• (চাবুক এর আঘাতে ভিক্টিম এর এমন অবস্থা হয় যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে!)
• ঢাকার বসুন্ধরার মতো অভিজাত এলাকায় এমন কিছু ঘটছে দীর্ঘদিন থেকে -
একটা বাসায় নিয়ে টাকা দিয়ে নিজের ইচ্ছেতেই গিয়েছিল একজন পুরুষ। উদ্দেশ্য? নারীর হাতে চাবুক খাওয়ার "সেশন"!
• আর সেটা ভিডিও করা হবে, যেন পরে আরও মানুষের সামনে "গর্বের" সাথে শেয়ার করা যায়!
• এইসবকে বলা হয় “ফেমডম সেশন”। যেখানে নারী হয় মালকিন, আর পুরুষ হয় দাস।
টাকা দিয়ে তারা এসব ‘অভিজ্ঞতা’ কিনে নেয়।
সেটা নিয়ে আবার ফেসবুক, টেলিগ্রামসহ নানা জায়গায় ছড়িয়ে দেওয়া হয় ভিডিও!
• একজন সেই ফাঁদে পড়ে থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ গিয়ে দুই নারীকে গ্রেপ্তার করেছে, উদ্ধার করেছে এসব বিকৃত কাজে ব্যবহৃত পোশাক, চাবুক, জুতা আর মোবাইল!
পুলিশ এরেস্ট এর পরেও এমন জঘন্য কাজের সাথে জড়িত-দের ছবি স্পষ্ট করে তোলা হয়নি!
• বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স থেকে অই দুই নারীর ডাটাবেইজ ছবি সংগ্রহ করা হচ্ছে, খুব শিগ্র-ই তাদের মা বাবার নাম সহ ছবি/ডাটাবেইজ/ঠিকানা সহ এক্সপোজ করা হবে।
আদালতে উক্ত নারী-দের কর্মকান্ডের প্রমাণ হওয়ার জন্য তাদের সোশ্যাল মিডিয়া দেওয়া হচ্ছে না! অতিরিক্ত রিপোর্ট এর কারনে কর্মকান্ডের প্রমাণ গুলো মুছে যেতে পারে! তাই কেউ অতি উৎসাহী হয়ে অভিযুক্ত সোশ্যাল প্লাটফর্ম গুলোতে রিপোর্ট করবেন না।
প্রশ্ন :
সমাজ কোন পথে যাচ্ছে? এখন থেকেই এদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে পরবর্তী জেনারেশন নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে হাটবে। ©