আল মদিনা নিউজ - Al Madina News

আল মদিনা নিউজ - Al Madina News পরিচালকঃ
মুহাম্মদ মুশাররফ হুসাইন
যোগাযোগঃ 01882986022

20/05/2025

এর সাথে আল জামিয়াতুল আহলিয়া মিফতাহুল উলুম মাওনা – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 8 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

20/05/2025

এর সাথে Musharrof Hossain Hamidi – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 8 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

30/04/2025
আল্লাহ আপনার চোখের অশ্রুগুলোকেঠোঁটের হাসিতে রুপান্তর করে দিবেন ইন শা আল্লাহ
19/02/2025

আল্লাহ আপনার চোখের অশ্রুগুলোকে
ঠোঁটের হাসিতে রুপান্তর করে দিবেন ইন শা আল্লাহ

মসজিদ থেকে একটা মিষ্টি পেলে, সেটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়ার নামই বাবা।❤️🥺🥀
16/02/2025

মসজিদ থেকে একটা মিষ্টি পেলে, সেটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়ার নামই বাবা।❤️🥺🥀

15/02/2025

#একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

–তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

–যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

–পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

–কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

–এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তোতারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

–একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন।
আমীন।
Collected

30/01/2025

বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাঃ এর ছাত্র জেনারেশন।
১.হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ
উনার ছাত্র।
২.হজরত আনাছ ইবনে মালেক রাঃ,
উনার ছাত্র
৩.ইমামে আযম আবু হানিফা রাহঃ
উনার ছাত্র।
৪.হজরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহঃ
উনার ছাত্র।
৫.শায়েখে হাম্মাদ রাহঃ উনার ছাত্র।
৬.ইমাম বোখারী রাহঃ উনার ছাত্র।
৭.আবু আব্দুল্লাহ মোঃ আল ফেরওয়ারি রহঃ।
উনার ছাত্র।
৮.আবু মোঃ আব্দুল্লাহ সুরাখসি রহঃ, উনার ছাত্র।

৯.শায়েখ আব্দুর রাহমান দাওদী রহঃ উনার ছাত্র।

১০.শায়েখে আব্দুল আওয়াল হারবী রহঃ, উনার ছাত্র।

১১.শায়েখ সিরাজ উদ্দীন হাম্বলি জুবাইদী রহঃ, উনার ছাত্র।
১২.শায়েখ আঃ আব্বাস আহাম্মদ হাজ্জার রহঃ,উনার ছাত্র।
১৩.শায়েখ জয়নুদ্দীন তানুখী রহঃ উনার ছাত্র।

১৪.শায়খ আঃ ওয়াহহাব সালাফি রহঃ উনার ছাত্র।

১৫.শায়েখ আহাম্মদ জাকারিয়া আনছারী রহঃ, উনার ছাত্র
১৬.শায়েখ শামসুদ্দীন মোঃ রমলি রহঃ উনার ছাত্র।

১৭.শায়েখ আঃ ওহাব সানাফি রহঃ,উনার ছাত্র।

১৮.শায়েখ আহাম্মদ কেসাসী রহঃ, উনার ছাত্র।

১৯.শায়েখ ইব্রাহিম কুর্দি রহঃ উনার ছাত্র।

২০.শায়েখ আবু তাহের মাদানী রহঃ উনার ছাত্র।

২১ হজরত শাহ অলিউল্লাহ মোহাদ্দেসে দেহলভী রহঃ
উনার ছাত্র।
২২.শাহ আঃ আজিজ মোহাদ্দেসে দেহলভী রহঃ উনার ছাত্র।
২৩.শায়েখ ইসহাক রহঃ উনার ছাত্র।

২৪.শায়েকে আঃগনী রহঃ উনার ছাত্র।

২৫.হজরত কাসেম নানুতবী রহঃ উনার ছাত্র।

২৬.শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দী রহঃ উনার ছাত্র।

২৭.শায়েখ হোসাইন আহাম্মদ মাদনী রহঃ উনার ছাত্র।

২৮.আমিরে হেফাজত আল্লামা শাহ আহাম্মদ শফী রহঃ,
আল্লাহ্ পাক হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন।

Address

Mymensingh

Telephone

+8801882986022

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল মদিনা নিউজ - Al Madina News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল মদিনা নিউজ - Al Madina News:

Share