Arman Hossen

Arman Hossen লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

14/12/2024

আহ!! অন্তর জুড়ানো কুরআন তিলাওয়াত ❤️❤️❤️

29/10/2024

— ❝অন্তরে কিছু ব্যথা থাকা ভালো" ব্যথা না থাকলে অন্তরটা আল্লাহকে ভুলে যায়"তাই কষ্টও একটি নেয়ামত❞—
—❝আলহামদুলিল্লাহ❞—💗

. “আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফল-ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদে...
29/10/2024

. “আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফল-ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”
— সূরা আল-বাকারাহ, আয়াত ১৫৫

ইসলাম নিয়ে এদের এতো চুলকানি কেন? 😡ফরহাদ মজহারের ভয়ংকর ইসলামবিদ্বেষ --
27/10/2024

ইসলাম নিয়ে এদের এতো চুলকানি কেন? 😡
ফরহাদ মজহারের ভয়ংকর ইসলামবিদ্বেষ --

26/10/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

এক লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর খেদমতে এল। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তাঁরা জানালেন, আমাদের নিকট পানি ছাড়া কিছুই নেই। তখন রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কে আছ যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পার? তখন এক আনসারী সাহাবী [আবূ ত্বলহা (রাঃ)] বললেন, আমি। এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর মেহমানকে সম্মান কর। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই। আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত কর এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সে বাতি জ্বালাল, বাচ্চাদেরকে ঘুম পাড়াল এবং সামান্য খাবার যা তৈরী ছিল তা উপস্থিত করল। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী-স্ত্রী দু’জনই অন্ধকারের মধ্যে আহার করার মত শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে, তারাও সঙ্গে খাচ্ছেন। তাঁরা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট গেলেন, তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহ্‌ তোমাদের গত রাতের কান্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশী হয়েছেন এবং এ আয়াত নাযিল করেছেন। “তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে। আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলতাপ্রাপ্ত।”❤️

সহিহ বুখারী, হাদিস নং ৩৭৯৮

নিশ্চয়ই দুনিয়া ধ্বংসশীল আর আখিরাত চিরস্থায়ী। আখিরাত তালাশ করার জন্য আল্লাহ তোমাদের দুনিয়া দিয়েছেন; দুনিয়ার সাথে লেগে থাক...
26/10/2024

নিশ্চয়ই দুনিয়া ধ্বংসশীল আর আখিরাত চিরস্থায়ী। আখিরাত তালাশ করার জন্য আল্লাহ তোমাদের দুনিয়া দিয়েছেন; দুনিয়ার সাথে লেগে থাকার জন্য নয়।

— উসমান ইবনু আফফান (রা.)
[আল বিদায়া ওয়ান নিহায়া : ৭/২৪১]

Copy: সীরাহ (Sirah)

🚨ব্রেকিং নিউজ:-স্বেচ্ছায় ৩ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে আসছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়...
26/10/2024

🚨ব্রেকিং নিউজ:-

স্বেচ্ছায় ৩ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে আসছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টই হবে তার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।

আপাতত ওয়ানডে ও টেস্ট ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ এবং টি-২০ ত্র তাওহীদ হদয়।

কয়েকজন বিসিবির অফিসিয়াল তাকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ জানালেও সে সাথে সাথে তা প্রত্যাখ্যান করে দিয়ছেন।

Address

Sherpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share