Mtv - মানহায টিভি

Mtv - মানহায টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mtv - মানহায টিভি, Digital creator, Mymensingh.

ইনশাআল্লাহ আজ রাত- ৯ টায়। সত্যের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন M***i Mir Moazzam Saifee  হা...
01/10/2025

ইনশাআল্লাহ আজ রাত- ৯ টায়। সত্যের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন M***i Mir Moazzam Saifee হাফিঃ এর ইলম আরও বাড়িয়ে দেন,আমীন।

ডিবেটটি সরাসরি দেখতে চোখ রাখুন Mtv তে.....

13/07/2025
12/07/2025

📌 প্রফেসর পাড়া মসজিদের হৃদয়বিদারক ঘটনা!
গতকাল চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে, জুমার নামাজ শেষে ঘটে গেল এক মর্মান্তিক হামলার ঘটনা।
🎙️ শায়খ আ ন ম নুর রহমান মাদানী হাফিযাহুল্লাহ যখন জুমার খুৎবায় হক কথা বলছিলেন, তখন সেই বয়ানকে কেন্দ্র করে নামাজ শেষে মোঃ বিল্লাল নামের এক ব্যক্তি পিছন থেকে এলোপাতাড়ি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে গুরুতরভাবে আহত করে শায়খকে!
⚠️ মুসুল্লিদের তৎপরতায় হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়,আলহামদুলিল্লাহ!

❗ এই ঘটনায় আমাদের কী করার আছে?

📣 আহ্বান জানাই! বাংলাদেশের ৬৪ জেলায় সালাফি আহলে হাদীস অধ্যুষিত অঞ্চলে এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করুন। একসঙ্গে ঐক্যবদ্ধ না হলে, এরা একে একে আমাদের সব হকদার দাঈ ও আলেমদের সরিয়ে দেবে।

⚔️ জীবন্ত খাওারিজেরা আবার ফিরে এসেছে!
তারা কুরআন পড়ে, কিন্তু আন্তরে প্রবেশ করেনা। তারা ধর্মের মুখোশ পরে তারা খলিফাতুল মুসলিমীন আলী (রা:)-এর মতো সাহাবীর রক্ত ঝরিয়েছিল। আজও সেই ধারা হক বয়ানে রক্ত ঝরানোর মধ্য দিয়ে ফিরে এসেছে!

❌ কথিত 'সুন্নি' নামে জঙ্গি তৈরি হয়...
কথিত "সুন্নি মুফতি"-রা রাসূল ﷺ এর নামে মিথ্যা বর্ণনা ছড়িয়ে মানুষকে বেইমান বানাচ্ছে, জঙ্গি বানাচ্ছে। এইসব কবরপূজারী, মাজারপন্থী দালালদের মুখোশ এখন খুলে দিতে হবে।

🛑 আজই সিদ্ধান্ত নিন — হকের পাশে থাকবেন, না বাতিলকে সহায়তা করবেন?

🤲 দোয়া করি, আল্লাহ আমাদের শায়খকে দ্রুত আরোগ্য দান করুন,
🛡️ আর আমাদেরকে হক ও বাতিলের পার্থক্য চিনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার তাওফিক দিন।
#প্রফেসরপাড়া #নুরুর_রহমান_মাদানী #জুমার_পর_হামলা #সালাফি_উলামা #হকদার_আলেম #খাওারিজ #সুন্নির_ছদ্মবেশে_জঙ্গি #একসাথে_প্রতিরোধ #দলীয়তা_নয়_মানহাজের_ঐক্য

“আপনাদের জুলুমেই আমরা বাধ্য হয়েছি আল্লাহর ঘর মসজিদকে ‘আহলে হাদীস’ বৈশিষ্ট্যগত নামে নামকরণ করতে ”।(ব্রাহ্মণবাড়িয়ায় পাঘা...
16/04/2025

“আপনাদের জুলুমেই আমরা বাধ্য হয়েছি আল্লাহর ঘর মসজিদকে ‘আহলে হাদীস’ বৈশিষ্ট্যগত নামে নামকরণ করতে ”।

(ব্রাহ্মণবাড়িয়ায় পাঘাচং গ্রামে মসজিদে হামলা ও ভাংচুর! একজন সুন্নাতপন্থী মুসল্লির হৃদয়স্পর্শী আর্তনাদ!)

আপনারা নিজেদের "হানাফি" দাবী করলেও আল্লাহর ঘর —বহু মসজিদ — থেকে আমাদেরকে কার্যত বহিষ্কার করে দিয়েছেন। আমাদেরকে বলা হয়, "ফিতনা করিস না", "এইটা আমাদের মসজিদ", "তুই ফিতনা করতে আসছিস", "যা, অন্য জায়গায় আলাদা মসজিদ বানায়ে ফিতনা কর!"

আমরা বলি—এই মসজিদ কার? হানাফিদের? নাকি আল্লাহর? আপনারা নিজেদের "হানাফি" দাবি করে আল্লাহর ঘর থেকে ঈমানদার মুসল্লিদের বের করে দেন! রমযানের তারাবীহ নামাজে সামনের কাতারে দাঁড়াতে দেন না। কেউ যদি জোরে "আমীন" বলে, বুকে হাত বাঁধে, রাফউল ইয়াদায়ন করে কিংবা পা মিলিয়ে দাঁড়ায়—তাকে বলেন, "ফিতনা করিস না!" এমনকি প্রকাশ্যে হুমকি ধামকি, মারপিট,জখম ও গুরুতর আহত পর্যন্ত করা হচ্ছে।

এ কী ধরনের আচরণ? সুন্নাত পালন করা কি ফিতনা? আমরা যখন সুন্নাত মেনে সালাত আদায় করি, তাহলে সেটা কি ফিতনা হয়ে যায় ? বরং প্রকৃত ফিতনা তো তখনই শুরু হয়, যখন সুন্নাহর বিরুদ্ধে বাধা সৃষ্টি করা হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, দলে দলে ভাগ করা হয়, আর মসজিদকে মাযহাবী দলবাজির কেন্দ্রে রূপান্তর করা হয়।
এভাবে আমরা যখন গোঁড়া মাযহাবীদের দ্বারা ঘরে-বাইরে নিপীড়িত হই, তখন কি আমাদের কোনো উপায় থাকে? আমরা শান্তিপূর্ণভাবে ইবাদত করতে চাই। স্বাধীনভাবে রাসূলের সুন্নাহ মেনে চলতে চাই। তাই আমরা বাধ্য হই আলাদা মসজিদ গড়তে। কিন্তু এখানেও কি শান্তি পাই? না! তখন আবার আমাদের মসজিদকে ‘ফিতনার ঘর’, ‘মসজিদে যেরার’ ঘোষণা দিয়ে আমাদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে এমনকি পুড়িয়েও দেওয়া হচ্ছে। কোথায় যাবে একজন নির্যাতিত মুসল্লি? এরপরও দিনের শেষে "আপনারা সাধু, আর আমরা ফেতনাবাজ!" — কী চরম বৈপরীত্য!

আরও কষ্ট হয় তখন, যখন সমাজের প্রভাবশালী আলেম ও বুদ্ধিজীবীরা(যেমন ওলীপুরী, ফারায়েজী, প্রমুখ) প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে সাধারণ মুসল্লীদের উসকানি দেন। তারা বলেন—"এই সুন্নাতি আমলগুলো সমাজে বিভ্রান্তি তৈরি করছে।" তারা সাহাবিদের আমলকে "ফিতনা", রাসূলের হাদীসকে "অশান্তির মূল", আর তার অনুসারীদের "ফেতনাবাজ", "গোমরাহ" "ইয়া~হু~দীদের দালাল" ইত্যাদি আখ্যা দেন। এ কেমন দ্বীন, যেখানে রাসূলের সুন্নাত প্রকাশ করাই ‘অপরাধ’?
এখন একটি প্রশ্ন—এইসব কাজ করতে গিয়ে আপনাদের ঈমান কোথায় থাকে? যে আমল আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত—তাকে “ফিতনা” বলা কুফুরীর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। এই কথাগুলো বলার আগে একটু হলেও কি ভয় হয় না—আল্লাহর দরবারে কী জবাব দিবেন?
আজ আপনারা মাযহাবী গোঁড়ামির কারণে আল্লাহর ঘরে বিভাজন সৃষ্টি করছেন। আমাদের সুন্নাতি পরিচয়কে বিদ্বেষের কেন্দ্র বানিয়ে ফেলেছেন। অথচ আল্লাহ বলেন:
وَأَنَّ ٱلْمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ ٱللَّهِ أَحَدًۭا
“নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহরই জন্য, সুতরাং সেখানে আল্লাহর সঙ্গে কাউকে ডাকো না।” (সূরা আল-জিন: ১৮)
তাহলে কে আপনাদেরকে এই অধিকার দিয়েছে—কারো সুন্নাহভিত্তিক ইবাদতকে বাধা দেয়ার?
আমরা কারও বিরুদ্ধে নই, আমরা হাদীস ও সুন্নাহর পক্ষে। আমরা চাই মাযহাবকে দল নয়—ফিকহি মতামত হিসেবে গ্রহণ করা হোক। কিন্তু যদি মাযহাবের নামে সুন্নাহকে রুদ্ধ করা হয়—তাহলে প্রতিবাদ করা ঈমানের দাবি। আর সেই দাবি থেকেই আমরা বলছি—
আপনারা যদি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে বাধা দেন, তাহলে জবাবদিহি একদিন আপনাদের করতেই হবে—ইনশাআল্লাহ। হয় এই দুনিয়ায়, নয়তো আখিরাতে; বিচার হবেই। কারণ আল্লাহর বিধান কখনো চাপা দেওয়া যায় না।

21/03/2025

আজ বাদ জুমুআহ ফিলিস্তিনের নিরপরাদ মুসলমানের ওপর ইস~রা~য়েলের বর্বরোচিত হামলা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে .......

“জায়োনিস্ট ই~সরা\য়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের ভূমি দখল, হত্যা, গৃহবন্দী ও নিপীড়ন ও অন্যায়ভাবে দখলদারিত্ব বিরুদ্ধে আরবি বক্তব্য রাখছেন উস্তাজ আবদুর রউফ আল আফিফি হাফি.

Address

Mymensingh

Telephone

+8801722328098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mtv - মানহায টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mtv - মানহায টিভি:

Share