22/03/2025
প্রতিটা হেরে যাওয়া, ছেড়ে যাওয়া, ভেঙে যাওয়া মানুষের পাশে একটা ভালোবাসা হয়ে কেউ আসুক। প্রতিটা সহজ সরল সাধাসিধে ছাপোষা মানুষের একটা extraordinary প্রেম হোক। যে প্রেমে কেউ কারোর মত নয়, দুজনের থেকে অনেকটা আলাদা অনেকটা পৃথক তবুও তারা প্রেমে পড়ুক।
প্রতিবার হারার পর , সম্পর্ক ভেঙে গিয়ে রাত্রি জেগে কাঁদার পর , দিনের পর দিন যাকে ভীষণ পছন্দ হয়েছে তার থেকে উপেক্ষিত হওয়ার পর, অথবা একটা পছন্দের কাউকে ভালোবাসতে শুরু করার সঙ্গে সঙ্গেই তার কাছ থেকে friendzoned হওয়ার পর আমরা যারা যারা মনে করি আমাদের দ্বারা হয়তো প্রেম হবে , কোনো ভালোবাসা হবে না, কাউকে বিশ্বাস করা হবে না, তাদের একটা প্রেম হোক,
একটা নতুন মানুষ তাদের জীবনে হঠাৎ করে, সেই সমস্ত আঘাত পিছুটান রাতারাতি সরিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শেখায় এমন কেউ আসুক।
আসলে প্রেমে বা ভালোবাসায় প্রথম দ্বিতীয় বা তৃতীয় বলে কিছু হয়না, যে প্রেমে নিজেদের অস্তিত্ব হারায় না, বরং আমরা নিজেদের যেভাবে কখনও দেখিনি যখন নিজেদের মনের মধ্যে সেই সমস্ত বন্ধ ঘর গুলো যে প্রেমে খুলে যায় তাই হয়ে ওঠে প্রথম প্রেম প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা।
আগের গুলো শুধু অভিজ্ঞতা মাত্র। কারোর কাছে খারাপ কারোর কাছে ভালো। আমরা ভুল মানুষের পিছনে দৌড়তে দৌড়তে যখন ভিতর থেকে ফুরিয়ে যাই, তখন কেউ আসে আমাদের জীবনে যার জন্য সব কিছু ভুলে আবার সব ঠিক করে ভালোবাসি মন থেকে।
ভাগ্যিস ও ভালোবেসেছিল তাই এ যাত্রায় নিজেকে নিজেই চিনতে পারলাম, একটু নিজের মত করে বাকি জীবনটা কাটাতে পারলাম। যারে কয় " soulmate"...
কি তাই তো..
Debajyoti
পাঠ- স্নিগ্ধা
#কবিতা