07/11/2025
নির্বাচন নিয়ে দেশের ভেতরে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই — ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
আজ নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন —
“যারা নির্বাচনের বিষয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের দোসর। কেউ হয়তো প্লট পেয়েছে, কেউ হয়তো সেই ক্ষমতার মনিটরিং সুবিধা ভোগ করেছে। তাদের মুখ থেকে আজ বিভ্রান্তির কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই।”
তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় ছড়ানোর অপচেষ্টা চলছে, কিন্তু মব ভায়োলেন্স আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মফস্বল সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন — দিনে-রাতে ফুটেজ সংগ্রহ, ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ — অথচ সেই কনটেন্ট থেকেই ইউটিউব-ফেসবুক প্ল্যাটফর্মগুলো আয় করে, কিন্তু সাংবাদিকদের প্রাপ্য স্বীকৃতি ও সম্মান দেওয়া হয় না।
“শুধু আইডি কার্ড দিয়ে বলি — যাও, করে খাও — এটা কোনো সিস্টেম না।”
আলী রিয়াজ প্রসঙ্গে তিনি বলেন — মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে।
টকশোতেও তিনি একই অভিযোগ তুলেছেন —
মাইলস্টোন, সেন্টমার্টিন, সেনাবাহিনী — প্রতিটি সেক্টর নিয়ে অসত্য প্রচারের বাজার সচল।
নির্বাচন নিয়ে দেশের ভেতরে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই — ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
আজ নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন —
“যারা নির্বাচনের বিষয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের দোসর। কেউ হয়তো প্লট পেয়েছে, কেউ হয়তো সেই ক্ষমতার মনিটরিং সুবিধা ভোগ করেছে। তাদের মুখ থেকে আজ বিভ্রান্তির কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই।”
তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় ছড়ানোর অপচেষ্টা চলছে, কিন্তু মব ভায়োলেন্স আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মফস্বল সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন — দিনে-রাতে ফুটেজ সংগ্রহ, ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ — অথচ সেই কনটেন্ট থেকেই ইউটিউব-ফেসবুক প্ল্যাটফর্মগুলো আয় করে, কিন্তু সাংবাদিকদের প্রাপ্য স্বীকৃতি ও সম্মান দেওয়া হয় না।
“শুধু আইডি কার্ড দিয়ে বলি — যাও, করে খাও — এটা কোনো সিস্টেম না।”
আলী রিয়াজ প্রসঙ্গে তিনি বলেন — মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে।
টকশোতেও তিনি একই অভিযোগ তুলেছেন —
মাইলস্টোন, সেন্টমার্টিন, সেনাবাহিনী — প্রতিটি সেক্টর নিয়ে অসত্য প্রচারের বাজার সচল।