Ajker Mymensingh - আজকের ময়মনসিংহ

Ajker Mymensingh - আজকের ময়মনসিংহ METAPage

07/11/2025

🟥 A Tyrant in Disguise

Hasina calls it leadership, but it was fear dressed as governance. She is attempting a comeback, but the wounds from her 15-year reign of manipulation and silencing still linger. We demand accountability. We demand justice.

A Tyrant in DisguiseHasina calls it leadership, but it was fear dressed as governance. She is attempting a comeback, but...
07/11/2025

A Tyrant in Disguise
Hasina calls it leadership, but it was fear dressed as governance. She is attempting a comeback, but the wounds from her 15-year reign of manipulation and silencing still linger. We demand accountability. We demand justice.

🟥 A Tyrant in Disguise

Hasina calls it leadership, but it was fear dressed as governance. She is attempting a comeback, but the wounds from her 15-year reign of manipulation and silencing still linger. We demand accountability. We demand justice.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিন-রাত...
07/11/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিন-রাত পরিশ্রম করে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। সীমিত বেতন, টানা দীর্ঘ ডিউটি, কঠিন কাজের পরিবেশ — সবকিছুর মাঝেও তারা মানবপাচার, চোরাচালান ও অবৈধ পণ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৮ অক্টোবর ২০২৫ কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন — এই আত্মত্যাগই তাদের নিষ্ঠার বাস্তব উদাহরণ।
কিন্তু ৬ নভেম্বর বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্বরত একজন অঙ্গীভূত সদস্যের কাছ থেকে পুরোনো মডেলের ১৪টি বাটন ফোন উদ্ধার হয়েছে — এটি নিঃসন্দেহে দুঃখজনক ও নীতিবিরোধী ঘটনা।
➡️ এই সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি
➡️ বাহিনী থেকে বহিষ্কার
➡️ এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে
বাংলাদেশ আনসার “জিরো টলারেন্স” নীতি নিয়ে চলছে, এবং একজনের ভুলের দায় পুরো বাহিনীর নয়।
বাংলাদেশ আনসার প্রতিদিন দেশ, জনগণ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করছে। আমরা চাই — গণমানুষ তথ্য, যুক্তি ও বাস্তবতা বিবেচনায় বিষয়গুলো দেখুক।
দেশের নিরাপত্তা ও জনগণের সেবায়
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অঙ্গীকারবদ্ধ।

🟩 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিন-রাত পরিশ্রম করে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। সীমিত বেতন, টানা দীর্ঘ ডিউটি, কঠিন কাজের পরিবেশ — সবকিছুর মাঝেও তারা মানবপাচার, চোরাচালান ও অবৈধ পণ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৮ অক্টোবর ২০২৫ কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন — এই আত্মত্যাগই তাদের নিষ্ঠার বাস্তব উদাহরণ।

কিন্তু ৬ নভেম্বর বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্বরত একজন অঙ্গীভূত সদস্যের কাছ থেকে পুরোনো মডেলের ১৪টি বাটন ফোন উদ্ধার হয়েছে — এটি নিঃসন্দেহে দুঃখজনক ও নীতিবিরোধী ঘটনা।

➡️ এই সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি
➡️ বাহিনী থেকে বহিষ্কার
➡️ এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে

বাংলাদেশ আনসার “জিরো টলারেন্স” নীতি নিয়ে চলছে, এবং একজনের ভুলের দায় পুরো বাহিনীর নয়।

বাংলাদেশ আনসার প্রতিদিন দেশ, জনগণ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করছে। আমরা চাই — গণমানুষ তথ্য, যুক্তি ও বাস্তবতা বিবেচনায় বিষয়গুলো দেখুক।

দেশের নিরাপত্তা ও জনগণের সেবায়
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অঙ্গীকারবদ্ধ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।ইতোমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে—তাদ...
07/11/2025

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইতোমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে—তাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন —
“নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। প্রয়োজনীয় সব কাজ প্রায় শেষ। ভোটের কালি এসেছে, আইন সংশোধন হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ হয়েছে—আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
এবারের জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়—
এটা জনগণের আস্থা পুনরুদ্ধারের লড়াই।
বিদেশফেরত ভোটারদের জন্য প্রথমবার পোস্টাল ব্যালট
‘না ভোট’ ফিরে আসছে
ফেরারি আসামিরা প্রার্থী হতে পারবে না
একক প্রার্থী থাকলেও ভোটদানের অপশন থাকবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনিয়ম করলে সরাসরি নির্বাচনী অপরাধ গণ্য হবে
বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি।
এর মধ্যে নারীর সংখ্যা প্রায় সমান।
ইসির লক্ষ্য খুব স্পষ্ট—
একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন।
ভোট যেন আবার জনগণের উৎসবে পরিণত হয় — সেই প্রত্যাশায় এগোচ্ছে কমিশন।
ডিসেম্বরের শুরুতেই তফশিল।
ভোট মাঠ জমে উঠতে আর খুব বেশি দেরি নেই।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইতোমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে—তাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন —
“নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। প্রয়োজনীয় সব কাজ প্রায় শেষ। ভোটের কালি এসেছে, আইন সংশোধন হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ হয়েছে—আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

এবারের জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়—
এটা জনগণের আস্থা পুনরুদ্ধারের লড়াই।

বিদেশফেরত ভোটারদের জন্য প্রথমবার পোস্টাল ব্যালট
‘না ভোট’ ফিরে আসছে
ফেরারি আসামিরা প্রার্থী হতে পারবে না
একক প্রার্থী থাকলেও ভোটদানের অপশন থাকবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনিয়ম করলে সরাসরি নির্বাচনী অপরাধ গণ্য হবে

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি।
এর মধ্যে নারীর সংখ্যা প্রায় সমান।

ইসির লক্ষ্য খুব স্পষ্ট—

একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন।
ভোট যেন আবার জনগণের উৎসবে পরিণত হয় — সেই প্রত্যাশায় এগোচ্ছে কমিশন।

ডিসেম্বরের শুরুতেই তফশিল।
ভোট মাঠ জমে উঠতে আর খুব বেশি দেরি নেই।

07/11/2025
বিমানবন্দর নিরাপত্তায় বহু বছরের বিশ্বাস — একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো আনসার বাহিনীর নয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান...
07/11/2025

বিমানবন্দর নিরাপত্তায় বহু বছরের বিশ্বাস — একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো আনসার বাহিনীর নয়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বহু বছর ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন আনসার সদস্যরা। সীমিত বেতন, দীর্ঘ ডিউটি, প্রতিকূল যাতায়াত ও উচ্চ ঝুঁকি — সবকিছুর মাঝেও তারা যাত্রী নিরাপত্তা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রাত-দিন কাজ করে চলেছেন।
বিশেষ করে ১৮ অক্টোবর ২০২৫ বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন আনসার সদস্য আহত হয়ে যে আত্মত্যাগ দেখিয়েছেন — তা জাতির সম্মান অর্জন করেছে।
কিন্তু ৬ নভেম্বর ২০২৫ এক অঙ্গীভূত আনসার সদস্যের পোশাকের ভিতর থেকে পুরনো মডেলের ১৪টি বাটন ফোন উদ্ধার হওয়ার ঘটনাটি দুঃখজনক। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা ন্যায়সঙ্গত নয়। এটি একটি স্পষ্টভাবে বিচ্ছিন্ন ঘটনা।
আনসার বাহিনী ইতোমধ্যেই “জিরো টলারেন্স” নীতির মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক বহিষ্কার, দায়িত্ব থেকে অব্যাহতি ও কালো তালিকাভুক্ত করেছে। বর্তমান মহাপরিচালকের কঠোর নির্দেশ আছে — শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে কোনো আপস নেই।
একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সম্মান খাটো করা অযৌক্তিক।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, মানুষের সেবা এবং জনস্বার্থ রক্ষায় প্রতিদিন নিবেদিত।
জাতি হিসেবে আমাদের দায়িত্ব — ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং বিচ্ছিন্ন বিচ্যুতিকে প্রতিষ্ঠান ধ্বংসের উপাদান হিসেবে ব্যবহার না করা।

🟩 বিমানবন্দর নিরাপত্তায় বহু বছরের বিশ্বাস — একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো আনসার বাহিনীর নয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বহু বছর ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন আনসার সদস্যরা। সীমিত বেতন, দীর্ঘ ডিউটি, প্রতিকূল যাতায়াত ও উচ্চ ঝুঁকি — সবকিছুর মাঝেও তারা যাত্রী নিরাপত্তা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রাত-দিন কাজ করে চলেছেন।

বিশেষ করে ১৮ অক্টোবর ২০২৫ বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন আনসার সদস্য আহত হয়ে যে আত্মত্যাগ দেখিয়েছেন — তা জাতির সম্মান অর্জন করেছে।

কিন্তু ৬ নভেম্বর ২০২৫ এক অঙ্গীভূত আনসার সদস্যের পোশাকের ভিতর থেকে পুরনো মডেলের ১৪টি বাটন ফোন উদ্ধার হওয়ার ঘটনাটি দুঃখজনক। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা ন্যায়সঙ্গত নয়। এটি একটি স্পষ্টভাবে বিচ্ছিন্ন ঘটনা।

আনসার বাহিনী ইতোমধ্যেই “জিরো টলারেন্স” নীতির মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক বহিষ্কার, দায়িত্ব থেকে অব্যাহতি ও কালো তালিকাভুক্ত করেছে। বর্তমান মহাপরিচালকের কঠোর নির্দেশ আছে — শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে কোনো আপস নেই।

একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সম্মান খাটো করা অযৌক্তিক।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, মানুষের সেবা এবং জনস্বার্থ রক্ষায় প্রতিদিন নিবেদিত।
জাতি হিসেবে আমাদের দায়িত্ব — ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং বিচ্ছিন্ন বিচ্যুতিকে প্রতিষ্ঠান ধ্বংসের উপাদান হিসেবে ব্যবহার না করা।

কিন্তু জুলাইয়ের বিচারটা❓ইদানীং আমি একটা জিনিস খুব খেয়াল করছি — সব গুনী নামি লোকজন ধুমায় ফেইসবুকে পোস্ট দিয়ে দেশপ্রেম থে...
07/11/2025

কিন্তু জুলাইয়ের বিচারটা❓
ইদানীং আমি একটা জিনিস খুব খেয়াল করছি — সব গুনী নামি লোকজন ধুমায় ফেইসবুকে পোস্ট দিয়ে দেশপ্রেম থেকে শুরু করে প্রোপাগান্ডা সবই ছড়াচ্ছে কিন্তু জুলাইয়ের বিচারের কোনো খোঁজ খবর নেই। জুলাইয়ের যে বিচার হওয়ার কথা ছিল, কেউ কিছু বলছে না। আর যখন “বিচারের” নাম আসে, তখন কেবল হাসিনার বিচারের কথা উঠে, তার বিচার তো অবশ্যই হবে কিন্তু জুলাইয়ের বিচারটা?

🟩 কিন্তু জুলাইয়ের বিচারটা❓

ইদানীং আমি একটা জিনিস খুব খেয়াল করছি — সব গুনী নামি লোকজন ধুমায় ফেইসবুকে পোস্ট দিয়ে দেশপ্রেম থেকে শুরু করে প্রোপাগান্ডা সবই ছড়াচ্ছে কিন্তু জুলাইয়ের বিচারের কোনো খোঁজ খবর নেই। জুলাইয়ের যে বিচার হওয়ার কথা ছিল, কেউ কিছু বলছে না। আর যখন “বিচারের” নাম আসে, তখন কেবল হাসিনার বিচারের কথা উঠে, তার বিচার তো অবশ্যই হবে কিন্তু জুলাইয়ের বিচারটা?

Is India Really a Friend of Bangladesh❓During fallen Hasina’s fascist regime, Bangladesh’s policies—from border complian...
07/11/2025

Is India Really a Friend of Bangladesh❓
During fallen Hasina’s fascist regime, Bangladesh’s policies—from border compliance to market concessions, transit rules, and suppression of dissent—often followed India’s agenda. Yet, what did Bangladesh gain in return? Barely anything. India’s influence shaped these actions, while the benefits for the country remained minimal. Was this truly friendship, or just one-sided favoritism?

🟥 Is India Really a Friend of Bangladesh❓
During fallen Hasina’s fascist regime, Bangladesh’s policies—from border compliance to market concessions, transit rules, and suppression of dissent—often followed India’s agenda. Yet, what did Bangladesh gain in return? Barely anything. India’s influence shaped these actions, while the benefits for the country remained minimal. Was this truly friendship, or just one-sided favoritism?

07/11/2025

🔴ইন্টেরিম সরকার যাই করুক, আসল পরীক্ষা একটাই— স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নির্বাচন✅

07/11/2025

নির্বাচন নিয়ে দেশের ভেতরে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই — ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন —
“যারা নির্বাচনের বিষয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের দোসর। কেউ হয়তো প্লট পেয়েছে, কেউ হয়তো সেই ক্ষমতার মনিটরিং সুবিধা ভোগ করেছে। তাদের মুখ থেকে আজ বিভ্রান্তির কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই।”

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় ছড়ানোর অপচেষ্টা চলছে, কিন্তু মব ভায়োলেন্স আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মফস্বল সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন — দিনে-রাতে ফুটেজ সংগ্রহ, ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ — অথচ সেই কনটেন্ট থেকেই ইউটিউব-ফেসবুক প্ল্যাটফর্মগুলো আয় করে, কিন্তু সাংবাদিকদের প্রাপ্য স্বীকৃতি ও সম্মান দেওয়া হয় না।
“শুধু আইডি কার্ড দিয়ে বলি — যাও, করে খাও — এটা কোনো সিস্টেম না।”

আলী রিয়াজ প্রসঙ্গে তিনি বলেন — মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে।

টকশোতেও তিনি একই অভিযোগ তুলেছেন —
মাইলস্টোন, সেন্টমার্টিন, সেনাবাহিনী — প্রতিটি সেক্টর নিয়ে অসত্য প্রচারের বাজার সচল।

নির্বাচন নিয়ে দেশের ভেতরে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই — ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত...
07/11/2025

নির্বাচন নিয়ে দেশের ভেতরে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই — ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
আজ নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন —
“যারা নির্বাচনের বিষয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের দোসর। কেউ হয়তো প্লট পেয়েছে, কেউ হয়তো সেই ক্ষমতার মনিটরিং সুবিধা ভোগ করেছে। তাদের মুখ থেকে আজ বিভ্রান্তির কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই।”
তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় ছড়ানোর অপচেষ্টা চলছে, কিন্তু মব ভায়োলেন্স আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মফস্বল সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন — দিনে-রাতে ফুটেজ সংগ্রহ, ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ — অথচ সেই কনটেন্ট থেকেই ইউটিউব-ফেসবুক প্ল্যাটফর্মগুলো আয় করে, কিন্তু সাংবাদিকদের প্রাপ্য স্বীকৃতি ও সম্মান দেওয়া হয় না।
“শুধু আইডি কার্ড দিয়ে বলি — যাও, করে খাও — এটা কোনো সিস্টেম না।”
আলী রিয়াজ প্রসঙ্গে তিনি বলেন — মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে।
টকশোতেও তিনি একই অভিযোগ তুলেছেন —
মাইলস্টোন, সেন্টমার্টিন, সেনাবাহিনী — প্রতিটি সেক্টর নিয়ে অসত্য প্রচারের বাজার সচল।

নির্বাচন নিয়ে দেশের ভেতরে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই — ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন —
“যারা নির্বাচনের বিষয়ে সন্দেহ ছড়াচ্ছে, তারা পতিত স্বৈরাচারের দোসর। কেউ হয়তো প্লট পেয়েছে, কেউ হয়তো সেই ক্ষমতার মনিটরিং সুবিধা ভোগ করেছে। তাদের মুখ থেকে আজ বিভ্রান্তির কথা শুনলে অবাক হওয়ার কিছু নেই।”

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয় ছড়ানোর অপচেষ্টা চলছে, কিন্তু মব ভায়োলেন্স আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সাংবাদিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মফস্বল সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন — দিনে-রাতে ফুটেজ সংগ্রহ, ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ — অথচ সেই কনটেন্ট থেকেই ইউটিউব-ফেসবুক প্ল্যাটফর্মগুলো আয় করে, কিন্তু সাংবাদিকদের প্রাপ্য স্বীকৃতি ও সম্মান দেওয়া হয় না।
“শুধু আইডি কার্ড দিয়ে বলি — যাও, করে খাও — এটা কোনো সিস্টেম না।”

আলী রিয়াজ প্রসঙ্গে তিনি বলেন — মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে।

টকশোতেও তিনি একই অভিযোগ তুলেছেন —
মাইলস্টোন, সেন্টমার্টিন, সেনাবাহিনী — প্রতিটি সেক্টর নিয়ে অসত্য প্রচারের বাজার সচল।

Address

Sadar Mymensingh
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Mymensingh - আজকের ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share