01/03/2024
জীবন কতটা অনিশ্চিত।
কেউ হয়তো ক্ষুধা নিবারণ করছিল, কেউবা করছিল নতুন শপিং, কেউ হয়তো ছিল দর্শনার্থী, ভাবা যায় চোখের নিমিষে এখন তারা পরপারের পথযাত্রী।
বেইলি রোড ট্রাজেডি.মহান আল্লাহ তাআলা তুমি সবাইকে জান্নাত বাসি করুন. আল্লাহ স্বজনদের শোক সইবার তৌফিক দান করুন। আহতদের সুস্থতা দান করুন.😥
আমীন।