Azu & Adi vlogs

Azu & Adi vlogs Azu & Adi vlogs
Kids learning videos
মাশাআল্লাহ, বারাকাল্লাহ
(1)

শুভ রাত্রি❤️
29/07/2025

শুভ রাত্রি❤️

🌙 ১. সূরা ফালাক ও সূরা নাস:প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাচ্চাদের উপর তিনবার করে এই দুইটি সূরা পড়ে ফুঁ দিলে ইনশাআল্লাহ বদনজ...
29/07/2025

🌙 ১. সূরা ফালাক ও সূরা নাস:

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাচ্চাদের উপর তিনবার করে এই দুইটি সূরা পড়ে ফুঁ দিলে ইনশাআল্লাহ বদনজর, জিন ও শয়তানের ক্ষতি থেকে হেফাজত থাকবে।

সূরা ফালাক (সূরা ১১৩):
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ...
সূরা নাস (সূরা ১১৪):
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ...

---

🌙 ২. বদনজর থেকে বাচ্চাদের হেফাজতের জন্য রাসূল (সা.)-এর দোয়া:

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ:
উ'ঈযুকুমা বিকালিমাতিল্লাহিত-তাম্মাহ, মিন কুল্লি শাইত্বানিন্ ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি 'আইনিন লাম্মাহ।
অর্থ:
“আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় দিচ্ছি, প্রত্যেক শয়তান, বিষধর জন্তু ও ক্ষতিকর দৃষ্টির (বদনজর) থেকে।”
(বুখারী ৩১২০)

👉 একাধিক সন্তান থাকলে “উ’ঈযুকুমা” এর বদলে “উ’ঈযুক” বা “উ’ঈযুহু” বলা যেতে পারে সন্তানের সংখ্যা অনুযায়ী।

---

🕊️ পদ্ধতি:

১. প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে এই দোয়াগুলো পড়ে বাচ্চার মাথায় বা শরীরে ফুঁ দিন।
২. সম্ভব হলে নিজেও এই দোয়াগুলো মুখস্ত রাখুন।
৩. বিশ্বাস রাখুন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী।

---

ছোট্ট পাখি❤️মাশাআল্লাহ
29/07/2025

ছোট্ট পাখি❤️
মাশাআল্লাহ

28/07/2025

বেচারার মন খারাপ বকুনি খেয়েছে😪
তবুও একটা কবিতা বললো
মাশাআল্লাহ❤️

ফোকলা দাঁতের হাসি❤️মাশাআল্লাহ
28/07/2025

ফোকলা দাঁতের হাসি❤️
মাশাআল্লাহ

বাচ্চার স্ক্রিন টাইম শূন্যে নামানোর আগে আমাদের নিজের স্ক্রিন টাইম কমানো দরকার!আমরা অনেক সময় নিজের অপছন্দের কাজগুলো নিজের...
28/07/2025

বাচ্চার স্ক্রিন টাইম শূন্যে নামানোর আগে আমাদের নিজের স্ক্রিন টাইম কমানো দরকার!
আমরা অনেক সময় নিজের অপছন্দের কাজগুলো নিজের অজান্তেই সন্তানের সামনে করি।
আর যখন সেই শিশুটি সেটাই রিপিট করে, তখন বকা খায়, শাস্তি পায়!

বাচ্চারা শেখে দেখে—মোবাইল ফোন, বাবা-মা কিংবা আশপাশের পরিবেশ থেকেই।
তাই চাইলে শিশুর মধ্যে পজিটিভ মানসিকতা তৈরি হোক, প্রথমেই ঘরটাকেই পজিটিভ করে তুলুন।

নিজেদের ঠিক না করে শুধু বাচ্চাদের ঠিক করতে গেলে, ওরা ঠিক কী শিখবে? 🤔

যার কমেন্ট এ কোনো রিপ্লে থাকবে না সে পাবে ১০০ টাকা মোবাইল রিচার্জ।😃মাশাআল্লাহ
28/07/2025

যার কমেন্ট এ কোনো রিপ্লে থাকবে না সে পাবে ১০০ টাকা মোবাইল রিচার্জ।😃

মাশাআল্লাহ

মামা ভাগ্নে 🥰মাশাআল্লাহ
26/07/2025

মামা ভাগ্নে 🥰
মাশাআল্লাহ

জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, সময় বয়ে চলে আপন গতিতে।একদিন যে খুব আপন ছিল, আজ সে শুধু স্মৃতির পাতায় লেখা।🙂মাশাআল্লাহ
26/07/2025

জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, সময় বয়ে চলে আপন গতিতে।
একদিন যে খুব আপন ছিল, আজ সে শুধু স্মৃতির পাতায় লেখা।🙂

মাশাআল্লাহ

পিচ্চি আজমাইন ❤️মাশাআল্লাহ
26/07/2025

পিচ্চি আজমাইন ❤️
মাশাআল্লাহ

সবসময় শুধু নাজিয়া নাফির খালামনির ইন্টারভিউ এর কথাগুলো সামনে ভাসছে।কোথাও শান্তি পাচ্ছি। যাদেরকে কখনো দেখি নাই তাদের জন্য ...
25/07/2025

সবসময় শুধু নাজিয়া নাফির খালামনির ইন্টারভিউ এর কথাগুলো সামনে ভাসছে।কোথাও শান্তি পাচ্ছি। যাদেরকে কখনো দেখি নাই তাদের জন্য কত মায়া লাগছে।আর তার মা বাবার কেমন লাগছে এটা ভেবেই কান্না আসছে।আল্লাহ তুমি ছো ছোট বাচ্চাগুলো অনেক শান্তিতে রেখো।মা বাবার মনগুলোও শান্ত করে দাও।

⏳ “পৃথিবীর একমাত্র স্থান, যেখানে সময় নেই! সত্যি??”আমাদের জীবন ঘিরে সময়—সকাল, বিকেল, রাত।কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন এক...
24/07/2025

⏳ “পৃথিবীর একমাত্র স্থান, যেখানে সময় নেই! সত্যি??”

আমাদের জীবন ঘিরে সময়—সকাল, বিকেল, রাত।
কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন একটি জায়গা আছে, যেখানে সময় বলে কিছু নেই?

এই রহস্যময় স্থানটি হলো উত্তর মেরু (North Pole)।
এখানে পৃথিবীর সব দ্রাঘিমাংশ একত্রিত হয়, ফলে কোনো নির্দিষ্ট টাইমজোন কার্যকর নয়।

👉 আপনি চাইলে যেকোনো দেশের সময় ধরে থাকতে পারেন।
👉 সূর্য ওঠে ৬ মাস পর, অস্ত যায় আবার ৬ মাস পর!

তাই এখানে সময় একেবারেই আপেক্ষিক—প্রাকৃতিক নয়, মানবনির্ধারিত।

যারা এখানে যান, তারা ব্যবহার করেন হয় UTC, নিজের দেশের সময়, বা তাদের ক্যাম্পের সময়।

এটাই পৃথিবীর একমাত্র স্থান, যেখানে সময় থেমে থাকে না, বরং আপনি যেভাবে চান সেভাবেই চলে।

---

⏳ সময় আসলে একটা মানুষের বানানো ধারণা।
আর প্রকৃতি? সে নিজের নিয়মেই চলে।

📌 এমন আরো অদ্ভুত বৈজ্ঞানিক গল্প পেতে ফলো করুন!
💬 কমেন্টে জানান—আপনি কি উত্তর মেরুতে যেতে চান?

Address

Phulpur
Mymensingh
2250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azu & Adi vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share