26/05/2025
চট্টগ্রামের ব্যস্ত রাস্তাগুলো, মানুষের ঢল আর সমুদ্রের হাওয়ায় মুখরিত শহর। এখানে প্রতিদিন কেটে যায় দিন, কাজ, ব্যস্ততা আর হাজারো নতুন মানুষের মাঝে নিজেকে ভুলে যাওয়ার মতো। কিন্তু গধুলীর সেই নরম আলো যখন চারদিকে ছড়িয়ে পড়ে, আমার মনের ভেতর গোপনে জেগে ওঠে একটাই অনুভূতি—তোমাকে মিস করি, প্রিয় ময়মনসিংহ।
ময়মনসিংহ, তোমার সেই সবুজ ধানক্ষেত, নরম মাটির গন্ধ, নদীর কলতানে ভরা সন্ধ্যার মায়া—সব কিছু এখনো আমার হৃদয়ে বেঁচে আছে। চট্টগ্রামের এই আলো-আঁধারির মাঝেও আমি বারবার তোমার স্মৃতি খুঁজে পাই। স্কুলের মাঠ, গফরগাঁওয়ের পুরনো পুকুর, আর ঠান্ডা হাওয়ায় তোমার কথা মনে পড়ে।
যেখানে মানুষের ভিড়, সেখানে আমার মন নিঃসঙ্গ হয়ে পড়ে। তোমার মিষ্টি ভাষার কথা মনে পড়লে যেন দূর থেকেই তুমি কথা বলছো। তোমার ঐতিহ্য আর সংস্কৃতির কথা মাথায় আসলে মনে হয়, এত দূরেও আমার মনের এক কোণে তুমি বেঁচে আছো, অমলিন, অবিচল।
প্রতিদিন গধুলী লগ্নে, চট্টগ্রামের কোলাহলে হারিয়ে যাওয়া এই বোধটাই আমাকে আবার তোমার কাছে টেনে আনে। ময়মনসিংহ, তুমি শুধু একটা জায়গা নও, তুমি আমার শিকড়, আমার ভালোবাসার ঠিকানা।