15/07/2025
"মঞ্চে বড় কথা, মাটিতে মানুষ"
মঞ্চে বড় কথা, বড় বড় সাজ,
গল্প বলে কেউ, ব্যথা বোঝে না কারো ভাষা।
ভোটে দেয় আশ্বাস, শেষেই থাকে ফাঁকা,
মানুষ আজ তিক্ত, রাগের আগুনে পুড়ে হারা।
বড় বড় লাইন, জয়গান, ঝাক,
পিছনে ছুঁয়ে থাকে কষ্টের কাহিনি বাক।
আমার ভাই, আমার বোন—জীবন হারায়,
শাসনের মুখোশে ছলনা বারবার ছড়ায়।
দোস্ত, তুমি কেবল রাগ করছো, ঠিকই করো,
কারণ এই সত্যি দুনিয়ায় আর কত লুকাবো?
মঞ্চে বড় কথা, মাটিতে মানুষের দম,
আমরা চাই একদিন হোক পরিবর্তনের সঙ্গম।