MD Ramzan 002

MD Ramzan 002 আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরের সকল বন্ধু বান্ধব দেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।।।।
(252)

15/07/2025

"মঞ্চে বড় কথা, মাটিতে মানুষ"

মঞ্চে বড় কথা, বড় বড় সাজ,
গল্প বলে কেউ, ব্যথা বোঝে না কারো ভাষা।
ভোটে দেয় আশ্বাস, শেষেই থাকে ফাঁকা,
মানুষ আজ তিক্ত, রাগের আগুনে পুড়ে হারা।

বড় বড় লাইন, জয়গান, ঝাক,
পিছনে ছুঁয়ে থাকে কষ্টের কাহিনি বাক।
আমার ভাই, আমার বোন—জীবন হারায়,
শাসনের মুখোশে ছলনা বারবার ছড়ায়।

দোস্ত, তুমি কেবল রাগ করছো, ঠিকই করো,
কারণ এই সত্যি দুনিয়ায় আর কত লুকাবো?
মঞ্চে বড় কথা, মাটিতে মানুষের দম,
আমরা চাই একদিন হোক পরিবর্তনের সঙ্গম।

14/07/2025

কবিতার শিরোনাম: "মুখ খোল"
লেখক ( রমজান আলী)

চুপ করে থাকলে চলবে না আর,
জুলুম তো চেপে বসেই আছে ভার।
চাঁদাবাজ লুটে নিচ্ছে অধিকার,
সাধারণ মানুষ আজ বেচারা তার।

ভয় পেয়ে থাকিস না, আওয়াজ তুল,
নইলে এ জীবন হবে আরও ভুল।
প্রতিবাদ কর, জেগে উঠ একসাথে,
বাংলা জাগবে সাহসের পথরাথে।

#জুলুমবিরোধী #প্রতিবাদেরপক্ষেইশক্তি #সাধারণমানুষেরআওয়াজ

14/07/2025

🇧🇩শুভ সকাল প্রিয় 🇧🇩বাংলাদেশ
ভালোবাসা অবিরাম
প্রিয় দেশবাসী

13/07/2025

"ভোরবেলা একা বসে মনে পড়ে যায"

ভোরের হাওয়ায় জড়ানো এক বুক কষ্ট,
চোখে ঘুম নেই, মনে শুধু তোর অস্তিত্ব।
সব কিছু আছে, তবুও কি জানিস দোস্ত?
যার দরকার ছিল, সে-ই আজ নেই পাশে একটুও চুপচাপ।

চা ঠান্ডা হয়ে যায়, মন গরম থাকে,
ভালোবাসা ভুলে গেলে জীবন কেমন লাগে?
আকাশের রঙ ফিকে, আমিও তেমনি ফাঁকা,
এই ভোরবেলাটাও এখন শুধু একা.

#ভোরেরমন #কষ্টেরশব্দ #একাকিত্ত্ব #বাংলাকবিতা #মনভাঙাভোর

13/07/2025

"মা, তোর ছেলে বাঁচতে চায়, তোর মেয়ে নিরাপদে ঘুমাতে চায়..."

বাংলাদেশ এখন আর স্বপ্নের দেশ না, আজ আমরা লজ্জার দেশের মানুষ।
মেয়ে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদ না। দিনে দুপুরে, রাতের আঁধারে, মায়ের কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হয়—মানুষের নামের এই জানোয়ারদের ঘরে কি মা-বোন নেই?

আর কত প্রাণ যাবে চাঁদার জন্য? আর কতটা রক্ত মাটিতে ঝরবে?
একদিন তো কারো ভাই, কারো ছেলে, কারো স্বামী—এইভাবে লাশ হয়ে ফিরে আসে। তখন শুধু একটা চিৎকার—“আমার ছেলেকে কে মেরেছে?”

ভাই ভাইকে খুন করছে, পুলিশ চুপ, প্রশাসন অন্ধ, মিডিয়া বিক্রি হয়ে গেছে।
চারপাশে শুধু হাহাকার, কান্না, ধর্ষণ আর মৃত্যু।

মা, আর কতো সইব আমরা?
কলিজা ফেটে যাচ্ছে, তবুও কেউ জবাব দেয় না!

🙏 দোয়া করি – আল্লাহ যেন এই দেশকে হেদায়েত দেন।
কিন্তু আমরাও কি দায়ী না?
যারা খারাপ দেখে চুপ থাকি, তারাও তো একপ্রকার অপরাধী...

12/07/2025

"চোখের পানি"
ভেতরে জমে থাকা কান্না, কেউ বোঝে না,
হাসিমুখের আড়ালে লুকানো কষ্টরা বলে না।
রাত জেগে ভাবি—আমি কেন এমন হলাম?
সবাই পাশে থাকলেও, একা একা কাঁদলাম।

ভালোবাসা তো ছিল, ছিল না বোঝার মন,
একটু ভালোবাসলেই ভরে যেত হৃদয়ধন।
আজ সে নেই পাশে, শুধু স্মৃতি জ্বলে,
ভালো থাকার অভিনয়, কান্নারই ছলে।

12/07/2025

🥀 "ভাঙা মন" 🥀

রাত জাগে চুপিচুপি, ভাঙা এক মন,
শুধু স্মৃতিরা জেগে থাকে, নিঃশব্দে যেন রণ।
সবার মাঝে থেকেও আমি,
আলাদা এক যন্ত্রণা সামি।

হাসির পেছনে চোখের জল,
বুঝবে না কেউ, জীবন কত ভুলে ভরা চল।
শুধু মনে হয়, কেউ যদি বলত,
“তোর দুঃখ বুঝি দোস্ত, পাশে আছি — চল।”

10/07/2025

🥀 "ভাঙা মন" 🥀

রাত জাগে চুপিচুপি, ভাঙা এক মন,
শুধু স্মৃতিরা জেগে থাকে, নিঃশব্দে যেন রণ।
সবার মাঝে থেকেও আমি,
আলাদা এক যন্ত্রণা সামি।

হাসির পেছনে চোখের জল,
বুঝবে না কেউ, জীবন কত ভুলে ভরা চল।
শুধু মনে হয়, কেউ যদি বলত,
“তোর দুঃখ বুঝি দোস্ত, পাশে আছি

09/07/2025

জীবনটা যেন একপাশে দাঁড়িয়ে থাকা রেললাইন,
প্রতিদিন চলে যায় ট্রেন, কেউ থামে না আমার গায়ে।
হাসির মুখে লুকিয়ে রাখি কান্নার গল্প,
কেউ জিজ্ঞেস করে না—"দোস্ত, কেমন আছিস তুই আজকে?"

#কষ্ট #দুঃখের_পোস্ট #বাংলা_কবিতা #একাকীত্ব #মনখারাপের_শব্দ

08/07/2025

😭কবিতার নাম 😭
" কষ্টের কবিতা "
(লেখক রমজান আলী)

ভালোবাসা দিলাম, ফিরল না কভু,
স্বপ্ন দেখেছি শুধু চোখের জল ভিজিয়ে,
সবাই বলে হাস, তুই তো পুরুষ,
কেউ দেখে না বুকের ভেতর ভাঙা হৃদয়।

রাত আসে, রাত যায়, ঘুম আসে না,
মনে পড়ে পুরনো কথা, পুরনো মানুষ,
ভাঙা মনের শব্দ কেউ শোনে না আজ,
এই জীবন যেন কেবলই একটা সাজ।

#কষ্টের_কবিতা #ভালোবাসার_ব্যথা #ভাঙা_হৃদয় #রাতের_আলাপন #অপরাধ_নয়_ভালবাসা #একাকিত্ব #জীবনের_যন্ত্রণা #বাংলা_কষ্ট াঙার_কথা

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when MD Ramzan 002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share