Tanmee's Notebook

Tanmee's Notebook নিজেকে খুব ভালোবাসি 🥰
ঘুরতে ভালোলাগে, ঘুরতে ভালোবাসি ❤️

📌For Promotional Work 👉 Inbox me

06/09/2025

সোস্যাল মিডিয়াতে আমরা কতো কি দেখে কতো অফসোস করি তাই না।
উমুক কাপল কতো সুন্দর দেখতে কতো হ্যাপি, তমুক কাপল কতো ঘুরে ফিরে ইশ আমারো যদি এমন হতো এই ভেবে কতো কষ্ট কতো আফসোসটাই না করি আমরা 😅
কিন্তু প্রকৃত পক্ষে কয়জন আসলেই সুখী!!!?
এই দুনিয়েতে কেউ বলতে পারবে না আমি ১০০% সুখী একমাত্র পাগল ছাড়া। সবার কোন না কোন দুঃখ কষ্ট আছেই ভাই তাই অন্যকে দেখে আফসোস না করে নিজেকে নিয়ে শুকরিয়া করেন কারণ সোস্যাল মিডিয়ার মানুষের থেকে সাধারণ মানুষ অন্তত একটু সুখে আছে শান্তিতে আছে আমি মনে করি
আর হ্যা সোসাল মিডিয়ার সব কিচ্ছু বিশ্বাস করবে না বিশেষ করব হ্যাপি কাপলদের সুখ 🐸

বিঃদ্রঃ আমি কোন আম্ববানিকে খোচা দিয়ে কিছু বলি নাই 😬

ও ওয়াও কি সুন্দর কেক গুলো 😍 আছে না কিছু জিনিস দেখেই শান্তি লাগে চোখ জুড়িয়ে যায় ধন্যবাদ Peace on cakes by bithy এতো সুন্দ...
06/09/2025

ও ওয়াও কি সুন্দর কেক গুলো 😍 আছে না কিছু জিনিস দেখেই শান্তি লাগে চোখ জুড়িয়ে যায় ধন্যবাদ Peace on cakes by bithy এতো সুন্দর দুটি কেক দেওয়ার জন্য

06/09/2025

ছোট বোন গুলোকে আজকে ট্রিট দিয়ে দিলাম নাওয়াবী প্লেটার, গল্প আড্ডা আর জমিয়ে খাওয়া নাওয়াবীয়ানা-The Legacy Remains সাথে

শাশুড়ী মা'র ছাদ বাগানের ফুল কি সুন্দর মাশা-আল্লাহ 😍
05/09/2025

শাশুড়ী মা'র ছাদ বাগানের ফুল কি সুন্দর মাশা-আল্লাহ 😍

ছবিটা তুলে দিয়েছে আমার ছেলে ইরবাজ মাশা-আল্লাহ বাচ্চাটা বড়ো হয়ে যাচ্ছে ❤️
04/09/2025

ছবিটা তুলে দিয়েছে আমার ছেলে ইরবাজ
মাশা-আল্লাহ বাচ্চাটা বড়ো হয়ে যাচ্ছে ❤️

🥁কুশিকাটা প্রশিক্ষণ মেয়েদের কুশিকাটা  কাজ শেখা খুবই উপযোগী  একটি দক্ষতা।ঘরে বসেই এই কাজের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে ...
04/09/2025

🥁কুশিকাটা প্রশিক্ষণ

মেয়েদের কুশিকাটা কাজ শেখা খুবই উপযোগী একটি দক্ষতা।ঘরে বসেই এই কাজের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।কুশিকাটা কাজ শেখার মাধ্যমে মেয়েরা তাদের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারে এবং নিজেকে আত্নবিশ্বাসী হতে সাহায্য করে।

স্থান- আকুয়া হাজিবাড়ি,ফুলবাড়িয়া বাইলেন -২

তাই আর দেরি না করে আগ্রহীরা যোগাযোগ করুন আমাদের সাথে।
phone -01716328309
what's up-01680156469

03/09/2025

আজকে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে......
সোস্যাল মিডিয়াতে আমি কাজ করছি প্রায় ৩বছর হয়ে যাচ্ছে। ময়মনসিংহ শহরে আজকে কিছুটা পরিচিতি পেয়েছি সেটাও প্রায় ২বছর এর কাছাকাছি হবে। আলহামদুলিল্লাহ তার জন্য আর আপনাদের কাছে আমি তার জন্য কৃতজ্ঞ এই ২/৩ বছরে আমি অনেক কষ্ট করেছি পেইজটাকে উঠানোর জন্য তবে খারাপ ভাবে না নিজেকে পরিপাটি রেখে কাজ করেছি। আমি চাইলেই একটা জব করতে পারতাম কিন্তু ইরবাজকে এতো ছোট রেখে আমি বাইরে যেতে চাই নি। যাইহোক শুরু দিকে অনেকেই অনেক মন্তব্য করেছে ছোট করে দেখেছে কিন্তু বিশ্বাস করেন আমি কারো কথায় কান দেই নি। কারণ আমার পরিবার আমার সাথে ছিলো।
এখন মেইন পয়েন্ট এ আসি যখন ভিউ হতে শুরু করলো, পরিচিতি পেতে শুরু করলাম তখন কিছু মানুষ এর নেগে*টিভ কমেন্ট ও পাওয়া শুরু করলাম। যদিও আমার খুব একটা বা*ঝে বা খা*রা*প কমেন্ট আসতো না বা আসেও না। তাও যা একটা দুইটা আসে আমার খুব খারাপ লাগে মেনে নিতে পারি না কেন জানি না। মনে মনে ভাবি বড়ো বড়ো সেলিব্রিটিদের এতো বা*ঝে কমেন্ট ওরা মানে কিভাবে!!!
কিন্তু আমাকে আমার একটা বড়ো ভাই সবসময় বলেছে আপু আপনি যখন উপরে উঠবেন তখন অনেকেই আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। আর সোস্যাল মিডিয়াতে কাজ করতে চাইলে এমন দুই একটা বা*ঝে কমেন্ট সহ্য করতেই হবে
আসলেই আজকের দিনে এইটা আমি বুঝি পাছে লোকে কিছু বলেই। সবাই যে আমাকে ভালো চোখে দেখবে সবার কাছে যে আমি ভালো হতে পারবো এটা কখনো সম্ভব না। 🙂
তাই এইগুলা কথায় কান দেওয়া যাবে না। কে কি বললো আই ডোন্ট কেয়ার 🥱
আমি শুধু তাদের জন্যই কাজ করি যারা আমকে ভালোবাসে আমাকে পছন্দ করে। আর এই ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি আমার পেইজে আলহামদুলিল্লাহ তার জন্য ❤️

জামাই যখন আমার ফটোগ্রাফার তখন ছবি তো সুন্দর হবেই 🤗❤️
03/09/2025

জামাই যখন আমার ফটোগ্রাফার তখন ছবি তো সুন্দর হবেই 🤗❤️

03/09/2025

জামাই অফিসে তাই আমি একাই যাই শপিং এ কিন্তু শপিং এ গিয়ে এতো বড়ো ধো*কা 🫤

মানসিকতা সুন্দর হলে রঙ যেটাই হোক প্রতিটি রঙ'ই আপনার কাছে রঙিন লাগবে 💙❤️🧡
02/09/2025

মানসিকতা সুন্দর হলে রঙ যেটাই হোক প্রতিটি রঙ'ই আপনার কাছে রঙিন লাগবে 💙❤️🧡

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanmee's Notebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanmee's Notebook:

Share

Category