জেগে ওঠা গল্প: তারেকের চোখে01

জেগে ওঠা গল্প: তারেকের চোখে01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেগে ওঠা গল্প: তারেকের চোখে01, Digital creator, Mymensingh.

"জেগে ওঠা গল্প তারেকের চোখে”হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জীবনের বাস্তব, মানবিকতা ও শিক্ষা মূলক গল্পগুলো তুলে ধরা হয়।

সঙ্গে থাকুন, ভালোবাসুন ও শেয়ার করুন আলো!

"পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ"মূল্যায়ন ধরে রাখার ক্ষমতা সবার আছে কি!
25/09/2025

"পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ"
মূল্যায়ন ধরে রাখার ক্ষমতা সবার আছে কি!

25/09/2025

আসসালামুয়ালাইকুম
শুভ রাত্রি

21/09/2025

মধ্য রাত শেষের দিকে
সুন্দর হোক সবার আগামী দিন।

___ নির্বাচনী সংলাপ আগামী সাপ্তাহে ___ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে নির্বাচনি সংলাপ শুরু করতে যাচ...
21/09/2025

___ নির্বাচনী সংলাপ আগামী সাপ্তাহে ___

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে নির্বাচনি সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবরজুড়েই চলবে এ সংলাপ। তবে সংলাপের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করতে পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংলাপে প্রথম দিকে আমন্ত্রণ পাচ্ছে সুশীল সমাজ; নারী নেত্রী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

আর পরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। সংলাপ সূচি চূড়ান্ত করার জন্য ফাইল উপস্থাপন করেছে ইসি সচিবালয়। তারিখ চূড়ান্ত হলেই সংশ্লিষ্টদের কাছে চিঠি (আমন্ত্রণ, কতজন প্রতিনিধি আসবে, লিখিত মতামত) পাঠাবে ইসি। এক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবরজুড়ে সংলাপ চলতে পারে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এ সংলাপ এক থেকে দেড় মাস সময়ের মধ্যে কয়েকটি ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, পর্যবেক্ষক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সংলাপে ডাকা হবে। এদিকে নিবন্ধনে আগ্রহীদের মধ্যে বাছাইয়ে টিকে থাকা নতুন ২২টি দলের মধ্যে ‘যোগ্যদের’ বিষয়ে বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে দেওয়ার আশা করেছেন ইসির কর্মকর্তারা। তবে চলতি সপ্তাহে না হলে আগামী সপ্তাহে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেবে ইসি সচিবালয়।এক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি এবং চূড়ান্ত গেজেট প্রকাশ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। প্রাথমিক তারিখ হিসেবে ২৭ ও ২৮ সেপ্টেম্বর চিন্তা করা হচ্ছে। আর এই তারিখ চূড়ান্ত করার কাজ চলছে।

ইসি রোডম্যাপে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা সভা হবে ২৫ সেপ্টেম্বর। ২৩-৩০ সেপ্টেম্বর নতুন দল নিবন্ধন করে গেজেট প্রকাশ এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ। নিবন্ধনে আগ্রহী ২২টি নতুন রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত শেষ হয়েছে। সেসব প্রতিবেদন পর্যালোচনা করছে কমিশন। নিবন্ধনযোগ্য দলের বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। দলের নাম বা কোনো বিষয়ে আপত্তি থাকলে তা শুনানি করে নিষ্পত্তি করবে ইসি। এ মাসের দ্বিতীয় সপ্তাহে তা শেষ করার কথা রয়েছে।
✔️কালেক্ট

আজ মনে হচ্ছে প্রচন্ড গরম 🙂😌
20/09/2025

আজ মনে হচ্ছে প্রচন্ড গরম 🙂😌

20/09/2025

আলহামদুলিল্লাহ
সবার জন্য সকালের শুভেচ্ছা।
#শুভ_সকাল

সুবাহানাল্লাহ   evening everyone 🤲🤲👇
19/09/2025

সুবাহানাল্লাহ
evening everyone 🤲🤲👇

"অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে"🚸👇   আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান পালিত হবে। তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ...
18/09/2025

"অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে"🚸👇

আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান পালিত হবে। তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এই পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা এগিয়ে আনা হয়েছে।

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরু হলেও এবার ডিসেম্বরের মধ্যভাগে এই মেলা শুরু হবে। অমর একুশে বইমেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।
Prothom Alo NEWS24

আফগানিস্তান -শ্রীলঙ্কা ম্যাচ 🚸🚀🏏  প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সু...
17/09/2025

আফগানিস্তান -শ্রীলঙ্কা ম্যাচ 🚸🚀🏏


প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ। এখন অপেক্ষা আগামীকালের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোর উঠবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রান রেটের জটিল হিসাব-নিকাশ। বাংলাদেশ কীভাবে সুপার ফোরে উঠতে পারে সেটিই দেখে নিন এখানে—

17/09/2025

Good evening everyone.

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when জেগে ওঠা গল্প: তারেকের চোখে01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জেগে ওঠা গল্প: তারেকের চোখে01:

Share