Ariyan Ahmed - আরিয়ান আহমেদ

  • Home
  • Ariyan Ahmed - আরিয়ান আহমেদ

Ariyan Ahmed - আরিয়ান আহমেদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ariyan Ahmed - আরিয়ান আহমেদ, .

স্বাগতম নীরব বাক্যর এই মঞ্চে,ভাঙা শব্দ, অসমাপ্ত বাক্য-সব একত্র হয়ে গড়ে তোলা একটা জগত,
যেখানে অনুভূতিগুলো মুখ খোলে,তারা কলমে বলে যায় প্রতিটি না বলা যন্ত্রণা।

🖊️My Writer's Id link 👉 https://www.facebook.com/profile.php?id=61578756748692

আপনি আমাকে ঠকাতে পারেন, মিথ্যা বলতে পারেন, ব্যবহার করে চলে যেতে পারেন—তবুও আমি বদলাবো না।আমি সৎ থাকার চেষ্টা করবো, কারণ ...
26/11/2025

আপনি আমাকে ঠকাতে পারেন, মিথ্যা বলতে পারেন, ব্যবহার করে চলে যেতে পারেন—তবুও আমি বদলাবো না।আমি সৎ থাকার চেষ্টা করবো, কারণ আমি জানি, অন্যায় করে জেতা যায় সাময়িক,কিন্তু শেষ জয়ের মালিক সৎ মানুষই হয়।

আমার ভরসা মানুষের উপর না, আমার সৃষ্টিকর্তা উপর। আপনি যদি আমাকে আঘাত দেন, আমার সৃষ্টিকর্তা আমাকে সান্ত্বনা দিবেন।আপনি যদি আমার ভালোবাসা ফিরিয়ে দেন, আমার সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসবেন।

আমি শুধু ভালো থাকার চেষ্টা করবো, কারণ ভালো মানুষকে কেউ ঠেকাতে পারে না,পারলে ঠেকিয়ে দেখুন—আমি সৃষ্টিকর্তা হেফাজতে আছি।আপনি ফাঁকি দিয়ে জিতে গেলেও, আমার হেরে যাওয়াটা সৃষ্টিকর্তা দরবারে জেতা হবে।

আমি জানি, মানুষের বিচার মানুষ করে, কিন্তু হকের বিচার সৃষ্টিকর্তা করেন।তাই আমি দোয়া করবো—আপনি ঠিক থাকুন, আর আমার ক্ষতগুলো একদিন সাক্ষী হবে সৃষ্টিকর্তা দরবারে।

লেখা— আরিয়ান আহমেদ

26/11/2025

—আমায় ছুঁইয়ো না তুমি, অ-মানুষ আমি।

—আমায় ছুঁইতে গেলে পাপের সাগরে ডুবে পাপিষ্ঠ হইবা তুমি। কারণ অ-মানুষ আমি।

—আরিয়ান আহমেদ

যখন দেখবেন, ফেসবুকে ছবি আপলোড দিতে আর মন চায় না, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেও হারিয়ে গেছে, মানুষের ভিড়ে নিজেকে অচেনা মনে হয়...
26/11/2025

যখন দেখবেন, ফেসবুকে ছবি আপলোড দিতে আর মন চায় না, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেও হারিয়ে গেছে, মানুষের ভিড়ে নিজেকে অচেনা মনে হয়-তখন বুঝবেন, আপনি আসলে ভিতর থেকে ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছেন।

যে মানুষটা একসময় প্রাণখোলা হাসিতে ভরিয়ে দিত চারপাশ, যাকে সবাই প্রাণবন্ত বলতো, সেই মানুষটা আজ নীরব হয়ে গেছে।যে মানুষটা ছিল হাসিখুশি,ঘুরতে ভালোবাসতো, আড্ডা দিতো, সে মানুষটা এখন একাকীত্ব ভালোবাসে।

আজ সে শুধু কাঁধে একটা অদৃশ্য ভার নিয়ে ঘুরে বেড়ায়, চুপচাপ হয়ে গেছে, ভিড় এড়িয়ে চলে, হাসির আড়ালে লুকিয়ে রাখে অজস্র না বলা কথা। একাকিত্ব এখন সঙ্গী হয়ে গেছে, কারো উপস্থিতি আর শান্তি দেয় না।এমনকি নিজের প্রতিচ্ছবিটাও আর চিনে উঠতে পারে না।

বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও, ভিতরে শুধু শূন্যতা-
এক অজানা ক্লান্তি, মুখে নীরবতা, চোখে অগাধ শূন্যতা- সবকিছুই যেন নিস্তব্ধ।যা প্রতিদিন একটু একটু করে আত্মাকে খেয়ে ফেলে।

আমরা এখনো বেঁচে আছি, কিন্তু সেইভাবে না।আমরা সম্ভবত ২০১৯ বা ২০২০ সালেই শেষবারের মতো বেঁচে ছিলাম। তখন বুঝতাম না, জীবন এতটা ভারী হতে পারে,আমরা তখন বুঝিনি-সেটাই ছিল আমাদের জীবনের শেষ সুখের দিনগুলো। আর এখন আমরা কেবল টিকে আছি-একটা নামহীন শূন্যতার ছায়া হয়ে।

লেখা— আরিয়ান আহমেদ

আমি অভাব বলতে বুঝি—তোমাকে না পাওয়া। এই পৃথিবীর যত অভাব, যত শূন্যতা, যত অপূর্ণতা আছে—সবই যেন তোমাকে না-পাওয়ার ভিতর এসে থে...
25/11/2025

আমি অভাব বলতে বুঝি—তোমাকে না পাওয়া। এই পৃথিবীর যত অভাব, যত শূন্যতা, যত অপূর্ণতা আছে—সবই যেন তোমাকে না-পাওয়ার ভিতর এসে থেমে আছে।
তোমাকে চাইলে ছুঁতে পারি না,

দু’চোখ ভরে দেখার সাধ জাগলেও তোমার সামনে দাঁড়াতে পারি না। নিশ্চুপ নীরবতার ভিতর তোমার সঙ্গে কথা বলার তৃষ্ণায় বুকটা যখন হাহাকার করে, তখনো শব্দগুলো গলার কাছে এসে থেমে যায়—তোমাকে বলতে পারি না।

মানুষ নাকি টাকা না থাকলে গরিব হয়, আমি বুঝেছি—গরিব সে,যার প্রিয় মানুষটা তার নাগালের বাইরে থাকে।
যে মানুষকে সবচেয়ে বেশি অনুভব করি, যে মানুষকে ছাড়া আমার পৃথিবীটাকে অসম্পূর্ণ লাগে, ঠিক সেই মানুষটাই যখন দূরে থাকে, তখন নিজের ভিতরের দারিদ্র্যটা অনুভব করি।

আমার অভাব তোমার স্পর্শে, আমার শূন্যতা তোমার অনুপস্থিতিতে, আমার দুঃখ তোমাকে চাইতে না-পারার যন্ত্রণায়।আমি পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ—কারণ আমার সব পাওয়ার মাঝেওআমার সবচেয়ে অমূল্য তুমি নেই।তোমাকে না-পাওয়ার এই অভাবই আমাকে প্রতিদিন একটু একটু করে ভাঙে।

লেখা— আরিয়ান আহমেদ

25/11/2025

—যদি এই শহরে দুঃখ বিক্রি করা যেত, তাহলে আমি হইতাম বিখ্যাত দুঃখ ফেরিওয়ালা।

—প্রতিটা ক্ষত, প্রতিটা নীরব কান্না, প্রতিটা অপূর্ণ স্বপ্ন—সব কিছু আমি পুঁজি করে বিক্রি করতাম।

—আমি হেঁটে যেতাম শহরের প্রত্যেকটা গলিতে, আমার দুঃখের ঝুড়ি হাতে নিয়ে, আমার দুঃখ বিক্রি করতাম।

—আর এই শহরের মানুষ আমাকে এক নামে চিনতো,
—বিখ্যাত দুঃখ ফেরিওয়ালা—

লেখা_ Ariyan Ahmed

সময় কাউকে থামার সুযোগ দেয় না। ব্যথা, অপ্রাপ্তি, হারিয়ে যাওয়া মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতেই একদিন খুব নীরবে বুঝে যাই—জীবনে ...
25/11/2025

সময় কাউকে থামার সুযোগ দেয় না। ব্যথা, অপ্রাপ্তি, হারিয়ে যাওয়া মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতেই একদিন খুব নীরবে বুঝে যাই—জীবনে সবকিছু আমাদের জন্য তৈরি হয়নি।
যে হাসিগুলো চেয়েছিলাম, তা হয়তো অন্য কারো হয়ে যায়;
যে স্বপ্নগুলো আঁকড়ে ধরেছিলাম, সেগুলো কখনো কখনো নিজের হাতেই ভেঙে ফেলতে হয়।

প্রতিটা না-পাওয়া, প্রতিটা হোঁচট যেন ধীরে ধীরে আমাদের ভিতরটাকে নতুন করে গড়ে তোলে। ভালোবাসায় ভাঙন, বিশ্বাসে ফাটল, সম্পর্কের শেষ—সব মিলিয়ে মানুষ একটু একটু করে শক্ত হয়, পরিণত হয়। যাকে ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো,তার অনুপস্থিতিতেই একদিন বাঁচতে শিখে যাই।
যে স্বপ্নের পিছনে ছুটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, একসময় বুঝি—সেটা আমারই হওয়ার কথা ছিল না।

জীবন এমনই—আনন্দে ভরে ওঠে, আবার দুঃখে নিঃশেষ করে দেয়। জীবন আমাদের পরাজিতও করে, আবার জয়ীও করে। কিন্তু সবশেষে যা সবচেয়ে বেশি বাড়ে—তা হলো উপলব্ধি। উপলব্ধি শেখায়, অতিরিক্ত আশা না করতে,
অতিরিক্ত কাউকে ধরে না রাখতে,সবকিছুর শেষ হওয়াকে মেনে নিতে।

বয়স যেমন বাড়ে, তার চেয়ে অনেক বেশি বাড়ে আমাদের বোঝাপড়া—আর সেই বোঝাপড়াই একদিন আমাদের নতুন মানুষ করে তোলে।

লেখা— আরিয়ান আহমেদ

24/11/2025

পোস্টটা সামনে গেলে রেসপন্স করবেন
—Activity check 💝

তুমি যদি ভালোবাসা নাই হতে, তবুও কষ্ট হয়ে পাশে থাকতে পারতে। একফোঁটা অশ্রু হয়ে চোখে ভাসতে,বুকের ভেতর চিরে যাওয়া ব্যথা হয়ে ...
24/11/2025

তুমি যদি ভালোবাসা নাই হতে, তবুও কষ্ট হয়ে পাশে থাকতে পারতে। একফোঁটা অশ্রু হয়ে চোখে ভাসতে,বুকের ভেতর চিরে যাওয়া ব্যথা হয়ে থাকতে, অথবা নীরব রাতে একটা দীর্ঘশ্বাস হয়ে আমার ঘুম ভাঙাতে। আমি সবই মেনে নিতাম,কারণ তোমার সাথে কষ্ট থাকলেও, তবু তো তোমারে দেখতে পারতাম।

দিনভর আমাকে কাঁদিয়ে রাখলেও মানতাম,রাতে শরীরজুড়ে কাঁপুনি তুললেও সহ্য করতাম, মনে কিংবা শরীরের তোমার দেওয়া কষ্ট অনুভব করলেই যদি বুকটা চিরে যন্ত্রণা উঠত—সেই যন্ত্রণাকেও আমি ভালোবাসা ভেবে আগলে রাখতাম, কারণ তোমাকে কাছে পাওয়া মানেই ছিল আমার শান্তির শেষ ঠিকানা।

কিন্তু তুমি তো সেইটুকুও করলে না,আমার দুঃখ হয়েও থাকতে পারলে না পাশে। থেকে গেলে যদি আগুন হয়ে পোড়াতে—আমি বিন্দুমাত্র অভিযোগ ছাড়াই পুড়ে যেতাম।
থেকে গেলে যদি বিষ হয়ে ছড়িয়ে পড়তে—হাসিমুখেই সেই বিষকেই প্রেম ভেবে গ্রহণ করতাম। তোমাকে সঙ্গে পাওয়া মানেই ছিল আমার শেষ আশ্রয়।

কিন্তু তুমি কি করলে?থাকা তো দূরের কথা, দুঃখ হয়েও থাকতে চাওনি।একদিনে, এক মুহূর্তে আমার সমস্ত অভ্যাস ছিঁড়ে—নিজেকে এমনভাবে সরিয়ে নিলে,যেন আমি তোমার কোনোদিনেরও ছিলাম না।

তুমি চলে গেলে— কোনো কারণ ছাড়া, কোনো শব্দ ছাড়া।আর আমি পড়ে রইলাম তোমার ফেলে যাওয়া নীরবতার ভিতর,যেখানে শূন্যতাই আমার নতুন পরিচয়,আর তোমার অনুপস্থিতিই এখন আমার সবচেয়ে বড় কষ্ট।

লেখা— আরিয়ান আহমেদ

আমি মানুষটা একটু অন্যরকম, মনে যা চলে, মুখে তা বলতে পারি না। আমি কী চাই, কেন চাই—এসব বোঝানো আমার পক্ষে যেন অসম্ভব। তাই কা...
24/11/2025

আমি মানুষটা একটু অন্যরকম, মনে যা চলে, মুখে তা বলতে পারি না। আমি কী চাই, কেন চাই—এসব বোঝানো আমার পক্ষে যেন অসম্ভব। তাই কাছের মানুষগুলোর ওপরই ভরসা করি, মনে মনে ধরে নিই—তারা আমাকে বুঝবে, আমার নীরব চাহিদাগুলোও তাদের চোখে পড়বে।

কিন্তু সত্যিটা হলো, কেউই বোঝে না। আমি যতটা আশা করি, ততটাই হতাশ হই। মনে করি—যাদের এতটা নিজের মনে করি, তারা নিশ্চয়ই আমার অভিমানের ভাঁজগুলো অনুভব করবে, কিন্তু না তারা নিজের মতোই ব্যস্ত থাকে।

এভাবে প্রত্যাশার পাহাড় বানাতে বানাতে আমি নিজেই ধ্বংসস্তুপ হয়ে যাই। একসময় বুঝি—সমস্যা আসলে আমার ভিতরেই। আমি বেশি আশা করি, বেশি অনুভব করি, বেশি বিশ্বাস করি। আর শেষে সবচেয়ে বেশি কষ্টও পাই আমি-ই।

কখনো কখনো মনে হয়—আমার সরলতাই আমার শত্রু।
আমি মন দিয়ে যা চাই,তার বিনিময়ে পাই নীরব উপেক্ষা।

লেখা— আরিয়ান আহমেদ

কারো চোখে আপনার কারণে যদি একফোঁটা অশ্রুও জমে, তবে নিশ্চিত থাকুন—জীবন কোনো না কোনোভাবে সেই অশ্রুর হিসেব আপনাকে ফিরিয়ে দেব...
23/11/2025

কারো চোখে আপনার কারণে যদি একফোঁটা অশ্রুও জমে, তবে নিশ্চিত থাকুন—জীবন কোনো না কোনোভাবে সেই অশ্রুর হিসেব আপনাকে ফিরিয়ে দেবে।

আপনি যদি কারো শান্তির ভিতরে কষ্ট ঢেলে দেন, একদিন আপনার নিজের শান্তির ভিতরেও অশান্তি গর্জে উঠবে। মানুষের দোয়া যেমন শক্তিশালী, তেমনি তার দীর্ঘশ্বাসও ভয়ংকর। তাই কেউ আপনার জন্য কেঁদে ফেললে, ভাববেন না সেটা খুব সাধারণ কিছু। সেই কান্নার রেশ সময়ের গায়ে লেগে থাকে, আর একদিন ঠিকই তা ফিরে আসে আপনার জীবনে।

জীবন কখনো কারো ঋণ এড়িয়ে যায় না। আপনি যাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিলেন, যাকে অবহেলা করলেন, কষ্ট দিলেন—আপনিও ঠিক একদিন তেমনই কারো অবহেলার শিকার হয়ে বুঝবেন কষ্ট কাকে বলে।

তাই একটু থামুন, একটু ভাবুন। কাউকে আঘাত দেওয়ার আগে মনে রাখবেন—হৃদয় ভাঙার প্রতিটি গল্পই একদিন ঘুরে আসে নিজের দরজায়। আর তখন অনুভব করবেন চোখের পানি, আর মানুষের দীর্ঘশ্বাসের ফল কেমন ভয়ংকর হয়।

লেখা— আরিয়ান আহমেদ

22/11/2025

আজকে রাতে কিছু নিব্বা নিব্বি পরিকল্পনা করছে, সারারাত পিরিত করবো তারা, যে পাপিরা এই পরিকল্পনা করছোস তোগো উপর আগে যেনো বিল্ডিং ভেঙে পড়ে।🙂

22/11/2025

আজকে রাতে অনেকের ঘুম আসবে না ভয়ে।🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyan Ahmed - আরিয়ান আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share