26/11/2025
আপনি আমাকে ঠকাতে পারেন, মিথ্যা বলতে পারেন, ব্যবহার করে চলে যেতে পারেন—তবুও আমি বদলাবো না।আমি সৎ থাকার চেষ্টা করবো, কারণ আমি জানি, অন্যায় করে জেতা যায় সাময়িক,কিন্তু শেষ জয়ের মালিক সৎ মানুষই হয়।
আমার ভরসা মানুষের উপর না, আমার সৃষ্টিকর্তা উপর। আপনি যদি আমাকে আঘাত দেন, আমার সৃষ্টিকর্তা আমাকে সান্ত্বনা দিবেন।আপনি যদি আমার ভালোবাসা ফিরিয়ে দেন, আমার সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসবেন।
আমি শুধু ভালো থাকার চেষ্টা করবো, কারণ ভালো মানুষকে কেউ ঠেকাতে পারে না,পারলে ঠেকিয়ে দেখুন—আমি সৃষ্টিকর্তা হেফাজতে আছি।আপনি ফাঁকি দিয়ে জিতে গেলেও, আমার হেরে যাওয়াটা সৃষ্টিকর্তা দরবারে জেতা হবে।
আমি জানি, মানুষের বিচার মানুষ করে, কিন্তু হকের বিচার সৃষ্টিকর্তা করেন।তাই আমি দোয়া করবো—আপনি ঠিক থাকুন, আর আমার ক্ষতগুলো একদিন সাক্ষী হবে সৃষ্টিকর্তা দরবারে।
লেখা— আরিয়ান আহমেদ