29/06/2025
এক দরিদ্র ছাত্র বই না থাকায় প্রতিদিন লাইব্রেরিতে বসে পড়ত।
একদিন এক বুড়ো এসে বললেন:
“তুমি কষ্ট করছো, তাই না?”
ছাত্র বলল: “জি আঙ্কেল, বই কিনতে পারি না।”
বুড়ো বললেন: “জীবনেও ঋণ নিও না, শুধু আল্লাহর কাছে চেয়ে চলো।”
এক সপ্তাহ পর ছাত্রটি এক খোলা চিঠি পেল – ১ বছরের সব বই, জামা-কাপড় ও খরচ পাঠানো হয়েছে।
কোনো নাম নেই, শুধু লেখা:
“যে তাওয়াক্কুল করে, আল্লাহ তাকে যথেষ্ট করেন।”
– (সূরা ত্বালাক ৬৬:৩)
শিক্ষা:
• মানুষ নয়, আল্লাহর কাছে চাইলে — দরজা খুলবেই।
• নিজেকে ছোট ভাবো না — তোমার তাওয়াক্কুলই তোমার শক্তি।