Winner of Zero

Winner of Zero ✅ Assalamualaikum ✅
(2)

29/06/2025

এক দরিদ্র ছাত্র বই না থাকায় প্রতিদিন লাইব্রেরিতে বসে পড়ত।

একদিন এক বুড়ো এসে বললেন:

“তুমি কষ্ট করছো, তাই না?”
ছাত্র বলল: “জি আঙ্কেল, বই কিনতে পারি না।”
বুড়ো বললেন: “জীবনেও ঋণ নিও না, শুধু আল্লাহর কাছে চেয়ে চলো।”

এক সপ্তাহ পর ছাত্রটি এক খোলা চিঠি পেল – ১ বছরের সব বই, জামা-কাপড় ও খরচ পাঠানো হয়েছে।

কোনো নাম নেই, শুধু লেখা:

“যে তাওয়াক্কুল করে, আল্লাহ তাকে যথেষ্ট করেন।”
– (সূরা ত্বালাক ৬৬:৩)

শিক্ষা:
• মানুষ নয়, আল্লাহর কাছে চাইলে — দরজা খুলবেই।
• নিজেকে ছোট ভাবো না — তোমার তাওয়াক্কুলই তোমার শক্তি।

16/06/2025

যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করেন, সেটি মোটেও তোমাকে ধ্বংস করা নয়।

যখন তিনি তোমার কাছে থেকে কোন কিছুকে সরিয়ে নেন—তার মানে হলো, তিনি তোমার হাত দুটিকে খালি করে দিয়েছেন, এর চেয়েও বড় কোন প্রতিদান দেওয়ার জন্য।

- ইমাম ইবনুল কায়্যিম (রহ.)

16/06/2025

প্রেমের ভিক্ষুক হয়ো না, ভালবাসার দাতা হও; সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর।
— জালাল উদ্দিন রুমি!

16/06/2025

যেখানে অহংকার
সেখানেই ধ্বংস।🖤

16/06/2025

নিজের উন্নতিতে এতোটা সময় দাও যেন অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময়'ই না থাকে।

14/06/2025

মনে রাখবেন নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ কাউকেই শূন্য রাখেন না। কোনো না কোনোভাবে তা পূরণ করে দিবেন। আল্লাহর উপর ভরসা রাখুন।

13/06/2025
12/06/2025

─ আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া'সাল্লাম (ﷺ)

Hmmm
12/06/2025

Hmmm

... জীবনটা নাটক সিনেমার মত নয়! এমনি এমনি কিছু হয় যাবে না! তুমি বেরোলেই পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে না, এত রোমাঞ্চকর...
12/06/2025

... জীবনটা নাটক সিনেমার মত নয়! এমনি এমনি কিছু হয় যাবে না! তুমি বেরোলেই পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে না, এত রোমাঞ্চকর সব কিছু নয়! এখানে হার্ডল গুলো টপকাতে হলে তোমাকে সর্বোচ্চ পরিশ্রম টা করতে হবে!

মনে রেখো! ঘুমন্ত সিংহের মুখে শিকার এসে প্রবেশ করে না! শিকারীকে শিকারে বেরোতে হয়! 🙂

তাহাজ্জুদ
10/06/2025

তাহাজ্জুদ

09/06/2025

সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই "জীবন"

Address

Mymensingh
Mymensingh

Telephone

+8801604139414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Winner of Zero posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Winner of Zero:

Share