ভ্রান্তি বিলাস

ভ্রান্তি বিলাস The purpose of this group is to create something new.

01/11/2025

পৃথিবী তার আপন গতিতে চলছে। ঘড়ির কাটাও তার ব্যতিক্রম নয়। মানুষও তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি কেনো পারছি না। আমি কি মানুষ নই?

24/10/2025

একটি অবহেলিত জীবন জানে, আসলে জীবনের মানে কি?অবহেলায় হতে পারে একটি জীবনের শেষ আয়োজন।

আলমগীর হোসেন

24/10/2025

তোমার মোহে পরে ভালোবাসা পেলাম, বেদনা পেলাম,নিশাচর হলাম, একাকীত্বের সঙ্গী হলাম।এতো কিছু পাওয়ার পরেও, পাইলাম না শুধু তোমারে।

আলমগীর হোসেন

28/05/2025
18/04/2025
12/11/2024

সুনীল কর্মকারের গান।এটা আমার রিকোয়েস্টে গেয়েছিলো।

29/10/2024

উপ মহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকারের গান।

24/08/2023

সে আমাকে ভালোবাসলেও। আমার অবস্থানকে ভালোবাসেনি।

14/08/2023

কবিতার নাম ভাঙ্গা ঘরে
লিখেছেন দুলাল চিশতি
জন্ম আমার ভাঙ্গা ঘরে আজো আছি তাই
মাতৃলয়ে বসত করি আমার বাড়ি নাই।
তাইতো আমি হতে কবি চিন্তা করি মনে
তাতেও লাগে খাতা কলম তা কিনি কি মনে।
লিখতে যদি বসি গিয়া আমার আপন ঘরে
ঘরের বউ আসিয়া আমায় নানান তাগিদ করে।
ফকির বাড়ির ছেলে আমি ফকির আমার মন
গান বাজনাতেই কেটে গেলো সারাটি জীবন।তাইতো একদিন গান করিতে গেলাম পাশের গ্রামে।
সবাই বলে গান করিতে বঙ্গবন্ধুর নামে।
সেদিন হতে লেখা শুরু লিখি বন্ধুর গান
গানের ছন্দে শীতল করি আমার পুরা প্রাণ।
বাংলার মাঠে কে লাগাইলো গণতন্ত্রের চারা
কে করবে আগাছা মুক্ত কে দিবে তার পাহারা
সহনাটির সেই ছেলেটি নজরুল ইসলাম সরকার
তার মতো লোক এ জামানায় ছিলো খুবই দরকার।
মানুষ নিয়া করি খেলা মানুষের গান গাই
বাংলার মানুষ সুখি হলে আমিও শান্তি পাই।

12/08/2023

কবিতার নাম বৃষ্টি
লিখেছেন দুলাল চিশতি
বৃষ্টি এলো দেশে রে ভাই, বৃষ্টি এলো দেশে
খাল বিল আর নদীনালা তারই জলে ভাসে।
এইতো কদিন আগেও ছিলো শ্রাবণ মাসি খরা
নদীতে উড়িতো ধুলা পাটে শুকায় চারা।
চাষিরা সব ঘরে বসা, জমিতে নাই পানি
কিসে ফলবে মূখের খাবার,কি হবে না জানি।
লোকে বলে এমন দশা আগে দেখি নাই
মাথার ঘামে গা ভিজে যায় বদনপুরে ছাই।
সূর্যের তাপে ফাটে মাটি গাছের পাতা ঝড়ে
হাঁসগুলি তাই পিপাসিত বুক পাটিয়া মরে।
পানি শূন্য ভূমি যখন ভরে গেলো ঘাসে
কৃষকের হাল বেহাল হবে ভাবছে সবাই বসে।
তাইতো যখন বৃষ্টি এলো সবার মূখে হাসি
মাছগুলি তাই ভাসছে জলে, জেলেরা সব খুশি।
চাষির মূখে ফুটলো হাসি ক্ষেতে লাগাই ধান
রাখাল বাজায় বাঁশের বাঁশি গান আর গান।
ছোট ছোট মাছগুলি তাই ডাঙ্গায় ছুটে আসে
বকগুলি তাই মহানন্দে ভক্ষণ করে বসে।
বৃষ্টি এলো দেশে রে ভাই, বৃষ্টি এলো দেশে।

Address

Mymensingh
2284

Telephone

+8801748376680

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রান্তি বিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share