27/05/2024
মাদ্রাসা শিক্ষকদের প্রতি সবিনয়ে কিছু অনুরোধ!
কেউ না পড়ে এড়িয়ে যাবেন না ইনশাআল্লাহ।
১/ ছাত্রদেরকে মারপিট করে নিজেকে বিপদে ফেলবেন না।
যার জন্য ঝুঁকি নেবেন সেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে।
২/অভিভাবককে আপন মনে করবেন না।ওরা পর।সুযোগ পেলে আপনার খবর করে ছাড়বে।
৩/ছাত্র নিয়মিত মাদ্রাসায় না এলে ছাত্রের থেকে বেশি অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করবেন।
৪/বড় কোন অপরাধ করলে মোহতামীম এবং অভিভাবকদের অভিহিত করবেন।ঝুঁকি নেবেন না।
৫/ছাত্র বা অভিভাবকের সাথে ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না।সুযোগ পেলে কামড় দেবে।
৬/ছাত্র অমনোযোগী হলে বা তাঁর মেধা কম হলে অবশ্যই অভিভাবককে জানাবেন।
৭/পরীক্ষার রেজাল্ট অবশ্যই অভিভাবককে জানাবেন।
৮/ অভিভাবকদেরকেই শাসন করতে বাধ্য করবেন।যার ছেলে সেই শাসন করবে এটাই ফাইনাল।
৯/ মাদ্রাসা ও পরিচালকের সমালোচনায় থেকে নিজেকে বিরত রাখুন অন্যথায় নিজেই লজ্জিত হতে হয়।
১০/ ছাত্রদের থেকে খেদমত নেওয়া বন্ধ করুন।
যদি ধৈর্য্য এবং কৌশল কম থাকে তবে অবশ্যই অন্য কোন কাজে সময় দিন।শিক্ষকতা কঠিন কাজ।
আল্লাহ তায়া’লা সবাইকে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন ।