Md.Jahidul Islam jahid

Md.Jahidul Islam jahid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md.Jahidul Islam jahid, Digital creator, Mymensingh.

04/07/2025

পেটে জমজ বাচ্চা দূলর্ভ বি নেগেটিভ রক্তের অভাবে ২দিন সিজার হচ্ছে না, বাধ্য হয়ে হাসপাতাল থেকে রোগী নিয়ে চলে যাচ্ছিলো আবারও কুড়িগ্রাম জেলায়। সেই সময় ডোনার হাজির।
রক্তের ব্যাগ হাতে পেয়ে রোগীর মায়ের অবস্থা....
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ সকলকে।

এমন মুমূর্ষু গুলো চোখে পড়লেই সত্যিই আনন্দ হয়🥰🥰
আমার জীবনেও এমন একজন রুগী পরছিল আলহামদুলিল্লাহ মহিলা টার কান্না বিজা চোখ গুলো এখনো মনে পরে,,আমার মতো কার কার জীবনে এমন রোগী পরছে কমেন্ট করে জানিয়ে দেন,,,,

Eid Mubarak 🌙🖤تقبل الله منا ومنکم صالح اعمال ❤️
06/06/2025

Eid Mubarak 🌙🖤
تقبل الله منا ومنکم صالح اعمال ❤️

28/05/2025
08/12/2024

ইনশাআল্লাহ এই দেশে কালিমার পতাকা উড়বে,,🤲✊💪

মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, বাবা  তুমি নিয়ে নাও।ঝাল হাতে ...
06/12/2024

মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, বাবা তুমি নিয়ে নাও।

ঝাল হাতে লেগে যাবে জন্য নিজে হাত দিতে ভয় পাচ্ছিলাম।

পরে বললেন চোখে দেখেন না উনি।💔
অনেক আশ্চর্যের ব্যাপার তাইনা? চোখে না দেখা সত্বেও মানুষ কে বিশ্বাস করে ব্যবসা করে যাচ্ছেন। অথচ আমরা বছরের পর বছর পার করেও অনেক কে বিশ্বাস করতে পারিনা।
চাচার জন্য অনেক দোয়া।❤️

----------------,💔🍁🥀তুমি দেখে নিও একদিন আমার জন্য তোমার প্রাণ পু'ড়বে পো'ড়া কাগজের মতো। তখন কাঁদতে থাকবা রাতের অন্ধকারে। ...
30/11/2024

----------------,💔🍁🥀তুমি দেখে নিও একদিন আমার জন্য তোমার প্রাণ পু'ড়বে পো'ড়া কাগজের মতো। তখন কাঁদতে থাকবা রাতের অন্ধকারে। চোখ গড়িয়ে জল বেয়ে বেয়ে পড়বে, টিনের চাল থেকে টপটপ করে পড়া বৃষ্টির মতো।

তুমি দেখে নিও একদিন আমার জন্য তোমার হৃদপিণ্ড কাঁপবে মাঘ মাসের সব শীতে কাঁপতে থাকা মানুষটার মতো। তখন ভিতরটাতে হু-হু ব্যা'থায় চোখে-মুখে ধোঁয়াশা দেখবে ঘনকালো কুয়াশার মতো।

তুমি দেখে নিও একদিন আমার জন্য তুমি অনেক আপসোস করবে,লটারির শেষ নাম্বারটা মিল না থাকার কারণে পুরস্কার না পাওয়া মানুষটার মতো! যেমন করে ন্যায় বিচারের আশায় স্বাক্ষীর অভাবে হারিয়ে যাওয়া মানুষটা হতাশ হয়ে থাকে আফসোসের হিসেব কঁষতে কঁষতে।

তুমি দেখে নিও একদিন আমার জন্য তোমার অনেক দুঃখ হবে বাবার মৃ'ত্যুর নির্মম দৃশ্য নিজ চোখে দেখা মানুষের মতো। তখন কষ্টের আ'ঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যাবে ভিতরটা চু'রির আঘাতে কুঁ পিয়ে হ ত্যা করা একটা লা শের মতো!

তুমি দেখে নিও একদিন আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে যাবে কালবৈশাখী ঝড়ে নেতিয়ে পড়া ধান ফসলের মতো! তখন কপালের দোষ দিতে থাকবা ৩২ পেয়ে ১এর জন্য ফেইল করা মানুষটার মতো।

তুমি দেখে নিও একদিন তোমার মন আমার জন্য কাঁদতে কাঁদতে বলবে তুমি আকাশের তারা খুঁজতে গিয়ে চাঁদ নক্ষত্র হারিয়ে ফেলেছো! তবে, সেদিন হয়তো আমার শুকতারা হয়েও দেখা মিলবে না তোমার সাথে ।😔😔💔🥀

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Jahidul Islam jahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share