14/10/2025
#রিপন_মিয়ার গল্প।
ছবিতে যাকে দেখছেন সে
Ripon Mia সে আমার এলাকার সন্তান , #রিপন মিয়া একেবারে নিম্ন বিত্ত পরিবারের সন্তান ,শুরু থেকেই পরিবারের খুবই বেহাল দশা ,এখন পর্যন্তই সে তার পরিবারের অবস্থান পরিবর্তন করতে পারে নাই। দেশের এতবড় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়েও তার পরিবার এখনও অভাব গ্রস্ত। দিন আনে দিন খায়। .........
আর এর পিছনে লুকিয়ে আছে বিরাট বড় সত্য ঘটনা। যা কেউ জানেনা।
@রিপন মিয়া অশিক্ষিত হওয়ায় তার আজ এই করুন দশা।
#রিপন মিয়ার মূর্খতার সুযোগ নিয়ে অন্যরা আজ কোটি পতি
আর রিপন মিয়া জিরো।
#পয়েন্ট :শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো পেইজে রিপন মিয়া কে দেখছেন একটা পেইজ ও #রিপন মিয়ার না।
#এমনকি বর্তমানে যে পেইজ গুলোতে রিপন মিয়াকে দেখা যাচ্ছে এইগুলোর মালিকানাও অন্য জনের নামে।
সে নামে মাত্র বেতন ভুক্ত কর্মচারী। যা অনেকেই জানেনা।
তাকে ব্যবহার করে ঐ মুখোশ ধারী ব্যক্তিটি কামিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আর #রিপন মিয়াকে দেওয়া হচ্ছে নাম মাত্র বেতন। যা সবার অজানা।
#আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপন মিয়ার সব কিছু মেইনটেইন করে ঐ মুখোশ ধারী ,যে এই মুহূর্তে পেইজটি পরিচালনা করে। কখন কি বলবে ,কখন কোথায় যাবে। কাকে সামনে আনবে ,আর কাকে আনবে না। সব কিছুই ঐ লোক মেইনটেইন করে।রিপন মিয়া ইচ্ছে করলেও একজনকে সাক্ষাৎকার দিতে পারেনা ঐ লোকের অনুমতি ছাড়া।
#এই বিষয় গুলো অনেকে জানে না ,আর জানার কথাও না।
সবাই রিপন মিয়া কে ব্যবহার করে অনেক টাকা পয়সার মালিক হলেও কেউ আর তার ভাগ্য পরিবর্তন করতে পারে নাই।
সত্যি কথা বলতে রিপন মিয়ার কিছুই নাই ,এখনো সে রাজ মিস্তির কাজ করে। তার বউ বাচ্চা আছে যা মিডিয়ার সামনে সে কখনো আনে নাই। আর এই বিষয় টা যে পেইজ টা নিয়ন্ত্রণ করে তার পক্ষ থেকে নিষেধ ছিলো। এই অবস্থায় থেকে সে কেমনে ২ টা পরিবার চালাবে। তার তো সেই সামার্থ নাই। আমার জানামতে তার বাবা মার সাথে ভালো সম্পর্ক আছে।
কিন্ত কিছু নাম দারী #হাম্বাদিক না জেনে ,না শুনে তাকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করা শুরু করেছে।
তাকে ছোট করার জন্য। অথচ তাকে ছোট করার কিছু নাই সে এমনেতেই সব সময় ছোট হয়ে থাকে।
#সবশেষে বলতে চাই রিপন মিয়ার নিজস্ব একটা পেইজ হউক।
অন্যের অধীনে আমরা আর তাকে দেখতে চাই না।