10/08/2025
একটা দেশের প্রধান ইউনিভার্সিটিতে দিনে রাতে নাটক চলতেছে।
রাজনীতির নাটক।
পড়াশোনা নাই, গান বাজনা নাই, রিসার্চ নাই, র্যাংকিং এ ৫০০ র মধ্যে নাই, ফান্ড নাই, থাকার জায়গা নাই।
এদের আছে রাজনীতি।
গুপ্ত রাজনীতি, প্রকাশ্য রাজনীতি, বিপ্লবী রাজনীতি।
এদের টিচাররা দিনে করে লাল নীল হলুদ রাজনীতি।
আর এদের ছাত্ররা রাতে রাজনীতি করে।
ঢাকার ভেতরের সবচে ভালো ভার্সিটির এই অবস্থা।
তাইলে খারাপগুলোর কি অবস্থা বুঝে নেন।
এইসব ইউনিভার্সিটি থেকে ভালো কোন রিসার্চ বের হয় না। ভালো কোন গান বের হয় না। ভালো কোন কবিতা বের হয় না। ভালো কোন ব্যান্ড দল বের হয় না।
তবে নতুন নতুন রাজনৈতিক দল বের হয়।
ভিসি প্রক্টরের পকেট ভারী হয়।
ছাত্রনেতাদের ধান্দাবাজি হয়।
খালি, লেখাপড়াটা আর হয় না।
তাই ইভেন পাশের দেশ ভারতের ইউনিভার্সিটির পোলাপান বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে।
আর আমরা রাতে মিছিল করে দুনিয়া উদ্ধার করি।
পৃথিবীতে আর একটা এমন অশ্লীল দেশ পাবেন না, যে দেশের শিক্ষিত বুদ্ধিজীবিরা এই ছাত্র রাজনীতির মতো নোংরা জিনিসের পক্ষে সাফাই গায়।
ইউটিউবে যান। কাল থেকে সমস্ত দলের জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবীরা ছাত্ররাজনীতি কেন জরুরী, সেই বিষয়ে চটি লিখতেছে।
কেন?
কারন গরিবের ছেলেদের একটা সিটের বিনিময়ে দলের পোষা লাঠিয়াল বানাতে হবে। গনরুমের দখল নিয়ে হাজার হাজার ক্যাডার বানাতে হবে।
যারা অমুক নেতা, তমুক নেতার প্রটোকল দেদে একটা সিংগারা আর দুই ঢোক কোকের বিনিময়ে।
হাজার হাজার ছেলে মেয়েকে কিচ্ছু হইতে দেওয়া হবে না।
যাতে সারাজীবন চান্দাবাজি আর ধান্দাবাজি করে খাইতে এরা বাধ্য হয়।
এদের সামনে পেছনে রেখে যাতে নেতারা নেতা হইতে পারে।
অথচ যে ছেলেটার ইচ্ছা ছিল শিল্পী হবে, সে যাইয়া করে রাজনীতি। যে ছেলেটার ইচ্ছা ছিল সে ফটোগ্রাফি করবে, সেই ছেলেটাকে একটা সিট আর বিসিএস এর চাকরির লোভ দেখাইয়া বানাবে সন্ত্রাসী।
আপনারা কেন অবাক হন না? আপনারা কীভাবে মেনে নেন?
আপনাদের কি একবারও জানতে মন চায় না, আপনার যে ছেলেটা কলেজে থাকতে এত ভালো ছবি আকতো, সেই ছেলেটার হাতে কে হকিস্টিক আর মুখে সিগারেট তুলে দিল?
আপনারা কি দেখছেন না? আমাদের থেকে গান, কবিতা, নাটক, গিটার সব কেড়ে নিয়ে আমাদের ভাই বোনদের রাজনৈতিক জম্বি বানানো হইতেসে?
আমরা আর কতদিন বসে বসে আমাদের ভাই বোনদের এই রাজনৈতিক বাটপারদের হাতে তুইলা দেব?
আমার আপনার চোখের সামনে এই রাজনৈতিক মাফিয়ারা আমার আপনার সন্তানকে ভাগ করে নিতেছে। ওদের বিপদে ওরা পালাবে।
মরবে কে? আমার আপনার সন্তানেরা।
রাজনীতিবিদরা আমার আপনার চোখের সামনে আপনার সন্তানের জীবন, বর্তমান আর ভবিষ্যত একসাথে চুরি করতেছে।
এরপরও এই ছাত্র রাজনীতির বিরুদ্ধে চুপ থাকবেন?
৫৬ বছর তো হলো। আর কত?
Sadiqur Rahman khan 🙏