গ্রামের সৌন্দর্য..487

গ্রামের সৌন্দর্য..487 বিভিন্ন প্রকার মজার ভিডিও ও পোষ্টের মাধ্যমে আপনাদের বিনোদন দেওয়াই আমার পেজ এর মূল লক্ষ।
(2)

"Md ujjol 487" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ফানি ভিডিও ,
🔰- কমেডি ভিডিও
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰-টিক টক ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

" Md ujjol 487 " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

02/08/2025

গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ ゚

বাঙালি যতই ব্যস্ত থাকুক না কেন রাস্তায় কোনো ঝগড়া দেখলে দাঁড়াবেই…  ゚
01/08/2025

বাঙালি যতই ব্যস্ত থাকুক না কেন রাস্তায় কোনো ঝগড়া দেখলে দাঁড়াবেই… ゚

01/08/2025

দেখতে কিন্তু অনেক সুন্দর ゚

সবাইকে জুম্মা মোবারক  ゚        #জুম্মা  #মোবারক
01/08/2025

সবাইকে জুম্মা মোবারক ゚ #জুম্মা #মোবারক

বর্ষাকালের গ্রামের সৌন্দর্যবর্ষাকালে গ্রামের প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। চারদিকে সবুজে মোড়ানো মাঠ-ঘাট, পথ-প্রান্ত...
30/07/2025

বর্ষাকালের গ্রামের সৌন্দর্য

বর্ষাকালে গ্রামের প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। চারদিকে সবুজে মোড়ানো মাঠ-ঘাট, পথ-প্রান্তর। আকাশে কালো মেঘের আনাগোনা, হঠাৎ ঝুম বৃষ্টি, আবার রোদের ঝিলিক—সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়।

ধানখেতের চারপাশে পানি জমে ছোট ছোট হাওরের মতো দেখায়। গাছপালার পাতা ধুয়ে একদম ঝকঝকে হয়ে যায়। গ্রামের পুকুর, খাল-বিল পানিতে পূর্ণ হয়ে ওঠে, আর সেখানে হাঁস-মুরগির দল খেলে বেড়ায়।

শিশুরা বৃষ্টিতে ভিজে আনন্দে হাসে, কাঁচা রাস্তায় কাদা মাখা পা নিয়ে দৌড়ায়। কোথাও কোথাও গ্রামবাসীরা নৌকায় চলাফেরা করে, যেন ছোট এক নদীর শহর হয়ে ওঠে পুরো গ্রাম।

বর্ষাকালে গ্রামের রাতও হয় মনমুগ্ধকর। টিনের চালে বৃষ্টির শব্দ, ব্যাঙের ডাক, আর দূরের মেঘের গর্জন—সব মিলিয়ে এক নিসর্গময় পরিবেশ সৃষ্টি করে।

এই সময়টায় প্রকৃতি তার সব সৌন্দর্য ঢেলে দেয় গ্রামের বুকে, আর সেই দৃশ্য যেন চিরস্মরণীয় হয়ে থাকে মনের গভীরে।

এটাই হলো গ্রামের সৌন্দর্য  গ্রামের সৌন্দর্য..4878:গ্রামের সৌন্দর্য..487]   #এটাই
29/07/2025

এটাই হলো গ্রামের সৌন্দর্য গ্রামের সৌন্দর্য..4878:গ্রামের সৌন্দর্য..487]

#এটাই

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন  ゚
29/07/2025

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন ゚

27/07/2025

নান্দাইলে ম্যাজিক সোয়েটার গার্মেন্টসের নার্সকে ধর্ষনের অভিযোগ উঠায় অভিযুক্ত এডমিনের বিচারের দাবীতে শ্রমিকদের কর্মবিরত ও বিক্ষোভ।

: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে বাশঁহাটি এলাকায় স্থাপিত ম্যাজিক সোয়েটার গার্মেন্টসে কর্মরত জনৈকা নার্সকে (নাম প্রকাশ করা হল না) বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গার্মেন্টসে কর্মরত এডমিন রেজাউল করিম খাবারের কথা বলে নার্সকে তার রুমে ডেকে নিয়ে ধর্ষন করার বিষয়টি ২দিন পর গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে। এঘটনায় রোববার (২৭ জুলাই) গার্মেন্টসে কর্মরত সকল নারী পুরুষ কর্মীরা অভিযুক্ত ধর্ষক রেজাউল করিমের বিচার ও শাস্তির দাবীতে সারাদিন কর্মবিরতি সহ গার্মেন্টসের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে। সরজমিন ঘটনাস্থল গেলে গার্মেন্টসে কর্মরত ইলেক্ট্রেশিয়ান জুয়েল আহম্মেদ বলেন, আমার প্রয়োজনে ঘটনার দিন ও সময়ে এমডিন রেজাউল স্যারের রুমে গেলে নার্স ও রেজাউলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে চলে আসি। পরদিন রেজাউল স্যার আমাকে তার রুমে ডেকে নিয়ে চাকুরী থেকে আমাকে রিজাইন দেওয়া কথা বলে। অথচ আমি উক্ত নার্সের সাথে ঘটনার পূর্বে আরও ২/৩দিন এমডিন রেজাউল করিমের এধরনের অসামাজিক কাজ করতে দেখেছি। এবিষয়ে গার্মেন্টসে কর্মরত ফিনিসিং ইনর্চাজ হাফিজুর রহমান বলেন, এমডিন রেজাউল করিমের রুমে উক্ত নার্স ঢুকে ২০মিনিট ছিল পরে শ্রমিকরা এডমিনের বিরুদ্ধে নার্সের সাথে অনৈতিক ঘটনার অভিযোগ তুলেছে। টিফিন ম্যানডিং আসমা জানান, এডমিন রেজাউল স্যার নার্সকে ঘটনার দিন কু-কাম করেছে। তাই এডমিনের বিচারের দাবীতে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা দ্রুত এডমিনকে চাকুরী থেকে অব্যাহতি সহ শাস্তি দাবী করছি। এব্যাপারে অভিযুক্ত এডমিন রেজাউল করিমের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং তিনি ফোন রিসিভ করেননি। উক্ত গার্মেন্টসের পরিচালক ফয়সাল আহম্মদের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ঘটনাটি সঠিক নয় বলে জানান।👍👍👍

মাসাআল্লাহ ছোট ছোট ছেলেরা কত সুন্দর করে নামাজ পরতেছে আলহামদুলিল্লাহ
27/07/2025

মাসাআল্লাহ ছোট ছোট ছেলেরা কত সুন্দর করে নামাজ পরতেছে আলহামদুলিল্লাহ

Address

নান্দাইল , ময়মনসিংহ
Mymensingh
2290

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামের সৌন্দর্য..487 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রামের সৌন্দর্য..487:

Share