29/04/2024
#সহযোগিতা_কাম্য
তীব্র তাপদাহ ও গরমে জনজীবন বিপর্যস্থ। এ অবস্থাকে বাড়িয়ে দিয়েছে লাগাতার লোডশেডিং।
কষ্টে আছে মাদরাসা তারবিয়াতুল বানাত এর ছাত্রীরা। না পারছে ঠিকমতো রাতে ঘুমাতে, না পারছে দিনে ক্লাস করতে।
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রয়োজন।
যার আনুমানিক ব্যায় ৫০.০০০/-
কোমলমতি ছাত্রীদের দ্বীনি শিক্ষায় সাদাকায়ে জারিয়া হিসেবে আপনিও এই নেকির কাজে অংশগ্রহণ করুন।
আশা করছি, যারাই এই পোস্ট দেখবেন, অবশ্যই সামান্য দান করে হলেও শরিক থাকবেন। অল্প দান লজ্জার কারণ নয়, বরং জাহান্নামের আগুন নিভানোর কারণ।
আপনাদের অল্প অল্প সহযোগিতাকে আল্লাহতালা বহু গুনে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।
সহযোগিতা প্রেরণ করুন
1. ব্যাংক একাউন্ট
MD.Sarwar jahan
Trishal branch, mymensingh
Account no : 20503450100145716
2. নগদ একাউন্ট :01735848866
3.বিকাশ একাউন্ট : 01639336756
নিবেদক
মো সারুয়ার জাহান
পরিচালক, মাদরাসা তারবিয়াতুল বানাত
যোগাযোগ :01735848866 (whatsapp)