Yeasin Chowdhury

Yeasin Chowdhury তোমার মাঝে বঙ্গবন্ধু তোমার মাঝেই দেশ
?

10/06/2025

কুমিল্লায় বর্তমান এনসিপি নেতা সাবেক শিবির ক্যা*ডার মুন্নার বাসা থেকে অবৈধ অ*স্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী।

10/06/2025

“যতদূরে যাও পাখি, দেখা হবে ফের
স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের”

07/06/2025

দেশরত্ন শেখ হাসিনা আপার পক্ষ থেকে সবাই'কে ঈদুল আজহার শুভেচ্ছা!আলো আসবেই,মায়ের ছেলেরা ঘরে ফিরবেই আল্লাহ্ ভরসা, সকলকে ঈদ মোবারক।❤️

12/04/2025

তীব্র গরমে তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আবু সাঈদ ভাইয়ের কুলফি আইসক্রিম। 🤣🥱

12/04/2025

"জুলাই আন্দোলন ছাত্ররা করেনি, করেছে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির"
–জামায়াতে ইসলামীর নেতা।

মানুষের ওপর বিশ্বাস হারাতে চাই না। সততা ও জনগণের ওপর বিশ্বাসই আমার রাজনীতির একমাত্র ভরসা। আমি সব সময় বিশ্বাস করি আল্লাহ্...
24/09/2023

মানুষের ওপর বিশ্বাস হারাতে চাই না। সততা ও জনগণের ওপর বিশ্বাসই আমার রাজনীতির একমাত্র ভরসা। আমি সব সময় বিশ্বাস করি আল্লাহ্ পরীক্ষা নেন এবং সৎ মানুষের সাথে থাকেন। তাই আমরা জোর করে বলতে পারি, সত্যের জয় হবেই।
- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#বাংলাদেশ #বঙ্গবন্ধুকন্যা #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #জয়বাংলা

জো বাইডেনের সংবর্ধনায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা         -----------প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এখান...
21/09/2023

জো বাইডেনের সংবর্ধনায়
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-----------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এখানে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বাইডেন ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ ভোজসভার আয়োজন করেন।

প্রধানমন্ত্রীর কন্যা এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ভোজসভায় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ক্ষমতা ব্যক্তিস্বার্থ রক্ষায় নয়, ক্ষমতা দেশগড়ার সুযোগ। ক্ষমতা মানে দেশের মানুষের জন্য কাজ করা। ... যে জনগণ রক্ত দিয়ে স্ব...
19/09/2023

ক্ষমতা ব্যক্তিস্বার্থ রক্ষায় নয়, ক্ষমতা দেশগড়ার সুযোগ। ক্ষমতা মানে দেশের মানুষের জন্য কাজ করা। ... যে জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, সেই জনগণের কল্যাণ করা।
-বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#বাংলাদেশ #বঙ্গবন্ধুকন্যা #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #জয়বাংলা

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Yeasin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share