
20/08/2025
🌸✨ তারাকান্দা ইউনিয়নে নবজাতকের দ্রুত জন্ম নিবন্ধন সম্পন্ন ✨🌸
📍 তারাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুপচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ মোখলেছুর রহমান বিজয় গত 🗓️ ১৯-০৮-২০২৫ইং তারিখে জন্ম নেওয়া কন্যাশিশু 👶 মৌমিতা আক্তার মৌ-এর জন্মের মাত্র ⏱️ ১২ ঘন্টার মধ্যেই জন্ম নিবন্ধন সম্পন্ন করেন।
🎉 এ উপলক্ষে ১নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খাদেমুল আলম শিশুর পিতা মোঃ মোখলেছুর রহমান বিজয়কে ব্যক্তিগত ও পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন ও শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। 💐
🏡 পরবর্তীতে শিশুর নিজ বাড়িতে উপস্থিত হয়ে—
👨💼 ইউপিঃ প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আবুল কাশেম
📑 হিসাব সহকারী জনাব মোঃ শফিকুল ইসলাম
👔 সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব মোঃ ফজলুল হক
💻 উদ্যোক্তা মাহাবুবুল আলম
👮 গ্রাম-পুলিশ মহল্লাদার রতন রবিদাস রাতুল
➡️ শিশুটির জন্মসনদ, শুভেচ্ছা বার্তা এবং শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন। 🎁
🙏 শিশুর তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিশেষ ভূমিকার জন্য চেয়ারম্যান জনাব মোঃ খাদেমুল আলম মহল্লাদার রতন রবিদাস রাতুলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
🌟 চেয়ারম্যান মহোদয় আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ জন্ম নিবন্ধন কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে। 🌟