আত্মার আরাধনা

আত্মার আরাধনা "আত্মার আরাধনা" in discovering the beauty of Islam. Together, we'll strengthen our faith and find peace. 💙
(2)

Let's enrich our souls with daily inspiration, Quranic wisdom, and the teachings of the Prophet Muhammad (PBUH).

রমাদানে ২০ টি ভুল:১.রমাদানের চাঁদ তালাশ না করা।২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।৩.বাচ্চাদের...
01/03/2025

রমাদানে ২০ টি ভুল:

১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা‌।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।

~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)

#আমল #রোযা #রমজান

কিয়ামতের দিন.....!রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত ।  পুলসিরাত, মিযানের পাল্লা, হাউসে কাউসার একস...
21/02/2025

কিয়ামতের দিন.....!

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান !!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন।

Collected

21/02/2025

Power of Quran.

সূরা ইয়াসিনঃ সকল ইচ্ছা পূর্ণ করে!
সূরা আর রাহমানঃ মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে"
সূরা মুলকঃ কবরের আযাব থেকে রক্ষা করে'
সূরা ওয়াক্বিয়াহ্ঃ ক্ষুধা নিবারন করে'

সুবহানআল্লাহ!❤️

ছোট ছোট কিছু আমল। আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন 🤲 #দোয়া                    #মোনাজাত          ...
19/02/2025

ছোট ছোট কিছু আমল।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন 🤲

#দোয়া #মোনাজাত #আলহামদুলিল্লাহ #দোয়া #আমল #আমিন

আপনার চাকুরি দরকার? ব্যবসার মূলধন নেই?রিযিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন? বিপদ-আপদ,দুঃখ-দুঃচিন্তা থেকে মুক্তি চাচ্ছেন?বি...
15/02/2025

আপনার চাকুরি দরকার? ব্যবসার মূলধন নেই?
রিযিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন? বিপদ-আপদ,দুঃখ-দুঃচিন্তা থেকে মুক্তি চাচ্ছেন?বিয়ে হচ্ছেনা?সন্তান দরকার? পার্থিব জীবনে সমৃদ্ধি দরকার? ফসল-ফলাদির ভালো ফলন দরকার?

আপনার সব কিছুর সমাধান একটা আমলের মধ্যে রয়েছে,তা হচ্ছে- ইস্তিগফারের আমল। ইস্তিগফারকে নিজের জীবনে আবশ্যক করে নেন। চলতে,বসতে,ঘুরতে সব সময় ঠোঁটে ইস্তিগফারের আমল জারি রাখুন।

হাদিসে এসেছে যার মূল বক্তব্য মোটামুটি এই রকম," যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিবে আল্লাহ তায়ালা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ খুলে দিবেন,তার প্রতিটি উদ্বেগ-অস্থিরতা দূর করে দিবেন। এবং তাকে কল্পনাতীত উৎস থেকে রিযিক প্রদান করবেন।"

হাসান আল বসরি রাহিমাহুল্লার বিখ্যাত সেই ঘটনা আমরা অনেকেই জানিঃ

"একবার হাসান বসরী রাহ. এর কাছে এক ব্যক্তি জানালো “ আমার ফসলে খরা লেগেছে। আমাকে আমল দিন” হাসান বসরী তাকে বললেন এস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল “আমি গরীব। আমাকে রিজক এর আমল দিন” হাসান রহ. তাকেও বলেলন এস্তেগফার করো। এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হও্য়ার আমল চাইলে তিনি বললেন, এস্তেগফার করো।” উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল, “সবাইকে এক পরামর্শই দিলেন যে?” বিখ্যাত তাবেয়ী হাসান বসরী রহ. বললেন “আমি নিজের পক্ষ থেকে কিছুই বলি নি। এটা বরং আল্লাহ তায়ালা তার কুরআনে শিখিয়েছেন । তারপর তিনি সুরা নুহ এর আয়াতটি তেলাওয়াত করলেন। (তাফসীরে কুরতুবী ১৮/৩০৩)


فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
নুহ আ. বললেন “তোমরা তোমাদের রবের কাছে এস্তেগফার করো। ( ক্ষমা চাও) নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বারিধারা বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।” (সুরা নূহ- ১০-১২)"

হাদিসে ইস্তিগফারের বেশ কিছু দু'আ এসেছে আমরা সেখান থেকে ইস্তিগফারের দু'আ উল্লেখ করছিঃ

ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। পাপের জন্য লজ্জিত,অনুতপ্ত হওয়া।

দোয়া-১:
======
মূল আরবীঃ ﺃَﺳﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪَ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ।

অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
প্রতি ওয়াক্তের ফরয সালাতে সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ (সাঃ) এই দোয়া ৩ বার পড়তেন। [মিশকাত-৯৬১]

দোয়া-২:
======
মূল আরবীঃ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪَ ﻭَﺃَﺗُﻮْﺏُ ﺇِﻟَﻴْﻪِ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।

রাসুলুল্লাহ (সাঃ) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইসতিগফার করতেন। [বুখারী-৬৩০৭]

দোয়া-৩:
======
মূল আরবীঃ ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲْ ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻲَّ ﺇِﻧَّﻚَ ‏( ﺃﻧْﺖَ ‏) ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴْﻢُ ‏( ﺍﻟﻐَﻔُﻮْﺭُ )
উচ্চারণঃ রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফূর’।
অনুবাদঃ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।

রাসুলুল্লাহ (সাঃ) মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন। [আবূ দাঊদ-১৫১৬, ইবনু মাজাহ-৩৮১৪, তিরমিযী-৩৪৩৪, মিশকাত-২৩৫২]

দোয়া-৪:
======
মূল আরবীঃ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻰُّ ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻪِ

উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।

অনুবাদঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবাহ্ করি।

এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন-যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। [আবু দাউদ-১৫১৭, তিরমিযী-৩৫৭৭, মিশকাত-২৩৫৩]

দোয়া-৫:
ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দু'আঃসাইয়্যিদুল ইস্তিগফার:

======

মূল আরবীঃ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺭَﺑِّﻲ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ ﺧَﻠَﻘْﺘَﻨِﻲ ﻭَﺃَﻧَﺎ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﺃَﻧَﺎ ﻋَﻠَﻰ ﻋَﻬْﺪِﻙَ ﻭَﻭَﻋْﺪِﻙَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺖُ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺻَﻨَﻌْﺖُ ﺃَﺑُﻮﺀُ ﻟَﻚَ ﺑِﻨِﻌْﻤَﺘِﻚَ ﻋَﻠَﻲَّ ﻭَﺃَﺑُﻮﺀُ ﻟَﻚَ ﺑِﺬَﻧْﺒِﻲ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﺎ ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ

উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ’উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা

অনুবাদঃ হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

যে বুক্তি সকাল, সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে, সে ঐ দিন কিংবা রাতে মারা গেলে অনবশ্যই জান্নাতে যাবে। [বুখারীঃ৬৩০৬]

#আমল #ইস্তেগফার #আলহামদুলিল্লাহ #নামাজ #সালাত

একটা গুরুত্বপূর্ণ টপিকে পোষ্ট করতে আসলাম, অবশ্যই সবাই পুরোটা পড়বেন।শবে বরাত কি? আসলেই কি ইসলামে শবে বরাত বলে কিছু আছে? এ...
12/02/2025

একটা গুরুত্বপূর্ণ টপিকে পোষ্ট করতে আসলাম, অবশ্যই সবাই পুরোটা পড়বেন।

শবে বরাত কি? আসলেই কি ইসলামে শবে বরাত বলে কিছু আছে? এটা কি আসলেই বিশেষ কিছু? যারা এতদিন পরিবারের সিনিয়রদের পালন করতে দেখে এসেছেন সেজন্য নিজেরাও পালন করছেন, একবারও কি জানার চেষ্টা করেছেন এটা আসলেই ইসলামের দৃষ্টিতে পালন করা জায়েজ আছে কি না?

"শবে বরাত"-কে মূলত হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শা’বান বা মধ্য শা’বানের রজনী বলা হয়। এই রাতে আল্লাহ রব্বুল আ'লামীন দুই শ্রেণীর মানুষ (যারা শিরক করে এবং যাদের ভেতরে হিং/সা বিদ্যমান) ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তবে এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে যেমন শুধুমাত্র ১৫ তারিখ রোজা রাখা, নির্দিষ্ট রাকআত ধরে নফল সালাত আদায়, হালুয়া রুটি খাওয়া ইত্যাদি ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। কারণ এগুলো করা কুরআন বা সহীহ্ হাদিস কোথাও উল্লেখ নেই। সব কর্ম নিয়তের ওপর নির্ভরশীল। এখন যদি আপনি এই মনে করে শবে বরাতের নিয়তে নফল ইবাদত করেন যে করলে সওয়াব পাবেন, তাহলে আপনার ভুল ভাবেন বা ভাবছেন, কারণ আপনার নিয়ত হচ্ছে অন্য। যেটি ইসলামে জায়েজ নেই সেই নিয়তে ইবাদত করলে সেটা তো কাজে লাগবে না বরং গুনাহ!

এখন আপনারা বলতে পারেন আমি কেনো কারো ইবাদতে বাঁধা দিচ্ছি! আমি কাউকে বাঁধা দিচ্ছি না বা দিতেও চাই না শুধু এইটুকু বলতে চাই যতটুকুই করুন না কেনো সেটা যেন কাজে লাগে সেটুকু করুন, যেগুলো করা জায়েজ আছে সেগুলো করুন, সবচেয়ে বড় কথা আগে ফরজ ঠিক করুন, তারপর না হয় নফল করবেন!!

এনিওয়ে, যারা শাবান মাসের আইয়্যামে বীজের রোজা রাখতে চান তারা আজ রাতে সাহরী খাবেন ইনশাআল্লাহ। আগামীকাল বৃহস্পতিবার, আগামী পরশু শুক্রবার এবং তারপরের দিন শনিবার এই তিনদিন আইয়্যামে বীজের রোজা। এছাড়াও পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত, তাহাজ্জুদ, ইশরাক, চাশত এগুলো আদায় করতে পারেন। কুরআন তিলাওয়াত করবেন বেশি বেশি, দান-সাদকাহ করবেন, এগুলো আপনাদের কাজে লাগবে! একটা দিনকে নির্দিষ্ট করে এমন কিছুই করবেন না যাতে সওয়াবের জায়গায় গুনাহ হয়!

আশা করি শবে বরাত নিয়ে আর কারো কোনো কনফিউশান থাকবে না!

#আমল #শবেবরাত #জিকির #আইয়ামেবীজ

ছোট একটি মোনাজাত 💙মোনাজাতে সবাই অংশ গ্রহণ করবেন। ইন-শা-আল্লাহ 🕊️সবাই পড়ুন📿📿ইয়া রহমান,  ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকর...
10/02/2025

ছোট একটি মোনাজাত 💙

মোনাজাতে সবাই অংশ গ্রহণ করবেন। ইন-শা-আল্লাহ 🕊️

সবাই পড়ুন📿📿

ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,"ইয়া গাফফার" ইয়া সাত্তার, "ইয়া জব্বার "ইয়া ওয়াদুদ" ইয়া আজিজু "ইয়া আজিম "ইয়া হান্নানু "ইয়া মান্নান হে আমার রব, "হে আমার সৃষ্টি কর্তা।

আপনার পবিত্র নামগুলোর উছিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়, আপনার বন্ধু ও হাবীব হযরত মুহম্মদ (সঃ) এর উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্চা গুলো পূরণ করে দেন। অভাব,ঋণ দূর করে দিন।
আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকল কে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও।আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দাও।আমাদের রিযিকে বরকত দান করুন।বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন 🤲🤲

সবাই আমীন লিখবেন কষ্ট করে ।।

#মোনাজাত #দোয়া #আমল #আমিন

নামাজ হলো একজন মুসলিমের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল ধর্মীয় কর্তব্য নয়, বরং এক গভীর আত্মিক অনুশীলন। নামাজের মাধ্যমে...
08/02/2025

নামাজ হলো একজন মুসলিমের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল ধর্মীয় কর্তব্য নয়, বরং এক গভীর আত্মিক অনুশীলন। নামাজের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে সঠিক সংযোগ স্থাপন করি এবং আত্মার শান্তি লাভ করি।

নামাজ পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে আদায় করা হয়। এর মধ্যে রয়েছে ফজর, যোহর, আসর, মাগরিব, এবং এশা। প্রতিটি সালাত আলাদা সময়ে আদায় করা হয় এবং প্রতিটি সালাতের মধ্যে রয়েছে কিছু নির্দিষ্ট দোয়া ও সূরা।

নামাজ আমাদের শৃঙ্খলা, সময় নিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখায়। নিয়মিত নামাজ আদায় করলে আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি এবং আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করতে পারি। এটি আমাদের জীবনের সকল দুঃখ-কষ্ট এবং চ্যালেঞ্জগুলোকে সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার শক্তি দেয়।

আল্লাহ্‌ আমাদের সবাইকে নামাজের প্রতি মনোযোগী এবং দৃঢ় থাকার তৌফিক দিন। আমিন। 🙏

---

কোন নামাজ কত রাকাত..

#দোয়া #মোনাজাত

দিনের শুরুতে আলহামদুলিল্লাহ।কিছু নেকি এভাবেই পাওয়া যায়, কিন্তু ধৈর্য নিয়ে পড়তে হবে। “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)২.“আলহামদ...
07/02/2025

দিনের শুরুতে আলহামদুলিল্লাহ।

কিছু নেকি এভাবেই পাওয়া যায়, কিন্তু ধৈর্য নিয়ে পড়তে হবে।

“সুবহানাল্লাহ”(سبحان الله⁦)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)
১৩.সুবনাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম 🤍🤍

পড়া শেষে আলহামদুলিল্লাহ।☺️❤️

#ইস্তেগফার

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্মার আরাধনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share