Civil Engineering Details

Civil Engineering Details Civil engineer

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :- 1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.2. OPC তে clinker এর পরিমান 95%-...
16/11/2024

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :-


1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3.পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রাথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।

:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।

#শেয়ার_করুনঃ
#আপনি ইঞ্জিনিয়ার হলে এটা অবশ্যই জেনে রাখুন।
#সাধারন মানুষের এই বিষয়ে সম্পর্কে জ্ঞান থাকা উচিতঃ

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।

ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন পিসিসি সিমেন্ট ভালো:
=====================
>> মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।

>> মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।

>> কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।

>> কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।

>> বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন ওপিসি সিমেন্ট ভালো:
====================
>> বহুতল ভবন নির্মাণে।

>> উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।

>> পানির নিচে কংক্রিটের কাজে।

>> ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।

>> মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হয়।

27/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

09/02/2024
বিল্ডিং করতে  #পাইলিং লাগে নাকি?? শুধু শুধু টাকা খরচ....."আরে দূর" বিল্ডিং বানাইতে এতো রড লাগে নাকি..?এত বড় বড় কলাম দিছে...
08/02/2024

বিল্ডিং করতে #পাইলিং লাগে নাকি?? শুধু শুধু টাকা খরচ.....

"আরে দূর" বিল্ডিং বানাইতে এতো রড লাগে নাকি..?

এত বড় বড় কলাম দিছে কোন বেকুব ইঞ্জিনিয়ারে..?
আরে বাবা, একটা দুইটা ছাদে বীম দিলেই তো হয়, সব ছাদে বীম দেওয়া লাগে নাকি...?

আইচ্ছা অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার ড্রইং এ যা দিসে দিসে, কন্টেকটাররে কউ খরচা-খরচ কমাইবো কেমনে সেটা সেই বুঝবো।

আরে ইঞ্জিনিয়াররে ভিজিটে আইনেন না খামাখা, এইটা সেইটা ভুল ধরবো, এতো ভেজাল কি দরকার..?

এই কন্টাকটার কি কম বিল্ডিং বানাইছে নাকি..?
এতো দামী ইঞ্জিনিয়ার আমার দরকার নাই!

৫০হাজারের প্যাকেজে আছে ইঞ্জিনিয়ার-আর্কিটেক, ড্রইং, পৌরসভা পাশ সব মিইল্যা।

"আরে দূর" বাংলাদেশে আবার কিসের #ভূমিকম্প..? এই সব মিডিয়ার বাড়াবাড়ি রাজনৈতিক চক্রান্ত।
"বাদ দেন তো "

#এমন #বাড়ির মালিকদের জন্য আফসোস হয়, যিনি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে যাচ্ছেন !!

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।☞ উত্তরঃ1. Structure = 35%2. Brick work = 6%3. Wood work = 5%...
27/05/2023

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।
☞ উত্তরঃ
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%
✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)
#সিভিল_ইঞ্জিনিয়ারিং
✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)
✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)
✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)
✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)
✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
সিভিল ইঞ্জিনিয়ারিং
✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

07/05/2023

৭-ই মে প্রকৌশলী দিবস।
সকল প্রকৌশলীকে জানাই প্রকৌশলী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।💜

Happy Engineers Day Of Bangladesh.💝

Address

Mymensingh
Mymensingh

Telephone

+8801316807680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering Details posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineering Details:

Share