
09/07/2025
প্রায় ৩০০ পরিবারের এক বৃহৎ তঞ্চঙ্গ্যা পাড়ার সকল মানুষের পানির উৎস হচ্ছে এই ঝিরি। পাড়ায় নামার আগে একটা পাহাড় পারি দিতে হয়, পাহাড়ের উপর থেকে এই ঝিরির ভিউটা মারাত্মক সুন্দর লাগে।
পাড়ার উপরেই একটা সেনা ক্যাম্প আছে, পাড়ায় ঢোকার আগের পাহাড়টা ক্রস করার সময় ক্যাম্প থেকে স্পষ্ট দেখা যায় সেজন্য দ্রুত পাহাড়টা ক্রস করার জন্যে উপর থেকে ঝিরির ভিউটা নিতে পারিনি। পাড়ায় ঢোকার মুহূর্তে নিচ থেকে ছবিটা নিয়েছিলাম।
দুমলং অভিযান ২০২৫।
📌 বিলাইছড়ি, রাঙ্গামাটি 🇧🇩