Safin Ahammed

Safin Ahammed Hi, I’m Safin Ahammed! Welcome to my Official page. Let’s Explore & learn together!❤️

Here, you’ll find helpful study tips, motivation, and blog videos to make learning easier and more fun.

22/06/2025

আসসালামু আলাইকুম।
আমি সাফিন আহম্মেদ নাহিন। মালয়েশিয়ায় পড়াশোনা করছি এবং নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সহায়তা করে যাচ্ছি বিদেশে উচ্চশিক্ষার পথে।

নিজের অভিজ্ঞতা থেকে একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝেছি—
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নটা সুন্দর হলেও, পথটা সবসময় সহজ না।
এই পথে সঠিক গাইডলাইন, সময়মতো সিদ্ধান্ত আর একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ অনেক গুরুত্বপূর্ণ।

তাই আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি, একজন ভাই, একজন সহযাত্রী হিসেবে সহায়তা করতে—
যাতে যাঁরা দেশের বাইরে পড়াশোনার কথা ভাবছেন, তাঁরা শুরু থেকেই একটা পরিষ্কার ও বাস্তব ধারণা পান।
বিশেষ করে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় আগ্রহী শিক্ষার্থীদের আমি নিজের অভিজ্ঞতার আলোকে গাইড করি, যেন তারা ভুল সিদ্ধান্তে না পড়ে।

ভিসা প্রসেস, ইউনিভার্সিটি সিলেকশন, অ্যাডমিশন, এয়ারপোর্ট পিকআপ থেকে শুরু করে এখানে এসে কীভাবে মানিয়ে নিতে হয় এই প্রতিটা ধাপে আমি পাশে থাকার চেষ্টা করি।

কারণ, আমি জানি—স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা না থাকলে শুধু ইচ্ছা দিয়ে কিছু হয় না।

বিদেশে আসা, এখানের লাইফস্টাইল সবকিছুতেই যেন একজন শিক্ষার্থী শুরু থেকেই আত্মবিশ্বাসী থাকতে পারে, সেজন্য আমি পাশে থাকি একজন ভাই বা বন্ধুর মতো।

বিশ্বস্ত পরামর্শ, প্রবাসী শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা—সবকিছু একসাথে।
আপনার স্বপ্ন বাস্তবায়নে, আমি পাশে আছি।

📩 আমার সাথে যোগাযোগ করতে পারেন – প্রশ্ন থাকলে নির্দ্বিধায় ইনবক্স করুন।
📞+60174690548 (WhatsApp)
wa.me/60174690548


31/12/2024

“২০২৫ সালে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য লিভিং কস্ট কত হতে পারে? এই ভিডিওতে আমরা মালয়েশিয়ায় একজন আন্তর্জাতিক ছাত্র হিসেবে থাকা-খাওয়া, পরিবহন, এবং অন্যান্য ব্যয়ের বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনি মালয়েশিয়ায় পড়াশোনা করার পরিকল্পনা করেন, তাহলে এই তথ্য আপনার জন্য অত্যন্ত উপকারী হবে

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Safin Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safin Ahammed:

Share