
22/04/2025
""মাথা গরম করে হটাৎ করে একটা
রিলেশন
ভেঙ্গে দেয়ার মতো সিদ্ধান্ত
নিবেন না।
আজ হয়তো যাকে ছেড়ে চলে যাচ্ছেন,
যাবার আগে অন্তত একবার ভাবুন তো
ঠিক এই
মানুষটার মতো আরেকজন মানুষ কি
আপনার
লাইফে আসবে ?
ঠিক এই মানুষটার মতো এতো
ক্যায়ারিং
কেউ হবে ?
রাগ করলে রাগ ভাঙ্গাতে নিজের
সর্বচ্চটা
দিয়ে আপনার মুখে হাসি ফুটাতে
পারবে ?
হয়তো না !!
তাই একটা রিলেশন ব্রেকআপ করে
নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে
নিজেকে
একাকীত্বের সাগরে ডুবাবেন না ...।
রাগ করলে বুঝান - একবার নয়! বারবার -
একজন অপরজনের ইচ্ছেগুলো কে মূল্য দিন।
অনেকেই বলেন - তার পছন্দের সাথে
আমার
পছন্দের কোন মিল নেই ! ক্যামনে তার
সাথে
রিলেশনটা কনটিনিউ করি
ভাই থামেন - সবার সাথে সবার সব
পছন্দ
কখনোই মিলে না, আর মিলবেও না।
সেক্রিপ্রাইস বলে একটা কথা আছে ,
এটার
প্রয়োগ ঘটাতে হবে।
ভালবাসবেন , আর সেক্রিপ্রাইস করতে
পারবেন না - এটা তো হয় না।
ভালবাসার অপর নাম বিশ্বাস , আর
বিশ্বাসেরই আরেক নাম সেক্রিপ্রাইস
।
২ টাই ওতোপ্রোতো ভাবে জড়িত ।
মনে ভালবাসা থাকলে ২ জন ২
নৌকার মাঝি
হয়েও রিলেশন কনটিনিউ করা যায়।
শুধু একটা জিনিসই দরকার - "" দু"জনের
মধ্যকার ভালবাসা""