THR সহকারী অধ্যাপক, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ।
Follow me on:
www.youtube.com/tanzirulhussainrabby

রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়।যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছ...
08/05/2025

রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়।

যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা তাদের ছেলেদের কবর খুঁজে বেড়ায়। [সার্বিয়ান প্রবাদ]

আমরা বলতে থাকি, “আমরা তো স্বাধীন, যা খুশি করার অধিকার আছে।”ছবিটি দেখুন। এই লোক তার প্রাপ্য বুঝে নিয়েছে। অন্য ভাগের সমান...
09/03/2025

আমরা বলতে থাকি, “আমরা তো স্বাধীন, যা খুশি করার অধিকার আছে।”
ছবিটি দেখুন। এই লোক তার প্রাপ্য বুঝে নিয়েছে। অন্য ভাগের সমানই সে নিয়েছে হিসাবে-পরিমানে। কিন্তু তা করতে যেয়ে সে অন্যের প্রাপ্য গ্রহনে বিঘ্ন সৃষ্টি করেছে। এ ছাড়াও সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যাতে অন্যেরা মানসিক ভাবেও বিরক্ত হচ্ছে। তার স্বাধীনতার চর্চা, অন্যের মানসিক পীড়নের কারন। এটা হচ্ছে Bad practice of exercising freedom. এবং এটা আপনি করতে পারেন না। এই ধরনের স্বাধীনতার চর্চা করার অধিকার আপনার নাই।
আপনি given even situation এ যেখান থেকে খুশি, আপনার টুকরোটি তুলে নিন - ডান-বাম উত্তর-দক্ষিণ। কিন্তু ডিজাইন ভেংগে অন্যের স্বস্তি চর্চায় বিঘ্ন ঘটিয়ে নয়। বুদ্ধিমানদের জন্য আছে এতে নিদর্শন!
আমরা স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার পার্থক্যটাই বুঝিনা ।

01/03/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।

আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!

রমাদান মোবারক❤️

22/02/2025

একদিন আপনি বৃদ্ধ হবেন। গ্লাস ধরে পানি পান করার সময় হাত কাঁপবে। কাঁপতে কাঁপতে গ্লাস থেকে পানি অর্ধেক মাটিতে পড়ে যাবে। মাঝে মাঝে হাত থেকে গ্লাসটিই ফ্লোরে পড়ে ভেঙে যাবে। ঘরের মানুষজন আপনার উপর আস্তে আস্তে বিরক্ত হবে। এই বিরক্তি আপনি চোখ বুঝে সহ্য করবেন। প্রচন্ড কষ্টে বুকটা ফেটে যাবে, চোখের কোনে কয়েকফোঁটা পানি জমবে। বাঁচার জন্য যুদ্ধ করা এই পৃথিবীতে আপনি একদিন খুব করে মরতে চাইবেন।

গায়ের চামড়া কুঁচকে যাবে, গালের চামড়ায় ভাঁজ পড়বে। চুলগুলো সব সাদা হয়ে যাবে। চোখে ঝাপসা দেখার বয়সে একদিন আপনি পৌঁছে যাবেন। হাঁটতে গিয়ে হোঁচট খাবেন। দিনে কয়েকবার পড়ে গিয়ে ব্যথা পাবেন। কয়েকবার ডাকার পর হয়তো অনেকক্ষণ পর কেউ এসে বিরক্ত হয়ে আপনাকে টেনে তুলবে। এই বিরক্তি আপনি টের পাবেন, বুকটা ফেটে যাবে নিদারুণ আর্তনাদে। এই যন্ত্রণা আর সহ্য হবে না। বাঁচার জন্য যুদ্ধ করা এই পৃথিবীতে আপনি একদিন খুব করে মরতে চাইবেন।

জীবনের শেষ বয়সে এসে ভাতের চেয়ে ঔষুধই বেশি খাবেন। আত্মীয়স্বজনের বাড়ির চেয়ে মেডিকেলেই বেশি যাবেন। সম্পদ লাভের আশায় আজীবন সংগ্রাম করা মানুষটাই একদিন সব সম্পদ রেখে চলে যাবেন। আজ থেকে ২০০ বছর পর আপনার বাড়িতে যারা থাকবে, আপনার জায়গা জমি যারা ভোগ করবে; তাদের কাউকেই আপনি চিনেন না। অথচ সেই অচেনা মানুষগুলোকে আপনার সম্পদ ভোগ করানোর জন্য এখন যুদ্ধ করছেন অতি চেনা পরিচিত আপনজনদের বিরুদ্ধে, কখনো এক হাত জমি বেশি পাওয়ার জন্য, কখনো দুর্বল প্রতিবেশির পুরো জায়গাটা দখল করার জন্য। পৃথিবী ছাড়ার সময় দেখবেন, মানুষের দোয়া ছাড়া আর কিছুই আপনার সাথে যাওয়ার অনুমতি পাচ্ছে না।
(সংগৃহীত)

অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রিয় Zulfeqar Haider স্যারকে।নায়েম এর মহাপরিচালক হিসেবে পদায়ন পাওয়ায়। আল্লাহ আপনাকে দুনি...
02/02/2025

অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রিয় Zulfeqar Haider স্যারকে।
নায়েম এর মহাপরিচালক হিসেবে পদায়ন পাওয়ায়।
আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতের সম্মান আরো বৃদ্ধি করে দিক। অংশগ্রহণমূলক সক্রিয় শিখন বিষয়ক প্রশিক্ষণে আপনাকে প্রশিক্ষক হিসেবে পেয়ে আমি আসলেই অনেক কিছু শিখতে পেরেছিলাম।

তুমি আমি বন্দী,বিছানো সিন্ডিকেটে,হয়েছে পোক্ত সন্ধি,হিসেবীদের পকেট কাটতে। তুমি আমি বন্দী,হাসির আড়ালে কান্নাতে,বিশাল গোপন ...
13/01/2025

তুমি আমি বন্দী,
বিছানো সিন্ডিকেটে,
হয়েছে পোক্ত সন্ধি,
হিসেবীদের পকেট কাটতে।
তুমি আমি বন্দী,
হাসির আড়ালে কান্নাতে,
বিশাল গোপন ফন্দি,
নজর বাজারের ব্যাগেতে।
তুমি আমি বন্দী,
মধ্যবিত্ত ভীষণ কষ্টতে,
অন্ন ফুরায় জলদি,
মুদ্রাস্ফীতি অট্ট হাসিতে।
তুমি আমি বন্দী,
সংসার নামক জেলখানাতে,
সর্বত্র দুরভিসন্ধি,
পারছে না মরে যেতে।
তুমি আমি বন্দী,
ক্ষমতা আর টাকাতে,
অর্ধমৃত সমাধী,
রেখো তবু মোনাজাতে।

(তানজিরুল হুসাইন রাববি)

ছবিঃ Alif
কলেজের এই স্থানে সুন্দর ছবি আসে।

ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম, ভাই সুশি হবে?বিদ্যুতের গতিতে রেস্টুরেন্ট মালিক ক্যাশ ছেড়ে এসে আমার হাত ধরে প্রশ্ন করল; স্যার,...
21/12/2024

ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম, ভাই সুশি হবে?
বিদ্যুতের গতিতে রেস্টুরেন্ট মালিক ক্যাশ ছেড়ে এসে আমার হাত ধরে প্রশ্ন করল; স্যার, আপনি কি ম্যাজিস্ট্রেট?
- না
তাহলে গোয়েন্দা সংস্থার?
- তাও না!
শুনেন ভাই, আমরা খাবারে পুসি, কুত্তা কিছুই দেই না তবে মাঝেমধ্যে কাচ্চিতে খাসির বদলে ছাগল, ভেড়ার মাংস দেই, আর কোন ভ্যাজাল নাই 😁!!
- মিয়া, জাপানি রেস্টুরেন্ট দিলেন অথচ জাপানের খাবারই চিনেন না, চাইলাম সুশি আপনি বুঝলেন পুসি (বিড়াল) 🤔

বিজয় এত সহজ নয়,অনুভবে রয়েছে সহশ্র ভয়।কেন মনে শঙ্কিত অবস্থা হয়?বাজার যে সিন্ডিকেট বন্দী রয়,ব্যাংক নোটগুলো যে মূল্যহীনতা স...
16/12/2024

বিজয় এত সহজ নয়,
অনুভবে রয়েছে সহশ্র ভয়।
কেন মনে শঙ্কিত অবস্থা হয়?
বাজার যে সিন্ডিকেট বন্দী রয়,
ব্যাংক নোটগুলো যে মূল্যহীনতা সয়,
খাবারের পাতগুলো যে আমিষহীন রয়,
পরিণামে দেশদন্ডের ক্রমশ হাড় ক্ষয়,
এটাকেই কি বিজয় কয়?
তবুও সর্বদা জপি প্রার্থনা হয়,
দেশবাসী যেন মঙ্গলে রয়,
আর রক্ষকরা হোক গুড বয়।

THR

শুভ সকাল।ব্যুরো বাংলাদেশ, বগুড়া।হায়ার সেকেন্ডারী এডুকেশন প্রোজেক্ট, মাউশি।পাঞ্জাবী কার্টেসীঃ ২৫ ব্যাচের পোলাপান।
13/12/2024

শুভ সকাল।
ব্যুরো বাংলাদেশ, বগুড়া।
হায়ার সেকেন্ডারী এডুকেশন প্রোজেক্ট, মাউশি।
পাঞ্জাবী কার্টেসীঃ ২৫ ব্যাচের পোলাপান।

13/12/2024

hope for well! plz keep me in ur prayers

Address

BAU Campus
Mymensingh
MYMENSINGH

Alerts

Be the first to know and let us send you an email when THR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share